IND vs SL, 1ST T20i 2024 Toss Report in Bengali: টস জিতলো শ্রীলঙ্কা, প্রথম ম্যাচে দলে এন্ট্রি হলো এই তরুণ তুর্কির !! 1

আজ থেকে শুরু হয়ে গেল ভারত ও শ্রীলঙ্কার (IND vs SL) টি-টোয়েন্টি সিরিজ। আজকের এই ম্যাচটি ক্যান্ডি শহরের পাল্লেকেলেতে অনুষ্ঠিত হতে  চলেছে। অধীনয়ায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও গৌতম গম্ভীর (Gautam Gambhir) ভারতীয় ক্রিকেটের অগ্রগতির নতুন অভিযান শুরু করতে চলেছে। নতুন দল নিয়ে ভারতীয় দল কতটা সাফল্য খুঁজে পায় সেটাই লক্ষমাত্রা থাকবে ভারতীয় ভক্তদের।

রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli) অবসর নেওয়ার পর টিম ইন্ডিয়ার তরুণ দলের দায়ভার তুলে নিয়েছেন স্কাই। সম্ভাব্য অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে দলের দায়িত্ব থেকে সরানোর পর টিম ইন্ডিয়ার সকল প্রকার দায়িত্ব স্কাই ও তরুণ শুভমান গিলের (Shubman Gill) উপর তুলে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। আজকের ম্যাচ থেকেই ভারতীয় দলের ২০২৬ সালের রোডম্যাপ শুরু হয়ে গেল।

IND vs SL, 1ST T20i, PITCH and WEATHER REPORT

Ind vs sl

পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি (IND vs SL) অনুষ্ঠিত হতে চলেছে। এই মাঠের পিচের কথা বলতে গেলে, এখানকার পিচ ব্যাটসম্যানদের পক্ষে খুবই উপকারী। পাওয়ার প্লের ফায়দা তুলে ব্যাটসম্যানদের তুলনামূলক রান বানানোর লক্ষ রাখতে হবে এই উইকেটে। উইকেট ব্যাটিং সহায়ক হওয়ার কারণে এখানে গড় রান ১৭৫। দ্বিতীয় ইনিংসে অবশ্য তা কমতে থাকে, দ্বিতীয় ইনিংসে গড় রান ১৭১। বর্তমান সময়ে অধিনায়কদের সবথেকে বড় লক্ষ রান তাড়া করার। আর আজকের ম্যাচেও টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নেবেন অধিনায়ককরা।

পাশাপশি, আজকের আবহাওয়ার কথা বলতে গেলে, দিনের বেলায় সর্বোচ্চ ৩০ ডিগ্রি তাপমাত্রা অনুভব করা গিয়েছে এবং ম্যাচ চলাকালীন সেটি ২৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নামতে পারে। আজকের আকাশ পুরোপুরি পরিষ্কার তাই বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। যদিও আবহাওয়া দপ্তর ২০ শতাংশ বৃষ্টির আভাস দিয়েছে। ম্যাচ চলাকালীন ১৮ কিলোমিটার পতি ঘন্টা বেগে বাতাস বইবে।

IND vs SL 1ST T20I, দুই দলের একাদশ

শ্রীলঙ্কা: পথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস (WK), কুসল পেরেরা, কামিন্দু মেন্ডিস, চরিথ আসালাঙ্কা (C), দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থেকশানা, মাথিশা পাথিরানা, অসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা

ভারত: শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব (C), ঋষভ পন্থ (WK), রিয়ান পরাগ, হার্দিক পান্ডিয়া, রিংকু সিং, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, আরশদীপ সিং, মোহাম্মদ সিরাজ

টসের পর ক্যাপ্টেনদের মন্তব্য

সূর্যকুমার যাদব: পিচ খুবই ভালো দেখাচ্ছে এবং প্রথমে ব্যাট করা এখানে ভালো। তাড়া করে এখন ক্রিকেটের ব্র্যান্ড। আমার সঙ্গে গৌতম ভাইয়ের সুসম্পর্ক রয়েছে। আমরা নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। প্রথম ম্যাচে দুবে, স্যামসন, খলিল এবং ওয়াশিংটন বাইরে থাকবেন।

চারিথ আসালাঙ্কা: আমরা প্রথমে বল করতে চাই। এটি একটি সুন্দর উইকেট,  আমরা দেখতে চাই এখান থেকে আমরা কি সাহায্য পাই। দলে ৬টা ব্যাটসম্যান ও ৫টা বোলার নিয়ে খেলবো, সবাইকে নিজ নিজ দায়িত্বে দেওয়া রয়েছে এবং সেটি পালন করা তাদের দায়িত্ব। আমাদের ধারাবাহিক হতে হবে।

টস জিতে প্রথমে বোলিং করবে শ্রীলঙ্কা

Read Also: “ওকে সুযোগ দিলেই…” হার্দিক পান্ডিয়াকে গুরুদায়িত্ব দিতে চান সূর্যকুমার যাদব, প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগেই করলেন খোলাসা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *