IND vs SL: শ্রীলংকার বিরুদ্ধে আজ ধুন্ধুমার লড়াইয়ের জয় ছিনিয়ে নিলো টিম ইন্ডিয়া। গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীলঙ্কা দলের অধিনায়ক চরিত আশালঙ্কা (Charith Ashalanka)। প্রথমে ব্যাটিং করতে এসে আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান দুই ওপেনার জয়সওয়াল (Yashasvi Jaiswal) ও শুভমান গিল (Shubman Gill)।ভারতীয় দলের দুই ওপেনার শ্রীলঙ্কান বোলারদের উপর চড়াও হয়ে ওঠেন। পাওয়ার প্লের ভেতরে ৭৪ রান হাঁকিয়ে ফেলেন দুজন মিলেই।
অন্যদিকে পাওয়ার প্লে কেটে গেলেও রান বানাতে কোনো খামতি রাখেননি ক্যাপ্টেন স্কাই। সূর্যকুমার যাদব তার ৩৬০ ডিগ্রি শটে মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চার-ছক্কার বৃষ্টি করছিলেন। ভারতীয় দলের টপ অর্ডার ব্যাটসম্যানরাই আজকের ম্যাচে গুরুত্বপূর্ণ প্রদর্শন দেখিয়েছেন। ভারতীয় দলের হয়ে ওপেনার যশস্বী জয়সওয়াল ৪০ রান বানান, তাকে সঙ্গে দেন শুভমান গিল ৩৪ রান বানিয়ে। দলের হয়ে সর্বাধিক সূর্যকুমার যাদব ৫৮ রানের ইনিংস খেলেন ও ঋষভ পন্থের ৪৯ রানের দৌলতে টিম ইন্ডিয়া ২১৩ রান বানায় টিম ইন্ডিয়া।
Read More: IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে চোখে চোট পেলেন বিষ্ণোই, মন খারাপ গোটা দলের !!
শ্রীলঙ্কাকে নাস্তানাবুদ করলো টিম ইন্ডিয়া
দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে এসে অসাধারণ সূচনা দিয়েছিলেন শ্রীলঙ্কা দলের দুই ওপেনার ব্যাটসম্যান। উইকেট যে কতটা ভালো তার প্রমাণ পাওয়া যায় দুই ওপেনারের ব্যাটিং দেখেই। ২১৪ রান তাড়া করতে এসে শ্রীলঙ্কা দলের দুই ওপেনার পাওয়ার প্লের ভিতরেই ৫৫ রান জুড়ে দিয়েছিল। দলের হয়ে ২৭ বলে সাতটি চার এবং একটি ছক্কার বিনিময়ে উইকেট রক্ষক ব্যাটসম্যান কুশল মেন্ডিস ৪৫ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। কুশল মেন্ডিস আউট হওয়ার পর ব্যাটিং করতে আসেন কুশল প্যারেরা।
পথুম নিশঙ্কার (Pathum Nissanka) সঙ্গে একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করেন প্রথম দুই ব্যাটসম্যান। শ্রীলংকা দল রান তাড়া করতে এসে ১৪ ওভারের মধ্যেই ১৪০ রান করে ফেলে। তবে অক্ষর প্যাটেলের এক ওভারেই ম্যাচ বদলে যায়। ওভারের প্রথম বলে কুশলকে আউট করেন। তিনি ১৪ বলে ২০ রান বানাতে সক্ষম হয়েছিলেন, অন্যদিকে আজকের ম্যাচের সর্বাধিক স্কোর করেন নিশঙ্কা ৪৮ বল খেলে সাতটি চার এবং চারটি ছক্কার বিনিময়ে ১৬৪.৫৮ স্ট্রাইক রেটে ৭৯ রানের একটি গুরুত্বপূর্ণ খেলে অক্ষরের শেষ বলে প্যাভেলিয়ানে ফেরেন।
অক্ষরের এই গুরুত্বপূর্ণ ওভারের পর শ্রীলঙ্কা দলকে ব্যাকফুটে দেখা যায়। দলের পরবর্তী ব্যাটসম্যানদের কাছে খুবই চিন্তার বিষয় হয়ে ওঠে এই লম্বা রান তাড়া করার। ২০ ওভারে শ্রীলঙ্কা ১৭০ রানের মধ্যেই অলআউট হয়ে যায়, ৪৩ রানে জয় ছিনিয়ে নিয়ে ভারত-শ্রীলঙ্কা (IND vs SL) সিরিজে এগিয়ে টিম ইন্ডিয়া। ভারতীয় দলের হয়ে সর্বাধিক ৩ উইকেট পেয়েছেন রিয়ান পরাগ, ২টি করে উইকেট নিয়েছেন অক্ষর ও অর্ষদীপ। তাছাড়া ১ টি করে উইকেট নিয়ে শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডারকে তছনছ করে দেয় ভারতীয় বোলিং আক্রমনের সিরাজ ও বিষ্ণু।