IND vs SL

IND vs SL: শ্রীলঙ্কাকে টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ করার পর আজ একদিনের সিরিজে (IND vs SL) তাদের মুখোমুখি হয়েছে টিম ইন্ডিয়া। কলম্বোর আর.প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন লঙ্কান শিবিরের নয়া অধিনায়ক চরিথ আশালঙ্কা। পাথুম নিশাঙ্কার (Pathum Nissanka) অর্ধশতক ও লোরার অর্ডারের কার্যকরী ব্যাটিং-এর সুবাদে ২৩০ রান স্কোরবোর্ডে যুক্ত করতে সক্ষম হয় তারা। রান তাড়া করতে নেমে বেশ ভালোই এগোচ্ছিলো ভারত। এক প্রান্ত আগলে ছিলেন শুভমান গিল। অপর প্রান্তে ঝড়ের গতিতে রান তুলছিলেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। কিন্তু ওপেনিং জুটি ভাঙার পরেই সমস্যায় পড়ে টিম ইন্ডিয়া (Team India)। ভাঙন রোধের ভার ভার ছিলো বিরাট কোহলির কাঁধে। কিন্তু পারলেন না তিনিও। বড় রান করতে ব্যর্থ তিনি।

Read More: “একেই বলে পারফরমেন্স…” শ্রীলঙ্কাকে ২৩০ রানে আটকে রেখে সমাজ মাধ্যমে ট্রেন্ডিং টিম ইন্ডিয়া !!

শুভমান যখন আউট হন, ভারতের স্কোরবোর্ডে তখন ৭৫। এর মাত্র পাঁচ রানের ব্যবধানে আউট হন রোহিত’ও। পরপর জোড়া উইকেট হারিয়ে চাপে পড়েছিলো টিম ইন্ডিয়া। এমতাবস্থায় প্রথমে ওয়াশিংটন সুন্দর ও পরে শ্রেয়স আইয়ারকে সঙ্গী করে দলকে উদ্ধার করার প্রয়াস চালাচ্ছিলেন বিরাট (Virat Kohli)। কিন্তু তাল কাটলো ২৪তম ওভারের প্রথম বলেই। ওয়ানিন্দু হাসারাঙ্গার ডেলিভারিকে ফ্লিক করে লেগ সাইডে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিলেন ভারতীয় মহাতারকা। কিন্তু ব্যাট ও বলের সঠিক সংযোগ ঘটাতে পারেন নি। বল পিচ করার পর আছড়ে পড়ে কোহলির প্যাডে। আঙুল তুলতে দেরী করেন নি আম্পায়ার। নন-স্ট্রাইকার শ্রেয়স আইয়ারের (Shryeas Iyer) সাথে আলোচনা করে রিভিউ নেন কোহলি, কিন্তু লাভ হয় নি। ৩২ বলে ২৪ করেন আজ থামলেন তিনি।

টি-২০ বিশ্বকাপের পর বেশ কিছু দিন বিশ্রামে ছিলেন তিনি। আজ প্রত্যাবর্তন ম্যাচে রান না পাওয়ার কোহলির উপর রুষ্ট ক্রিকেটজনতা। সোশ্যাল মিডিয়া জুড়ে কটাক্ষের বন্যা। ‘এত ঘন ঘন বিশ্রাম নিলে এই অবস্থাই হবে’ লিখেছেন এক ক্ষুব্ধ নেটিজেন। ‘কোহলি, শুভমানদের সরিয়ে জায়গা দেওয়া উচিৎ যশস্বী জয়সওয়াল বা অভিষেক শর্মা’র মত তরুণ খেলোয়াড়দের’ লিখেছেন আরও একজন। ‘এভাবে আর কতদিন?’ প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন টিম ইন্ডিয়ার আরও এক সমর্থক। ‘টি-২০ বিশ্বকাপ ফাইনালের ইনিংসটা আদতে বিরাটের ফর্মে ফেরা নয়, বরং ফ্লুক ছিলো’ মন্তব্য করেছেন এক দর্শক। ‘শ্রীলঙ্কার বিরুদ্ধেও আজ হারতে হলে, দায়টা বিরাটের উপরই বর্তাবে’ উষ্মা গোপন না করেই আক্রমণ শানাতে দেখা গিয়েছে আরও এক নেটনাগরিককে।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে মাস্টারস্ট্রোক গম্ভীরের, ১১-১১ ব্যাটসম্যান ও বোলারদের নিয়ে মাঠে নামবে টিম ইন্ডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *