IND vs SL: "আজও না সুযোগ দিলে, আর কবে?" নিয়মরক্ষার ম্যাচেও ঈশান কিষণ'কে একাদশে না দেখে প্রশ্ন নেটজনতার !! 1

IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০’র পর একদিনের সিরিজও ঘরে তুলে নিয়েছে ভারত। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে প্রথম ম্যাচে ভারতের জয় এসেছিলো ৬৭ রানে। রোহিত-বিরাটদের ব্যাটিং বিক্রমে ফিকে হয়ে গিয়েছিলো শ্রীলঙ্কার প্রতিরোধ। দ্বিতীয় ম্যাচে ইডেন গার্ডেন্সে খানিক চাপে পড়েছিলো ‘টিম ইন্ডিয়া।’ কিন্তু কে এল রাহুল (KL Rahul) দেওয়াল হয়ে দাঁড়িয়ে ৪ উইকেটে জয় এনে দিয়েছিলো ‘মেন ইন ব্লু’কে। আজ তিরুঅনন্তপুরমে ভারতের কাছে সুযোগ রয়েছে উপমহাদেশীয় প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার। এর আগে গ্রিনফিল্ড স্টেডিয়ামে রান তাড়া করে উইন্ডিজের বিপক্ষে ম্যাচ জিতেছিলো ভারত। বিশেষজ্ঞরা আজকেও রান তাড়ার পরামর্শই দিয়েছিলেন। কিন্তু টসে জিতে ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) বেছে নিয়েছেন ব্যাটিং। নিয়মরক্ষার ম্যাচে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এবং উমরান মালিক’কে (Umran Malik) বিশ্রাম দিয়েছে ভারত। পেসের বদলে ওয়াশিংটন সুন্দরের (Washington Sundar) স্পিনে আজ আস্থা রাখছেন কোচ দ্রাবিড়। আর রাজকোটের টি-২০ ম্যাচের পর আজকেও সৌর ঝড় দেখার সম্ভাবনা রয়েছে বাইশ গজে। গত দুই ম্যাচে বাইরে থাকার পর মাঠে নামছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)।

সূর্যের প্রত্যাবর্তনের দিনেও ঈশানকে চাইছে নেটজনতা-

Hardik Pandya | image: Twitter
India have rested Hardik Pandya and Umran Malik for the 3rd ODI against Sri Lanka

প্রথম দুই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। সিরিজ ইতিমধ্যেই ঢুকে পড়েছে ঝুলিতে। নিয়মরক্ষার তৃতীয় ম্যাচে দলের তরুণ ক্রিকেটারদের দেখে নিক ভারতীয় দল, এমনটাই চেয়েছিলেন ক্রিকেট অনুরাগীরা। তবে বিশেষ পরিবর্তনের পথে যান নি অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড়। বিশ্রাম দেওয়া হয়েছে সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এবং পেসার উমরান মালিককে (Umran Malik)। একটানা খেলে চলেছিলেন দু’জনেই। সামনে নিউজিল্যান্ড সিরিজের কথা ভেবে বাইরে রাখা হয়েছে তাঁদের। দলে এসেছেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। নিউজিল্যান্ড এবং বাংলাদেশের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে ব্যাটে-বলে চমৎকার পারফর্ম্যান্স ছিলো ওয়াশিংটনের। তিরুঅনন্তপুরমের স্পিন সহায়ক পিচে ওয়াশিংটনের অফ স্পিন ভারতকে বাড়তি সুবিধা দিতে পারবে বলেই মনে করেছে দলের থিঙ্কট্যাঙ্ক। সুন্দরের পাশাপাশি একদিনের ক্রিকেটে ফিরছেন সূর্যকুমার যাদবও (Suryakumar Yadav)। টি-২০ তে দুর্ধর্ষ শতরান করলেও একদিনের ক্রিকেটে জায়গা হচ্ছিলো না তাঁর। আজ অবশেষে মিলেছে সুযোগ। রাজকোটের মাঠে যেভাবে ঝড় তুলেছিলেন তেমন একটা ঝড় উঠুক গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামেও। চাইছেন নেটনাগরিকেরা। তবে সূর্যের প্রত্যাবর্তনে খুশি হলেও ঈশান কিষণ’কে (Ishan Kishan) প্রথম একাদশে না দেখে খানিক মনক্ষুণ্ণ তাঁরা। দ্বিশতরান করেও যদি দিনের পর দিন কাউকে বাইরে থাকতে হয়, তাহলে যে কোনো খেলোয়াড়ের আত্মবিশ্বাসে চিড় ধরতে বাধ্য, বলছে সমাজমাধ্যম।

দেখে নিন ট্যুইটার চিত্র-

Read More: IND vs SL: সিরিজের তৃতীয় ম্যাচ জিততে এই বিখ্যাত মন্দিরে টিম ইন্ডিয়া, শ্রেয়াস-অক্ষররা চাইলেন এই বিশেষ আর্শীবাদ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *