IND vs SL

IND vs SL: গত শুক্রবার ভারত-শ্রীলঙ্কা (IND vs SL) সিরিজের প্রথম ম্যাচটি টাই হয়েছিলো। নিষ্ফলা পরিণতি হজম করে মাঠ ছাড়তে হয়েছিলো কোহলি-রোহিতদের। দ্বিতীয় ম্যাচে অবস্থা আরও সঙ্গিন হলো তাঁদের। সরাসরি পরাজয়ই ভাগ্যে জুটলো দলের। টি-২০ বিশ্বকাপ জয়, জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় ও কুড়ি-বিশের খেলায় শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ফর্মের সপ্তম স্বর্গে ছিলো টিম ইন্ডিয়া। কিন্তু আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে রীতিমত মুখ থুবড়ে পড়তে হলো তাদের। টসে জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিলো লঙ্কানরা। একটা সময় অবধি এগিয়েই ছিলো ভারত। কিন্তু হুড়মুড়িয়ে ভেঙে পড়া ব্যাটিং লাইন আপের কারণে সাফল্য থেকে গেলো অধরাই। গম্ভীর জমানার প্রথম পরাজয়ের স্বাদ পেলো ‘মেন ইন ব্লু।’

Read More: IND vs SL 2nd ODI: ত্রাসের নাম ভাণ্ডেরসে, ভারতকে ৩২ রানের ব্যবধানে হারিয়ে দিলো শ্রীলঙ্কা !!

ম্যাচের প্রথম বলটিতেই ভারতকে উইকেট এনে দিয়েছিলেন মহম্মদ সিরাজ। ফেরেন পাথুম নিশাঙ্কা। ‘এশিয়া কাপের ফাইনালের পুনরাবৃত্তি হতে পারে আজ’ সিরাজকে নিয়ে আশাবাদী অনুরাগীরা লিখেছিলেন এক্স-প্ল্যাটফর্মে। পরিস্থিতি অবশ্য সেদিকে গড়ায় নি। বরং আবিষ্কা ফার্নান্দো ও কুশল মেন্ডিসের ব্যাটে স্থায়িত্ব খুঁজে নেয় লঙ্কানরা। এরপর তাদের ব্যাটিং অর্ডারে ভাঙন ধরিয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। ‘টি-২০ পর জাদেজাকে ওডিআই থেকেও অবসর এবার নিতেই হবে’ তরুণ তুর্কির প্রশংসা করে লিখেছিলেন অনেকেই। ১৩৬ রানের মাথায় ৬ নম্বর উইকেট হারিয়েছিলো শ্রীলঙ্কা। লোয়ার অর্ডারের ব্যাটাররা তাদের স্কোরবোর্ডে যোগ করে ১০৪ রান। দুনিথ ওয়েলালাগে (৩৯), কামিন্দু মেন্ডিস (৪৪)-দের লড়াইকে কুর্নিশ জানিয়েও ভারতের বোলারদেরই দুষছেন নেটজনতা। ‘প্রতি ম্যাচেই শেষের উইকেটগুলো তুলতে জান বেরিয়ে যায় এদের…’ লিখেছেন একজন।

রান তাড়া করতে নেমে শুরুতে ম্যাচের রাশ নিজেদের হাতেই তুলে নিতে সক্ষম হয়েছিলো ভারত। আজও ঝড়ের গতিতে ব্যাটিং করছিলেন রোহিত শর্মা। তাঁর ৬৪ রানের ইনিংস দেখে মোহিত অনুরাগীরা। ‘হিটম্যানের এখন একটাই লক্ষ্য, ঝড় তোলা’ লিখেছেন একজন। কিন্তু শুভমান ও রোহিত ফিরতেই যেন তাসের ঘরের মত ভাঙলো টিম ইন্ডিয়ার ব্যাটিং। প্রথম ছয়টি উইকেটের প্রতিটিই গিয়েছে লেগস্পিনার জেফ্রি ভাণ্ডেরসের ঝুলিতে। ৩৩ রানে ৬ উইকেট নিয়ে আজকের ম্যাচের নায়ক তিনি। ‘অজন্তা মেন্ডিসকে মনে করিয়ে দিলেন ভাণ্ডেরসে’, লিখেছেন একজন। ‘একাই ভারতকে শুইয়ে দিলো’ মন্তব্য আরেজনের। ‘উপমহাদেশের ক্রিকেটার হয়ে স্পিন খেলতে পারে না এরা’ ক্ষোভ জানিয়েছেন এক সমর্থক। শেষ তিন উইকেট যায় আশালঙ্কার পকেটে। ৩২ রানের ব্যবধানে আজকের হারকে ‘ওয়েক আপ’ কল হিসেবে দেখার আর্জি জানিয়েছেন ক্রিকেটজনতা।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IND vs SL: “পড়ে এসেছিলো পথিরানা, এসেছে ভাণ্ডেরসে…” লঙ্কান স্পিনারের দুর্দান্ত পারফর্ম্যান্সে মোহিত নেটজনতা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *