IND vs SL: পাল্লেকেলেতে দেখা যাবে সূর্য’ দের তান্ডব নাকি বৃষ্টিতে ভেস্তে যেতে চলেছে প্রথম ম্যাচ, জানুন বিস্তারিত !! 1

ভারত ও শ্রীলঙ্কার (IND vs SL) বিরুদ্ধে প্রথম টি -টোয়েন্টি ম্যাচটি শুরু হতে চলেছে আগামীকাল থেকে। প্রথম ম্যাচটি শ্রীলঙ্কার বিখ্যাত পাল্লেকেলেতে হতে চলেছে। সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও গৌতম গম্ভীর (Gautam Gambhir) তাদের টি-টোয়েন্টি ফরম্যাটের অভিযান শুরু করতে চলেছে। গৌতম-সূর্যের এই জুটির দিকে তাকিয়ে থাকবে ভারতীয় ক্রিকেট প্রেমীরা। ২০২৬ সালের ভারত এবং শ্রীলংকার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপকে পাখির চোখ করতে শ্রীলংকা সিরিজ থেকেই ভারতীয় দলকে প্রস্তুতি নিতে দেখা যাচ্ছে।

আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এই সিরিজের আগে জিম্বাবুয়ের বিরুদ্ধে ৪-১ ব্যাবধানে সিরিজ জয় করেছিল টিম ইন্ডিয়া। তরুণ দল নিয়েই জিম্বাবুয়ের সফর সম্পূর্ণ করে ভারতীয় দল, লঙ্কান সিরিজ জয়ের পর বেশ কয়েক তরুণ প্লেয়ারকে বিশ্রাম দেওয়া হয়েছে এবং তরুণ ও পরিপক্ক প্লেয়ারদের মিশিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে স্কোয়াড গঠন করেছেন মুখ্য নির্বাচক অজিত আগারকার (Ajit Agarkar)।

IND vs SL, 1ST T20i, PITCH REPORT

Ind vs sl

পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে প্রথম ম্যাচ (IND vs SL) খেলা হতে চলেছে। এখানকার উইকেট ব্যাটসম্যান ও বোলারদের কাছে খুবই সহায়ক। ব্যাট এবং বলে বেশ সংঘর্ষ লক্ষ্য করা যাবে, কয়েকদিন আগেই শ্রীলঙ্কার খেলোয়াড়রা, লংকান প্রিমিয়ার লিগে তাদের সর্বস্ব দিয়ে লড়াই করেছে যে কারণে ভারতের বিরুদ্ধে তারা একেবারেই প্রস্তুত হয়ে উঠেছে।

তবে, প্রাথমিকভাবে ফাস্ট বোলাররা বল থেকে বাউন্স এবং সুইং পেতে পারে। কিন্তু ম্যাচ যত এগোবে ব্যাটসম্যানদের জন্য রান বানানো সহজ হয়ে উঠবে। তাই, অধিনায়কদের এখানে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্তটি শ্রেয়। পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামে ২৩টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে ১২টি ম্যাচে প্রথমে ব্যাট করে দল জিতেছে। যেখানে আট ম্যাচে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে জিতেছে দলটি।

IND vs SL, 1st T20i, WEATHER REPORT

আবহাওয়ার কথা বলতে গেলে, দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস যা কমতে কমতে তে ২৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে পাশাপাশি ১৮ কিলোমিটার পতি ঘন্টা বেগে বাতাস বইবে। এছাড়া সকাল থেকেই আকাশ মেঘলা থাকার আসনি সংকেত দিয়েছে হওয়া অফিস। শনিবার বৃষ্টির সম্ভাবনা মাত্র ২০ শতাংশ। এমন পরিস্থিতিতে পুরো ম্যাচ উপভোগ করতে পারবেন দর্শকরা।

IND vs SL, 1st T20i Predicted XI

ভারত- শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রিংকু সিং, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, আরশদীপ সিং, মোহাম্মদ সিরাজ।

শ্রীলঙ্কা- আবিষ্কা ফার্নান্দো, চরিথ আসালাঙ্কা (অধিনায়ক), পথুম নিসাঙ্কা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দাসুন শানাকা, কুসল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, মাথিশা পাথিরানা, মহিষ থেকশানা, দুনিথ ভেলাগে, বিনুরা ফার্নান্দো।

Read Also: IND vs SL, 1st T20i: ভারতকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত শ্রীলঙ্কা, ঘরের মাঠে আশালঙ্কার দলের নিশানায় জয় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *