IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের (IND vs SL) তৃতীয় টি-২০ ম্যাচটি টাই হয়েছিলো। অনেকখানি পিছিয়ে থেকেও অধিনায়ক সূর্যকুমারের মগজাস্ত্রের জোরে সেদিন সুপার ওভারে ম্যাচ ছিনিয়ে নিয়েছিলো ভারত। আজ যেন দেখা গেলো সম্পূর্ণ উলটো চিত্র। প্রথম ব্যাটিং করে চাপে পড়েছিলো শ্রীলঙ্কা। মাত্র ২৩০ রানেই থেমেছিলো তাদের ইনিংস। পক্ষান্তরে ভারতের ব্যাটিং এগোচ্ছিলো মসৃণ গতিতে। রোহিত শর্মা’র অর্ধশতকে একটা সময় মনে হয়েছিলো সহজেই জিতবে টিম ইন্ডিয়া। কিন্তু দ্রুত বদলায় ম্যাচের পটচিত্র। অনবদ্য বোলিং-এ ভারতের মিডল অর্ডারকে বেঁধে রেখেছিলেন হাসারাঙ্গা, ওয়ালেলাগেরা। অক্ষর-রাহুলের জুটি ও শিবম দুবের প্রত্যাঘাতে ফের এগিয়ে গিয়েছিলো ভারত। কিন্তু দলের দায়িত্ব এরপর কাঁধে তুলে নেন অধিনায়ক আশালঙ্কা। তাঁর অনবদ্য বোলিং-এই পরপর দুই উইকেট হারিয়ে ভারতও থামলো ২৩০-এ। টাইতেই হলো ম্যাচের পরিসমাপ্তি।
Read More: IND vs SL: “এবার ওডিআই থেকেও অবসর নাও…” রান পেলেন না কোহলি, সমালোচনায় মুখর নেটমাধ্যম !!
অর্ধশতক নিশাঙ্কা’র, লড়াই লোয়ার-অর্ডারের-
প্রথম উইকেট তুলে নিতে বিশেষ কাঠখড় পোড়াতে হয় নি টিম ইন্ডিয়াকে। তৃতীয় ওভারের তৃতীয় বলেই মহম্মদ সিরাজের বলে আর্শদীপ সিং-এর হাতে ক্যাচ তুলে দেন আভিষ্কা ফার্নান্দো। ৭ বলে ১ করে ফেরেন তিনি। ৭ রানের মাথায় প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। কুশল মেন্ডিসকে সাথে নিয়ে এরপর প্রতিরোধ গড়ে তোলেন পাথুম নিশাঙ্কা। উইকেটরক্ষক-ব্যাটার মেন্ডিস আউট হন ১৪ রান করে। শিবম দুবের বল আছড়ে পড়ে তাঁর প্যাডে। রান পান নি সাদিরা সমরাবিক্রমা, অধিনায়ক চরিথ আশালঙ্কাও। সমরাবিক্রমা ১৪ রান করে আউট হন অক্ষর প্যাটেলের বলে। আর শ্রীলঙ্কা অধিনায়কের ঝুলিতে আজ মাত্র ৮। তিনি উইকেট উপহার দেন কুলদীপ যাদবকে।
টি-২০ সিরিজের পর একদিনের ক্রিকেটেও ভালো ফর্মে পাথুম নিশাঙ্কা। চমৎকার ৫৬ রানের ইনিংস খেলেন তিনি। ওয়াশিংটন সুন্দরের বলে তিনি যখন উইকেট হারান তখন স্কোরবোর্ডে ১০১ রানে ৫ উইকেট। এরপর দুর্দান্ত লড়াই করতে দেখা গেলো শ্রীলঙ্কার লোয়ার অর্ডারকে। জানিথ লিয়ানাগে করেন ২০ রান। ওয়ানিন্দু হাসারাঙ্গার ব্যাট থেকে আসে কার্যকরী ২৪ রান। আকিলা ধনঞ্জয়ও করেন ১৭। এশিয়া কাপের ম্যাচে ভারতের বিরুদ্ধে ৫ উইকেট নিয়েছিলেন দুনিথ ওয়েলালাগে। আজ ব্যাট হাতেও অনবদ্য খেললেন তিনি। ৬৫ বলে তাঁর ৬৭ রানের সুবাদে ২৩০ অবধি পৌঁছায় শ্রীলঙ্কা। ভারতের হয়ে ২টি করে উইকেট নেন আর্শদীপ ও অক্ষর। ১টি করে উইকেট পান শিবম, কুলদীপ, ওয়াশিংটন ও সিরাজ।
জমজমাট ম্যাচের পরিণতি টাই-
২৩১ রানের লক্ষ্যমাত্রা সামনে রেখে ব্যাট করতে নেমেছিলো ভারত। ম্যাচ শুরুর আগে অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছিলেন যে টি-২০ থেকে অবসরের সিদ্ধান্ত এখনও নিজেই ঠিক ভাবে বিশ্বাস করতে পারেন নি তিনি। আজ ওয়ান ডে ম্যাচেও শুরুটা টি-২০’র ঢঙে করেছিলেন তিনি। প্রতিপক্ষ বোলারদের বারবার আছড়ে ফেলেন মাঠের বাইরে। অপর প্রান্তে উইকেট আগলে এগোচ্ছিলেন শুভমান গিল। কিন্তু হার মানতে হয় দুনিথ ওয়ালেলাগের বলে। এলবিডব্লু হয়ে সাজঘরে ফেরেন ১৬ রান করে। ভাঙে ৭৫ রানের ওপেনিং জুটি। এর কিছুক্ষণের মধ্যেই উইকেট হারান রোহিত’ও। ৪৭ বলে ৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে তিনি করেন ৫৮ রান। চারে ওয়াশিংটন সুন্দরকে পাঠিয়ে ফাটকা খেলতে চেয়েছিলেন কোচ গম্ভীর। কাজে আসে নি তা। ৫ করে আউট হন তিনি।
টি-২০ বিশ্বকাপের পর আজ প্রথম মাঠে নেমেছিলেন বিরাট কোহলি। ৩২ বলে ২৪ করে হন ওয়ানিন্দু হসারাঙ্গার শিকার। ২৩ বলে ২৩ করে আউট হন শ্রেয়স’ও। ১৩২ রানে ৫ উইকেট হারিয়ে মুশকিলে পড়ে ভারত। কঠিন পরিস্থিতিতে ৬৭ রানের জুটি গড়ে ফের টিম ইন্ডিয়াকে ম্যাচে ফেরান কে এল রাহুল ও অক্ষর প্যাটেল। ৪৩ বলে ৩১ করে রাহুল যখন ফেরেন ভারতের স্কোরবোর্ডে ১৮৯। ৪১তম ওভারে অক্ষর (৩৩) আউট হওয়ার পর আবার এগিয়ে গিয়েছিলো শ্রীলঙ্কা। ১০ বলে ২ করে আউট হন কুলদীপ’ও। ২১১/৮ পরিস্থিতি থেকে অনবদ্য লড়াই করে ভারতকে জয় এনে দিলেন শিবম দুবে। নাটকীয় পরিস্থিতিতে মাত্র ১ রান বাকি থাকা অবস্থায় উইকেট হারান তিনি। আশালঙ্কাকে মিড উইকেটের উপর দিয়ে উড়িয়ে দিতে চেয়েছিলেন আর্শদীপ সিং। তিনিও এলবিডব্লু হওয়ায় ২৩০-এই থামতে হয় ভারতকেও।