IND vs SL

IND vs SL: টি-২০ সিরিজে (IND vs SL) শ্রীলঙ্কাকে ৩-০ ফলে উড়িয়ে দিয়েছিলো ভারত (Team India)। ওডিআই সিরিজেও স্বাভাবিক কারণেই তাদের এগিয়ে রেখেছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু বাইশ গজের যুদ্ধ যে শুকনো পরিসংখ্যান বা বিগত দিনের পারফর্ম্যান্সের উপর বিশেষ নির্ভর করে না তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেলেন চরিথ আশালঙ্কা (Charith Asalanka) ও তাঁর দলের ক্রিকেটাররা। ভারত যে কড়া পরীক্ষার সম্মুখীন হবে তা বোঝা গিয়েছিলো প্রথম ম্যাচেই। জয়ের খুব কাছাকাছি গিয়েও সে যাত্রা সাফল্য ধরা দেয় নি টিম ইন্ডিয়ার হাতে। টাই করেই সন্তুষ্ট থাকতে হয়েছিলো। দ্বিতীয় ম্যাচে চমকে দেন লঙ্কানরা। ৩২ রানে হারান ‘মেন ইন ব্লু।’ সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে আজ মাঠে নেমেছিলেন রোহিত শর্মা’রা (Rohit Sharma)। ব্যর্থ হলেন তাতেও। ১১০ রানের বিশাল ব্যবধানে ম্যাচ হলো হাতছাড়া।

Read More: স্পিন আক্রমনের সামনে মাথা নত করলো বিশ্ব চ্যাম্পিয়নরা, ২৭ বছর পর ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজ জয় শ্রীলঙ্কার !!

ভারতের ব্যাটারদের স্পিন খেলার দক্ষতা একটা সময় সুবিদিত ছিলো। শচীন, আজহার, সৌরভ থেকে শেহবাগ-স্পিনারদের বিরুদ্ধে সফল সকলে। কিন্তু স্পিন’ই যেন বর্তমান টিম ইন্ডিয়ার ক্রিপটোনাইট। কখনও ওয়েলালাগে (Dunith Wellalage), কখনও ভাণ্ডেরসে আবার কখনও আশালঙ্কা গোটা সিরিজ (IND vs SL) জুড়ে তটস্থ করে রেখেছিলেন কোহলি (Virat Kohli), শ্রেয়সদের। ব্যতিক্রম হলো না আজও। রোহিত রোজকার মতই শুরু করেছিলেন ধুন্ধুমার ভঙ্গিতে। শুভমান গিল (Shubman Gill) আউট হওয়ার পরেও ইতিবাচক ছিলেন তিনি। কিন্তু ৩৫-এর বেশী আজ এগোতে পারেন নি। অধিনায়ক ফিরতেই ঘূর্ণির জালে আটকে মুখ থুবড়ে পড়ে ভারতীয় ব্যাটিং। টানা তৃতীয় ম্যাচে এলবিডব্লু হয়ে নেটদুনিয়ার রোষের মুখে বিরাট কোহলি। ‘ঘরের মাঠের শের’ বলে তাঁকে কটাক্ষ করেছেন কেউ কেউ। দিয়েছেন অবসরের পরামর্শও।

ক্ষোভের কেন্দ্রে শ্রেয়স আইয়ার’ও। ৭ বলে ৮ করে আউট হন তিনি। ‘এই ফর্ম নিয়ে কি করে মাঠে নামতে পারে?’ প্রশ্ন ছুঁড়েছেন একজন। ‘খেলা দেখে মনে হচ্ছে পাড়ার মাঠে নেমেছে’ ক্ষোভ উগড়ে দিয়েছেন আরও একজন। অক্ষর প্যাটেল, শিবম দুবে, ঋষভ পন্থ-কটাক্ষের তীরে বিদ্ধ হয়েছেন সকলেই। লোয়ার অর্ডারে নেমে লড়াই চালিয়ে যান ওয়াশিংটন সুন্দর। ৩০ রানের ইনিংসের জন্য কিঞ্চিৎ সহানূভূতি পেয়েছেন তিনি। তবুও তাঁর আউট হওয়ার ধরণ নিয়ে থাকছে সমালোচনা। ভারতীয় সমর্থকদের রোষের আগুন আছড়ে পড়েছে কোচ গৌতম গম্ভীরের উপরে। ‘বিশ্লেষকের চেয়ারে বসে বড় বড় কথা বলা আর কাজে করে দেখানোর মধ্যে তফাৎ রয়েছে, আশা করি বুঝেছেন,’ লিখেছেন একজন। ‘দ্রাবিড়ের সিকিভাগ যোগ্যতাও গম্ভীরের নেই’ সখেদে জানিয়েছেন আরও একজন। ‘ফাটকা আইপিএলে চলে, আন্তর্জাতিক স্তরে নয়’ ব্যর্থতার দায় কোচের কাঁধে চাপিয়ে মন্তব্য এক নেটিজেনের।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IND vs SL: নিজের পাতা ফাঁদেই পড়লেন গম্ভীর, শ্রীলঙ্কার বিরুদ্ধে হতে হলো নাস্তানাবুদ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *