IND vs SL: ব্যাটে তাণ্ডব বিরাটের, বল হাতে ভয়ঙ্কর মহম্মদ সিরাজ ! ভারতের সামনে খড়কুটোর মত উড়ে গেলো শ্রীলঙ্কা !! 1

IND vs SL: চলতি বছরে ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের বিশ্বকাপ। বারো বছর পর বিশ্বকাপ জয়ের লক্ষ্যে ঝাঁপাতে চলেছে ভারতীয় দল। বিশ্বজয়ের প্রস্তুতিটা দুর্দান্তভাবে শুরু করলো ‘টিম ইন্ডিয়া।’ নতুন বছরের প্রথম একদিনের সিরিজে প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে ৩-০ ফলে হোয়াইটওয়াশ করলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। প্রথম ম্যাচে গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ৬৭ রানে জয় দিয়ে যাত্রা শুরু করেছিলো ‘মেন ইন ব্লু।’ শতরান এসেছিলো বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটে। বড় রান করেছিলেন রোহিত শর্মা এবং শুভমান গিলও। দ্বিতীয় ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে খানিক চাপে পড়লেও স্নায়ুর চাপ ধরে রেখে ম্যাচ জিতিয়েছিলেন কে এল রাহুল (KL Rahul)। দারুণ পারফর্ম করেছিলেন বোলাররাও। আজ তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে ভারতের ব্যাটিং এবং বোলিং দু’ই বড় ভূমিকা নিলো। টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। বিরাট, শুভমানদের (Shubman Gill) ব্যাটিং বিক্রমে ভারত তুলেছিলো ৩৯০ রান। এভারেস্টসম রান তাড়া করতে নেমে দিশাহারা শ্রীলঙ্কা থামলো ৭৩ রানে। ৩১৭ রানের বিশাল ব্যবধানে হেরে খালি হাতেই ফিরতে হচ্ছে শানাকা (Dasun Shanaka), কুশল মেন্ডিসদের (Kusal Mendis)।

শতরান শুভমানের, ফিরলেন ভিন্টেজ্ বিরাট-

IND vs SL Virat Kohli | image: twitter
Virat Kohli scored his 10th ODI century against Sri Lanka

ওপেনিং জুটি নিয়ে দীর্ঘদিন সমস্যায় ছিলো ভারতীয় দল। টি-২০ বিশ্বকাপে ব্যর্থতার জন্য ওপেনিং জুটির রানের মধ্যে না থাকাকে দায়ী করেছিলেন অনেকে। এরপর নিউজিল্যান্ড, বাংলাদেশ সফরেও দলকে ভুগিয়েছে ওপেনিং। অবশেষে হয়ত সেই সমস্যা কাটিয়ে উঠতে পারলো ‘টিম ইন্ডিয়া।’ শ্রীলঙ্কার বিরুদ্ধেই প্রথমবার ওপেন করতে নেমেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma) এবং শুভমান গিলের (Shubman Gill) জুটি। প্রথম ম্যাচে ১৪০ রানের পর আজ ৯৫ রান যোগ করলেন দু’জনে। ৪২ রানে রোহিত ফেরার পরেও মনসংযোগ ধরে রাখলেন তরুণ শুভমান। একদিনের আন্তর্জাতিক ম্যাচে নিজের দ্বিতীয় শতরান করলেন তিনি। ৯৭ বলে ১১৬ রানের ইনিংসটি স্বস্তিতে রাখবে ভারতীয় দলকে। তিন নম্বরে আরও একবার রানের এভারেস্টে বিরাট কোহলি (Virat Kohli)। শেষ ৩ টি ইনিংসের মধ্যে দুটিতে শতরান ছিলো তাঁর ব্যাটে। ইডেনে সাময়িক ব্যর্থতার রেশ কাটিয়ে আজ সংহার যজ্ঞে মাততে দেখা গেলো তাঁকে। শ্রীলঙ্কা বোলারদের যথেচ্ছ পিটিয়ে ১১০ বলে করলেন ১৬৬* রান। একদিনের কেরিয়ারে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস খেলার পথে ৮টি ছক্কা মারেন বিরাট। ODI-তে এক ইনিংসে আজই সবচেয়ে বেশী ছক্কা মারেন বিরাট। শ্রীলঙ্কার বিরুদ্ধে এটা ODI-তে তাঁর দশম শতরান, একদিনের ক্রিকেটে ৪৬তম এবং আন্তর্জাতিক ক্রিকেটে ৭৪তম। ২০১৭,২০১৮,২০১৯ এর পর ২০২৩ এর ১৫ জানুয়ারীও শতরান এলো ‘কিং কোহলি’র ব্যাট থেকে। শচীন তেন্ডুলকরের সাথে দূরত্ব আরও একটু কমিয়ে ফেললেন বিরাট। শ্রেয়স আইয়ার ৩৮ করেন। আজ সুযোগ পেলেও মাত্র ৪ রান করেন সূর্যকুমার যাদব।

আগুনে বোলিং সিরাজের, বিরাট জয় ভারতের-

Mohammed Siraj | image: twitter
Mohammed Siraj had yet another brilliant performance with the ball against Sri Lanka

৩৯১ রান তাড়া করতে নেমে মহম্মদ সিরাজের বোলিং-এর ধাক্কায় শুরুতেই বেসামাল হয়ে পড়ে শ্রীলঙ্কা। আজ উমরান মালিককে বাইরে রেখেছিলো ভারতীয় দল। জম্মু এক্সপ্রেসের জায়গায় হায়দ্রাবাদ এক্সপ্রেসেই আজ বাজিমাত করে নিলো ‘টিম ইন্ডিয়া।’ তৃতীয় ওভারেই আভিষ্কা ফার্নান্দোকে ফিরিয়ে দিয়েছিলেন তিনি। একে একে ফেরালেন কুশল মেন্ডিস, চরিথ আশালঙ্কা এবং নুয়ানিদু ফার্নান্দোকে। ২০০৭ এর পর ভারতের মাটিতে প্রথম পেসার হিসেবে পাঁচ উইকেট নেওয়ার সুযোগ ছিলো তাঁর সামনে। শেষমেশ তা না হলেও ১০ ওভারে ৩২ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়ে বিশ্বকাপগামী দলে নিজের জায়গা আরও একটু পাকা করে নিলেন সিরাজ। ডুবতে থাকা শ্রীলঙ্কা ইনিংসকে টেনে তুলতে পারতেন কেবল অধিনায়ক দাসুন শানাকা। আজ ব্যাট হাতে ব্যর্থ তিনিও। ২৬ বলে ১১ রান করে কুলদীপ যাদবের শিকার হলেন তিনি। লাহিরু কুমারাকে আউট করে শ্রীলঙ্কা ইনিংসে ইতি টেনে দেন কুলদীপই। ফিল্ডিং-এর সময় রান আটকাতে গিয়ে মুখোমুখি সংঘর্ষে আহত হন জেফ্রি বান্দারসে এবং আশেন বান্দারা। বান্দারা ব্যাট করতে না পারায় নবম উইকেটের পতনের সাথে সাথেই মাত্র ৭৩ রানে গুটিয়ে গেলো শ্রীলঙ্কার ইনিংস। ৩১৭ রানের এই বিশাল জয়ের সাথে সাথে নয়া রেকর্ড গড়লো ভারতীয় দল। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এটাই ভারতের সর্বোচ্চ ব্যবধানে জয়। এশিয়া কাপ চ্যাম্পিয়নদের বিরুদ্ধে এই বিরাট জয় নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতকে নিঃসন্দেহে আত্মবিশ্বাস যোগাবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *