ind-vs-sl-avishka-steadies-sl-innings

IND vs SL: শক্তিশালী ভারতকে সিরিজের প্রথম দু’টি একদিনের ম্যাচে রুখে দিয়েছে শ্রীলঙ্কা (IND vs SL)। প্রথম খেলাটি হয়েছে টাই, আর দ্বিতীয়টিতে খানিক অপ্রত্যাশিত ভাবেই ৩২ রানের ব্যবধানে জয় পেয়েছে লঙ্কান শিবির। আজ সিরিজ জয়ের হাতছানি রয়েছে তাদের সামনে। অন্যদিকে পিছিয়ে পড়া ভারত’ও ছন্দে ফেরার জন্য মরিয়া। সিরিজ জয় আর সম্ভব নয়। আপাতত সমতা ফেরানোই লক্ষ্য রোহিত শর্মা’র দলের। ব্যাটিং মজবুত করতে ফাস্ট বোলার আর্শদীপ সিং-কে (Arshdeep Singh) বাইরে রেখে ঋষভ পন্থকে (Rishabh Pant) প্রথম এগারোতে জায়গা করে দিয়েছেন কোচ গৌতম গম্ভীর। কলম্বোর আর.প্রেমাদাসা স্টেডিয়ামে টানা তৃতীয়বার আজ টসে হারলো ভারত। আবারও প্রথম ব্যাটিং-ই বেছে শ্রীলঙ্কা। নির্ধারিত ৫০ ওভারে তাদের স্কোরবোর্ডে ৭ উইকেটের বিনিময়ে ২৪৮।

Read More: “চোখরাঙানি কাকে দেখাচ্ছিস…” লাইভ ম্যাচে কুশল মেন্ডিসের সাথে হাতাহাতিতে জরালো সিরাজ !!

অল্পের জন্য শতক হাতছাড়া আবিষ্কা’র-

Avishka Fernando | IND vs SL | Image: Getty Images
Avishka Fernando | IND vs SL | Image: Getty Images

শুরু থেকেই ভারতীয় বোলিং-কে ব্যাকফুটে ঠেলে দিয়েছিলেন লঙ্কান ওপেনাররা। উইকেট তুলতে কালঘাম ছুটলো মেন ইন ব্লু’র। ভালো ফর্মে রয়েছেন পাথুম নিশাঙ্কা (Pathum Nissanka)। টি-২০ সিরিজের পর একদিনের ক্রিকেটেও প্রথম ম্যাচে করেছিলেন অর্ধশতক। দ্বিতীয় ম্যাচে শূন্য করলেও আজ ফের রানে ফিরলেন তিনি। সতীর্থ আবিষ্কা ফার্নান্দোকে (Avishka Fernando) সঙ্গে নিয়ে তিনি শক্ত ভিতের উপর দাঁড় করান ইনিংস’কে। পেস হোক বা স্পিন, যাবতীয় অস্ত্র ব্যবহার করে আক্রমণ শানিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। কিন্তু দারুণ প্রতিরোধ উপহার দিলেন লঙ্কান ওপেনাররা। অক্ষর প্যাটেলের বলে ঋষভ পন্থের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরার আগে নিশাঙ্কা করে যান ৪৫ রান। ৫টি চার ও ২টি ছক্কা হাঁকান তিনি। ২০তম ওভারে ৮৯ রানের মাথায় প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা।

নিশাঙ্কা (Pathum Nissanka) আউট হওয়ার পরেও অদম্য ছিলেন আবিষ্কা ফার্নান্দো। মহম্মদ সিরাজের বিরুদ্ধে জ্বলে উঠতে দেখা গেলো তাঁকে। ২৯তম ওভারে পরপর দুই বলে ভারতীয় পেসারকে আছড়ে ফেলেন দর্শকাসনে। দৃপ্ত ছন্দে ওডিআই কেরিয়ারের চতুর্থ শতরানটির দিকে এগোচ্ছিলেন তিনি। কিন্তু শেষ মুহূর্তের ভুলে স্পর্শ করা হলো না মাইলফলক। আজই ভারতের হয়ে ওয়ান ডে ক্রিকেটে অভিষেক হয়েছে রিয়ান পরাগের (Riyan Parag)। অসমের তরুণ অলরাউন্ডারের প্রথম আন্তর্জাতিক উইকেট হয়ে সাজঘরে ফিরতে হলো আবিষ্কাকে। ১০২ বলে ৯টি চার ও ২টি ছক্কার সাহায্যে তিনি করেন ৯৬। কুশল মেন্ডিসের সাথে ৭২ রানের জুটি গড়েন তিনি। ১৭১ রানের মাথায় পড়ে দ্বিতীয় উইকেট।

পরপর উইকেট তুলে ম্যাচে ফিরলো ভারত-

Virat Kohli and Riyan Parag | IND vs SL | Image: Getty Images
Virat Kohli and Riyan Parag | IND vs SL | Image: Getty Images

নিশাঙ্কা ও আবিষ্কার দুর্দান্ত ব্যাটিং চাপে ফেলে দিয়েছিলো টিম ইন্ডিয়াকে (Team India)। একটা সময় মনে হচ্ছিলো যে ২৭০ বা ২৮০ রান স্কোরবোর্ডে তুলে ফেলতে পারে লঙ্কানরা। মন্থর, ঘূর্ণি পিচে এই রান তাড়া করা যে সহজ হবে না রোহিত, বিরাটদের (Virat Kohli) জন্য তা বুঝতে রকেট বিজ্ঞানী হওয়ার প্রয়োজন ছিলো না। সেই কঠিন পরিস্থিতি থেকে ভারতকে ম্যাচে ফেরালো রিয়ান পরাগের (Riyan Parag)  ‘গোল্ডেন আর্ম।’ ভারত বনাম শ্রীলঙ্কার (IND vs SL) মধ্যে প্রথম টি-২০তে মাত্র ৭ বলের মধ্যে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচ জিতিয়েছিলেন অসমের ক্রিকেটারও। আজও ওডিআই অভিষেকে ৩ উইকেট তুলে নিলেন তিনি। আবিষ্কাকে ফিরিয়েছিলেন আগেই। পরে আউট করেন চরিথ আশালঙ্কা (১০) ও দুনিথ ওয়েলালাগে’কে (২)।

মিডল অর্ডার আজ সাফল্য পায় নি ব্যাট হাতে। সিরাজের বলে শূন্য রান করে ফেরেন সাদিরা সমরাবিক্রমা (Sadeera Samarawickrama)। গত এশিয়া কাপ ও বিশ্বকাপে শ্রীলঙ্কার ত্রাস হয়ে উঠেছিলেন হায়দ্রাবাদের পেসার। কিন্তু চলতি সফরে বেশ ছন্দহীন মনে হচ্ছে তাঁকে। ৯ ওভার হাত ঘুরিয়ে ৭৮ রান খরচ করে কেবল ১ উইকেট পেলেন তিনি। এক প্রান্তে যখন পরপর উইকেট পড়ছে, তখন আরেক প্রান্তে লড়াই জিইয়ে রাখলেন কুশল মেন্ডিস (Kusal Mendis)। কুলদীপ যাদবের বলে শুভমান গিলের হাতে ধরা পড়েন তিনি। আউট হওয়ার আগে ৮২ বলে করেন ৫৯ রান। ১৯ বলে ২৩ রানের কার্যকরী ইনিংস কামিন্দু মেন্ডিসের। ১টি করে উইকেট পেয়েছেন অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর। উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ৯ রান খরচ করেছেন শিবম দুবে।

Also Read: IND vs SL: নিজের পাতা ফাঁদেই পড়লেন গম্ভীর, শ্রীলঙ্কার বিরুদ্ধে হতে হলো নাস্তানাবুদ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *