IND vs SL

IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে (IND vs SL) আজ সিরিজের প্রথম একদিনের ম্যাচে মাঠে নেমেছিলো টিম ইন্ডিয়া। টি-২০তে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করলেও পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে যে লড়াই ততটা সহজ হবে না তা আজ বুঝিয়ে দিলেন চরিথ আশালঙ্কারা (Charith Asalanka)। টসে জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। প্রথমে উইকেট হারিয়ে চাপে পড়লেও পাথুম নিশাঙ্কা (Pathum Nissanka) ও দুনিথ ওয়েলালাগের জোড়া অর্ধশতক ও লোয়ার অর্ডারের কার্যকরী ইনিংসে ২৩০ অবধি পৌঁছে যায় তারা। জবাবে রান তাড়া করতে নেমে একটা সময় অবধি এগিয়ে ছিলো ভারত। কিন্তু দুর্দান্ত ভাবে ম্যাচে ফেরে লঙ্কানরা। শিবম দুবে’র (Shivam Dube) ইনিংস প্রায় জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলো টিম ইন্ডিয়াকে। কিন্তু আর্শদীপ শূন্য করে আউট হওয়ায় টাই হয় ম্যাচ।

Read More: IND vs SL: রুদ্ধশ্বাস ম্যাচে সেয়ানে সেয়ানে টক্কর ভারত-শ্রীলঙ্কা’র, টাই’তে হলো পরিসমাপ্তি !!

২৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ধুন্ধুমার ভঙ্গীতে করেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। বারবার প্রতিপক্ষ বোলারদের আছড়ে ফেলছিলেন বাউন্ডারির বাইরে। ‘টি-২০ বিশ্বকাপ মোড় থেকে বেরোতে পারে নি মনে হচ্ছে রোহিত’ অধিনায়কের প্রশংসায় মেতেছিলেন নেটজনতা। ‘রোহিতের নাম হিটম্যান দেওয়া সার্থক’ লিখেছিলেন আরেক জন। পরপর রোহিত ও শুভমান (Shubman Gill) আউট হওয়ার পর ইনিংসের দায়িত্ব ছিলো বিরাট কোহলির কাঁধে। মাত্র ২৪ রান করে আউট হওয়ায় তাঁকে রীতিমত কটাক্ষের তীরে বিঁধলেন নেটিজেনরা। ‘প্রতিটা সিরিজেই বিশ্রাম দেওয়া হোক ওকে’ শ্লেষের সুর মিশিয়ে মন্তব্য এক নেট নাগরিকের। ‘টি-২০ বিশ্বকাপ থেকেও ফর্ম সমস্যা চলছে। আবার না ভোগায়’ আশঙ্কা প্রকাশ করেছেন আরেক জন।

কোহলি (Virat Kohli) ও শ্রেয়স আউট হওয়ার পর বেশ চাপে ছিলো টিম ইন্ডিয়া। কঠিন পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে সাহায্য করেন অক্ষর প্যাটেল ও কে এল রাহুল। দুজনের ৬৯ রানের জুটি ম্যাচে ফেরায় ভারতকে। তবে ঈপ্সিত লক্ষ্যে পৌঁছে দিতে পারেন নি তাঁরা। আগেই আউট জন। ‘চোক করা ভারতের স্বভাব হয়ে দাঁড়িয়েছে’ আক্ষেপের সুরে লিখেছেন একজন। এরপর আসরে নামেন শিবম দুবে। ২৫ রানের ইনিংস খেলে প্রায় জিতিয়েই দিয়েছিলেন তিনি। কিন্তু চরিথ আশালঙ্কার ঘূর্ণিতে বোকা বনে থামতে হলো তাঁকে। ‘আরও দায়িত্বশীল হওয়া উচিৎ ছিলো’ সখেদে মন্তব্য ভারতের এক সমর্থকের। অহেতুক বড় শট খেলতে গিয়ে আর্শদীপ উইকেট ছুঁড়ে আসায় ২৩০-এ থামে ভারতও। টাই হয় ম্যাচ। ‘এমন ম্যাচ রক্তচাপ বাড়িয়ে দেয়’ শুক্রবারের থ্রিলার নিয়ে সোশ্যাল মিডিয়ার দেওয়ালে লেখেন এক নেটনাগরিক।

দেখে নিন ট্যুইটচিত্র-

Also Read: IND vs SL: “এবার ওডিআই থেকেও অবসর নাও…” রান পেলেন না কোহলি, সমালোচনায় মুখর নেটমাধ্যম !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *