ind-vs-nz-revamped-xi-in-bengaluru

IND vs NZ: দুরন্ত গতিতে ছুটছে টিম ইন্ডিয়ার (Team India) অশ্বমেধের ঘোড়া। টি-২০ বিশ্বকাপ জয়ের পর শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই সিরিজে খানিক ধাক্কা খেতে হয়েছিলো বটে কিন্তু ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে (IND vs BAN) দাপুটে জয় ফের আলোর সরণিতে ফিরিয়েছে ‘মেন ইন ব্লু’কে। চেন্নাই ও কানপুরে দুই টেস্টে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে ভারত। এরপর টি-২০তেও হোয়াইটওয়াশড হয়েছেন টাইগাররা। অপ্রতিরোধ্য টিম ইন্ডিয়ার পরবর্তী প্রতিপক্ষ নিউজিল্যান্ড (IND vs NZ)। সদ্য শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ হারা কিউইরা লাল বলের ফর্ম্যাটে তিনটি ম্যাচ খেলবে ভারতের বিরুদ্ধে। ১৬ অক্টোবর বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথম টেস্টটি শুরু হতে চলেছে। আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া (Team India) দুই মহাতারকাকে বাইরে রেখেই একাদশ সাজানোর দুঃসাহস দেখাতে পারে বুধবার।

Read More: IND vs NZ: সরফরাজের উপর সদয় হচ্ছেন রোহিত, কোহলিকে বাইরে রেখে প্রথম টেস্টে দিচ্ছেন সুযোগ !!

অফ ফর্মে জর্জরিত বিরাট কোহলি-

Virat Kohli | Image: Twitter
Virat Kohli | Image: Twitter

আইপিএলে দুরন্ত ছন্দে বিরাট কোহলি (Virat Kohli)। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে করেছিলেন ৭৪১ রান। সর্বোচ্চ রান সংগ্রাহকের কমলা টুপি মাথায় উঠেছিলো তাঁর। কিন্তু তারপর থেকেই ক্রমাগত নীচের দিকে নামছে তাঁর পারফর্ম্যান্স গ্রাফ। টি-২০ বিশ্বকাপে বরাবর ভালো পারফর্ম করে এসেছেন তিনি। কিন্তু ২০২৪-এ একদম চেনা ছন্দে পাওয়া যায় নি তাঁকে। একমাত্র ফাইনালের ৭৬ ছাড়া একটিও মনে রাখার মত ইনিংস খেলতে পারেন নি তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজেও দেখা গিয়েছে একই চিত্র। তিন ম্যাচের মধ্যে একটিতেও আসে নি সাফল্য। অফ ফর্ম স্পষ্ট বাংলাদেশের বিপক্ষে টেস্টেও। চার ইনিংসে একটিও অর্ধশতক পান নি তিনি। রান খরায় ভুগতে থাকা বিরাটকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ) একাদশের বাইরে রাখার কঠিন সিদ্ধান্ত নিলেও নিতে পারেন কোচ গৌতম গম্ভীর।

চিন্নাস্বামীতে অনিশ্চিত রোহিত শর্মা-

Rohit Sharma | IND vs NZ | Image: Twitter
Rohit Sharma | Image: Twitter

চিন্নাস্বামীতে ব্যক্তিগত কারণে অনিশ্চিত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। সূত্রের খবর তাঁর স্ত্রী ঋতিকা সাজদেহ (Ritika Sajdeh) সন্তানসম্ভবা। মেয়ে সামাইরা’র পর দ্বিতীয় সন্তানের বাবা হতে চলেছেন হিটম্যান। এই সময় পরিবারের কাছেই থাকতে হতে পারে তাঁকে। ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন সিরিজের (IND vs AUS) প্রথম দুই টেস্টের মধ্যে যে কোনো একটিতে যে তিনি ছুটি নেবেন, তা বিসিসিআই-কে জানিয়ে রেখেছেন রোহিত। নিউজিল্যান্ডের বিপক্ষে (IND vs NZ) তিন টেস্টের সিরিজ যেহেতু দেশেই আয়োজিত হতে চলেছে, সেহেতু আপাতত স্কোয়াড থেকে নাম তুলে নেন নি তিনি। কিন্তু আপৎকালীন ক্ষেত্রে তিনিও সরে দাঁড়াতে পারেন দল থেকে। চলতি বছরের গোড়ার দিকে সন্তান জন্মের সময় ইংল্যান্ড সিরিজ খেলেন নি কোহলি। সেই পথেই হাঁটতে পারেন রোহিত’ও (Rohit Sharma)।

বুমরাহ’র অধীনে মাঠে নামছেন তরুণ’রা-

Jasprit Bumrah | IND vs NZ | Image: Getty Images
Jasprit Bumrah | Image: Getty Images

বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) ভারতীয় দলে কোনো সহ-অধিনায়ক ছিলেন না। কিন্তু নিউজিল্যান্ড সিরিজে (IND vs NZ) রোহিতকে পুরো সময় পাওয়া যাবে কিনা এই অনিশ্চয়তার কথা মাথায় রেখেই সম্ভবত সহ-অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে জসপ্রীত বুমরাহ’কে। যদি রোহিত সত্যিই সরে দাঁড়ান তাহলে চিন্নাস্বামী টেস্টে ভারতের হয়ে টস করতে মাঠে নামবেন বুমরাহ’ই (Jasprit Bumrah)। ইতিমধ্যে ইংল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে তাঁর। যদিও সেই ম্যাচটি হেরেছিলো টিম ইন্ডিয়া। সুযোগ এলে বুমরাহ চাইবেন নেতা হিসেবে প্রথম টেস্ট জিততে। কোহলি-রোহিতের শূন্যস্থান পূরণের জন্য দুই তরুণ তুর্কিকে বেছে নেবে ভারত। জায়গা পাবেন সরফরাজ খান (Sarfaraz Khan) ও ধ্রুব জুড়েল। ওঠানামা দেখা যেতে পারে ব্যাটিং অর্ডারে। শুভমান তিন থেকে একধাপ এগিয়ে খেলতে পারেন ওপেনার হিসেবে। মিডলে অর্ডারে থাকবেন সরফরাজ ও ধ্রুব (Dhruv Jurel)।

Also Read: IND vs AUS: বর্ডার-গাওস্কর ট্রফি শুরুর আগেই ধাক্কা খেলো দল, ছিটকে যাচ্ছেন তারকা অলরাউন্ডার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *