IND vs SL: শ্রীলঙ্কাকে পরাস্ত করে শুরু হয়ে গেল গম্ভীর যুগের সূচনা। প্রথম ম্যাচে ৪৩ রানে লঙ্কান বাহীনজর বিরুদ্ধে জয়লাভ করার পর আজ আবার ৭ উইকেটে শ্রীলংকাকে পরাস্ত করে জয় ছিনিয়ে নিলো টিম ইন্ডিয়া। আজকের মেগা ম্যাচে ভারতীয় দল টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল। বৃষ্টির কারণে ম্যাচ যেমন ৪৫ মিনিট বাদে শুরু হয়েছিল, ঠিক তেমনই দ্বিতীয় ইনিংসে বৃষ্টির কারণে কিছু সময় কেটে গেলেই সমাপ্ত হয়েছে ম্যাচ। দ্বিতীয় ম্যাচের কথা বলতে গেলে প্রথম ম্যাচের মতনই আজকেও শ্রীলঙ্কার টপ অর্ডার ব্যাটসম্যানদের থেকে রান বানাতে দেখা গিয়েছে যেখানে ভারতীয় দলের বোলাররা সহজেই শ্রীলঙ্কান বাঁকি ব্যাটসম্যানদের ফাঁদে ফেলতে সক্ষম হয়েছে।
আজকের ম্যাচের কথা বলতে গেলে, পাওয়ার প্লের ভিতরেই প্রথম উইকেট হারিয়ে ফেলেন কুশল মেন্ডিস। কেবলমাত্র ১০ রান বানিয়ে হারান নিজের উইকেট। এরপর নিশঙ্কা ও প্যারেরার মধ্যে একটি ৫৪ রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল। তবে, নিশঙ্কা ২৪ বলে ৫টি চারের বিনিময়ে ৩২ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন। এরপর কামিন্দু মেন্ডিসের সঙ্গে কুশলের আবার একটি ৫০ রানের পার্টনারশিপ গড়ে ওঠে, দলের হয়ে সর্বাধিক ৩৪ বলে ৪টি চার ও ২টি ছক্কার বিনিময়ে ৫৩ রান বানান কুশল প্যারেরা। তিনি আউট হতেই তাসের ঘরের মতন ভেঙে পড়ে শ্রীলঙ্কা দলের ব্যাটিং। ১৩০ রানের মাথায় শ্রীলংকা তাদের তৃতীয় উইকেটটি হারায় এবং শেষ ২৯ বলে মাত্র ৩১ রান যোগ করতে সক্ষম হয় দল যেখানে তারা ৬ উইকেটও হারিয়ে ফেলে।
৭ উইকেটে জয় ছিনিয়ে নিলো টিম ইন্ডিয়া
রান তাড়া করতে এসে প্রথম থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের ওপেনার জয়সওয়াল। দ্বিতীয় বলেই স্টেপ আউট করে ছক্কা হাঁকানোর প্রচেষ্টায় মিস টাইম হয়ে বলটি অনেকটা উপরে উঠে যায়, তবে সেই ক্যাচটি ধরতে ব্যার্থ হন মথিস পথিরানা। তৃতীয় বলে চার মেরে ইনিংসের সূচনা করতেই বৃষ্টি চলে আসে মাঠে, এরপর বেশ কিছু অপেক্ষার পর খেলা আবার শুরু হয়, ম্যাচ শুরু হওয়ার সময় টিম ইন্ডিয়াকে জেতার জন্য প্রয়োজন ছিল ৭৮ রানের, ৮ ওভারের ভিতর এই রান তাড়া করতে হতো টিম ইন্ডিয়াকে। তবে এই রান তাড়া করতে গিয়ে দ্বিতীয় ওভারে খাতা না খুলে প্রথম বলেই প্যাভিলিয়নে ফেরেন সঞ্জু স্যামসন।
যদিও ক্যাপ্টেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) কম সময়ের মধ্যে আক্রমণাত্মক শট খেলে শ্রীলঙ্কার থেকে ম্যাচ ছিনিয়ে নেয়। দলের হয়ে সর্বাধিক ১৫ বলে ৩০ রানের ইনিংসটি খেলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), ১২ বলে ২৬ রান বানান স্কাই। স্কাই আউট হতে ব্যাটিং করতে আসেন প্রাক্তন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), ৯ বলে ৩টি চার ও ১ টি ছক্কার বিনিময়ে ২২ রান বানিয়ে ভারতের হয়ে জয় সুনিশ্চিত করেন তিনি। আজকের ম্যাচটি জিতে ভারতীয় দল ২-০ ব্যাবধানে সিরিজে এগিয়ে থাকলো।