ind-vs-sl-3-stars-who-performed-poorly
IND vs SL | Image: Getty Images

IND vs SL: গত শুক্রবার টাই হয়েছিলো ভারত বনাম শ্রীলঙ্কা (IND vs SL) সিরিজের প্রথম ওডিআই ম্যাচটি। সিরিজ জিততে হলে তাই আজকের ম্যাচ জিততেই হত দুই শিবিরকে। সাফল্যের সন্ধানে মাঠে নামা ভারতকে দুর্দান্ত পারফর্ম করে রুখে দিলো লঙ্কানরা। দিনকয়েক আগেই টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিলেন আশালঙ্কারা (Charith Asalanka)। ওডিআই সিরিজেও ফেভারিট ছিলো টিম ইন্ডিয়াই। কিন্তু বিনা যুদ্ধে সূচাগ্র মেদিনী না দেওয়ার যে সঙ্কল্প নিয়ে মাঠে নেমেছিলেন ওয়েলালাগে, আশালঙ্কারা, তারই সুফল আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে পেলেন তাঁরা। আজকের একাদশে জেফ্রি ভাণ্ডেরসে’কে (Jeffery Vandersay) সুযোগ দিয়েছিলেন কোচ সনৎ জয়সূর্য (Sanath Jayasurya)। দিনের শেষে মাস্টারসট্রোক প্রমাণিত হলো সেই সিদ্ধান্তই। একাই ৬ উইকেট নিয়ে ভাঙলেন ভারতের ব্যাটিং। ২৪১ তাড়া করতে নেমে টিম ইন্ডিয়া গুটিয়ে গেলো ২০৮ রানেই।

Read More: IND vs SL: “পড়ে এসেছিলো পথিরানা, এসেছে ভাণ্ডেরসে…” লঙ্কান স্পিনারের দুর্দান্ত পারফর্ম্যান্সে মোহিত নেটজনতা !!

লোয়ার অর্ডার ফের ভোগালো ভারতকে-

Dunith Wellalage and Kamindu Mendis | IND vs SL | Image: Getty Images
Dunith Wellalage and Kamindu Mendis | IND vs SL | Image: Getty Images

টসে জিতে আজও ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো শ্রীলঙ্কা। দিনের শুরুটা মোটেই ভালো হয় নি তাদের। স্কোরবোর্ডে যখন রান সংখ্যা শূন্য, তখনই ফেরেন ফর্মে থাকা পাথুম নিশাঙ্কা (Pathum Nissanka)। প্রথম বলেই উইকেট নেন মহম্মদ সিরাজ। দ্বিতীয় উইকেট তুলতে অবশ্য বেশ কাঠখড় পোড়াতে হলো টিম ইন্ডিয়াকে। কুশল মেন্ডিস ও আবিষ্কা ফার্নান্দো রুখে দাঁড়ান ব্যাট হাতে। অবশেষে ১৭তম ওভারে ভাঙে তাঁদের জুটি। ঘাতক হয়ে ওঠেন ওয়াশিংটন সুন্দর (Wshington Sundar) । ৬২ বলে ৪০ করে ফেরেন আবিষ্কা ফার্নান্দো। নিজের পরের ওভারেও ফের ধাক্কা দেন ওয়াশিংটন। ব্যক্তিগত ৩০ রানের মাথায় ফেরেন কুশল মেন্ডিস (Kusal Mendis)। দুই ‘সেট’ ব্যাটারকে হারিয়ে খানিক চাপে পড়েছিলো শ্রীলঙ্কা। সমরাবিক্রমা, জানিথ লিয়ানাগে রান পান নি। ২৫ করে ওয়াশিংটনের তৃতীয় শিকার হন চরিথ আশালঙ্কা’ও।

মাত্র ১৩৬ রানে ৬ উইকেট হারিয়ে বসেছিলো শ্রীলঙ্কা। কিন্তু চাপ এরপর বজায় রাখতে পারলো না ভারতের বোলিং আক্রমণ। গত ম্যাচে হাসারাঙ্গাকে সাথে নিয়ে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন দুনিথ ওয়েলালাগে (Dunith Wellalage)। আজ হাসারাঙ্গা ছিলেন না চোটের কারণে। ওয়েলালাগে সঙ্গী পেলেন কামিন্দু মেন্ডিসকে। ৩৫ বলে ঝলমলে ৩৯ রানের ইনিংস খেলে তিনি যখন ফিরছেন, তখন স্কোরবোর্ডে ২০৮। এরপর’ও লড়াই জারি রাখেন মেন্ডিস (Kamindu Mendis)। আকিলা ধনঞ্জয়ের সাথে ৩১ রানের পার্টনারশিপ গড়েন তিনি। পঞ্চাশতম ওভারে শ্রেয়স আইয়ারের দুরন্ত থ্রো’তে রান-আউট হন ৪০ রান করে। ধনঞ্জয়’ও রান-আউট হন ১৩ বলে ১৫ করে। লোয়ার অর্ডার’ই শ্রীলঙ্কার স্কোরবোর্ডে অতিরিক্ত ১০৪ রান যোগ করে দেয় আজ। ভারতের হয়ে কুলদীপ ২টি, অক্ষর, সিরাজ একটি করে উইকেট পেয়েছেন।

ভাণ্ডেরসের ঘূর্ণিতে নাস্তানাবুদ টিম ইন্ডিয়া-

Jeffery Vandersay | IND vs SL | Image: Getty Images
Jeffery Vandersay | IND vs SL | Image: Getty Images

২৪১ রানের লক্ষ্য ছিলো ভারতের সামনে। গত ম্যাচের মত আজও শুরুটা ঝড়ের গতিতেই করেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। নিজের ‘স্বার্থহীন’ অবতার থেকে তিনি যে সরছেন না তা আজও বোঝালেন হিটম্যান। ইনিংসের একদম গোড়া থেকে আক্রমণাত্মক ব্যাটিং করতে দেখা গেলো তাঁকে। অপরপ্রান্তে শুভমান গিল’ও ইতিবাচক ব্যাটিং করছিলেন আজ। ৪৪ বলে ৩৫ করে যখন তরুণ ওপেনার আউট হন, ভারতের স্কোরবোর্ডে তখন ৯৭। অনেকেই ধরে নিয়েছিলেন যে সহজ জয়ের দিকে এগোচ্ছে ‘মেন ইন ব্লু।’ কিন্তু এরপর কলম্বোর বাইশ গজে যে টর্নেডো হয়ে দেখা দেবেন জেফ্রি ভাণ্ডেরসে (Jeffrey Vandersay), তেমন আগাম সতর্কতা সম্ভবত ছিলো না কারও কাছেই। হাসারাঙ্গা ফিট থাকলে আজ হয়ত খেলাই হত না তাঁর। কিন্তু প্রায় ‘পড়ে পাওয়া’ সুযোগ কাজে লাগিয়ে সুপারস্টার হয়ে উঠলেন বছর ৩৪-এর লেগস্পিনার।

শুভমানকে ফিরিয়ে শুরুটা করেছিলেন তিনি। এরপর একে একে রোহিত (৬৪), শিবম দুবে (০), বিরাট কোহলি (১৪, শ্রেয়স আইয়ার (৭) ও কে এল রাহুল (০)’কে সাজঘরে পাঠান ভাণ্ডেরসে (Jeffery Vandesay)। তাঁর এক স্বপ্নের স্পেলেই সিরিজ জয়ের স্বপ্নভঙ্গ টিম ইন্ডিয়ার। ১০ ওভারে ৩৩ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। ৯৭/০ থেকে ভারত ১৪৭-এর মধ্যে হারিয়ে ফেলেছিলো ৬ উইকেট। প্রতিরোধের চেষ্টা করেছিলেন অক্ষর প্যাটেল (Axar Patel) ও ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। কিন্তু ঘাতক হয়ে দেখা দিলেন অধিনায়ক আশালঙ্কা। গত ম্যাচে ভারতের মুখের গ্রাস কেড়েছিলেন। আজও অক্ষর (৪৪), ওয়াশিংটন (১৫) ও মহম্মদ সিরাজকে আউট করে খাদের কিনারে ঠেলে দিলেন টিম ইন্ডিয়াকে। আর্শদীপ রান আউট হতেই শেষ ভারতীয় ইনিংস। গম্ভীর জমানার শুরুতেই দেখতে হলো হারের মুখ।

Also Read: ভিডিও: বুলেট থ্রো’তে রান-আউট করলেন শ্রেয়স আইয়ার, অভ্রান্ত নিশানা চমকে দিলো জয়সূর্য’কে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *