IND vs NZ: পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আজ সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড (IND vs NZ)। প্রথম খেলায় হেরে পিছিয়ে থাকা টিম ইন্ডিয়ার কাছে এই ম্যাচ ‘মাস্ট উইন।’ জয়ের লক্ষ্য সামনে রেখেই মাঠে নেমেছেন রোহিত-বিরাটরা। টসভাগ্য যদিও প্রসন্ন হয় নি ভারতের। পূর্বের ম্যাচগুলির পরিসংখ্যান মাথায় রেখে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম (Tom Latham)। আজ পুণের বাইশ গজে ব্যাট হাতে শুরুটা বেশ ভালো করেছিলো নিউজিল্যান্ড। বিশেষ করে ডেভন কনওয়েকে দেখা গেলো ছন্দে। নতুন বলে উইকেট তুলতে পারেন নি পেসাররা। বরং বেশ ছন্নছাড়া দেখিয়েছে তাঁদের। এমনকি জসপ্রীত বুমরাহকেও (Jasprit Bumrah) আজ পাওয়া যায় নি চেনা ছন্দে।
চিন্নাস্বামীতে নতুন বলের জাদুতে ভারতীয় ব্যাটিং-এর কোমর ভেঙে দিয়েছিলেন ম্যাট হেনরি, উইলিয়াম ওরোর্ক’রা। আজ বুমরাহ-আকাশ দীপদের সামনেও ছিলো তার বদলা নেওয়ার সুযোগ। কিন্তু এস জি বল’কে ঘাতক অস্ত্রে পরিণত করে তুলতে পারেন নি তাঁরা। সাধারণত জসপ্রীত বুমরাহ’র (Jasprit Bumrah) হাতে বল তুলে দিয়ে নিশ্চিন্ত হতে দেখা যায় অধিনায়ক রোহিতকে (Rohit Sharma)। সুইং-এর কারিকুরিতে নিয়মিত উইকেট ছিনিয়ে নেন ভারতের তারকা পেসার। কিন্তু আজ ম্রিয়মান তিনিও। প্রথম স্পেলে ৪ ওভার হাত ঘুরিয়ে ১০ রান খরচ করেন। অতিরিক্ত রান বিলিয়ে না দিলেও উইকেটের কলাম্ শূন্যই ছিলো তাঁর। লাঞ্চের বিরতির পর আরও ৪ ওভার বোলিং করেন। সাফল্য নয়। জুটেছে ব্যর্থতা। বুমরাহকে লাগাতার বাউন্ডারি হাঁকান ডেভন কনওয়ে। যা কিনা ক্রিকেটদুনিয়ায় বিরলতম ঘটনাগুলির মধ্যে পড়ে।
Read More: IND vs NZ: নিউজিল্যান্ডের বিপক্ষে বদলে গেলো টিম ইন্ডিয়ার অধিনায়ক, জার্সি নম্বর ১৮ পেলেন নেতৃত্ব !!
বুমরাহ’র ব্যর্থতার দিনে নায়ক ওয়াশিংটন-
এখনও অবধি ৮ ওভারে ৪ ইকোনমিতে ৩২ রান খরচ করে বসেছেন বুমরাহ (Jasprit Bumrah)। এর মধ্যে শেষ ৪ ওভারে ৫.৫০ ইকোনমিতে এসেছে ২২ রান। তাঁর স্বভাববিরুদ্ধ বোলিং মন ভরাতে পারে নি ক্রিকেটজনতার। তাঁরা হতাশা ব্যক্ত করেছেন সোশ্যাল মিডিয়ায়। ‘পিচে ফাস্ট বোলিং-এর জন্য কোনো সাহায্যই হয়ত নেই’, আক্ষেপের সুরে লিখেছেন এক নেটিজেন। ‘আজ বুমরাহকে একেবারের ছন্দহীন মনে হচ্ছে। ভারতের পেস আক্রমণকেও তাই নির্বিষ দেখাচ্ছে’ লিখেছেন আরও একজন। ‘রোহিতের অস্ত্রে মরচে ধরে গেলো নাকি?’ আশঙ্কা এক ক্রিকেট ভক্তের। সামনেই রয়েছে অস্ট্রেলিয়া সফর। তার আগে বুমরাহ’র মত তারকাকে অতিরিক্ত ব্যবহার না করাই মঙ্গল বলে জানিয়েছেন একজন। ‘এই মাঠে পেস নয়, স্পিনই চলুক’ নিজের এক্স হ্যান্ডেলের দেওয়ালে টিম ইন্ডিয়ার জন্য পরামর্শের ডালিও সাজিয়েছেন কেউ কেউ।
বাস্তবিকই আজ মাঠে গতি নয় বরং ঝড় তুলেছে ঘূর্ণি বোলিং। সকালে প্রথম সেশনে বল হাতে একা কুম্ভ হয়ে লড়াই চালাচ্ছিলেন রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin)। তিনি ফেরার টম ল্যাথাম ও উইল ইয়ং-কে। লাঞ্চের পর ডেভন কনওয়েকেও আউট করেন তিনি। এরপর ওয়াশিংটন সুন্দর’কে আক্রমণে আনেন অধিনায়ক রোহিত শর্মা। লম্বা সময় পর টেস্ট একাদশে ফিরেই দুর্দান্ত পারফর্ম্যান্স তাঁর। রচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপসদের মত তারকাদের ইতিমধ্যেই দেখিয়েছেন সাজঘরের রাস্তা। তুলে নিয়েছেন কেরিয়ারের প্রথম টেস্ট ফাইফার। বুমরাহ-আকাশ দীপদের ব্যর্থতার দিনে সোশ্যাল মিডিয়ায় নায়ক আজ ওয়াশিংটন’ই (Washinton Sundar)। ‘প্রত্যাবর্তন এমনই রাজকীয় হতে হয়’ শুভেচ্ছা জানিয়ে লিখেছেন এক ভক্ত। ‘সুন্দর সুনামিতে ভেসে গেলো নিউজিল্যান্ড’ টিপ্পনি আরও একজনের।
দেখে নিন ট্যুইট চিত্র-
In these kinds of pitches, Jassi Bumrah won’t be over bowled at all. So, in a way workload management works well enough here.
If ICT had won the 1st match then they may have rested him.
— Dharya Puri (धैर्य पूरी) (@DPThirdCharm) October 24, 2024
Other bowlers haven’t pitched in
Hope bumrah gets tail quickly here,warna to match giyo
— Noone (@UdtaS) October 24, 2024
Bumrah has bowled only 8 overs after 74 overs what a poor Captaincy by @ImRo45 anybody noticed @GautamGambhir ?
if he is not Fully fit then why is he in the playing 11 give me rest if he is not fully fit ..#INDvsNZ #RohitSharma— KamalJit Rana🇮🇳 (@kamaaljit85) October 24, 2024
Quite like last match not using bumrah in such a situation stupid captaincy
— Narayan (@Narayan76258839) October 24, 2024
Today Ashwin and Sundar have performed very well, although Bumrah, Jadeja and Aakash could not take wickets but these people performed well and took good wickets
— 𝕮𝖍𝖆𝖍𝖆𝖙 ✍ (@Chahat137) October 24, 2024
Bumrah won’t get any wickets in this inning…#INDvNZ
— Yasho✧ (@Rho_dium45) October 24, 2024
Give bumrah rest in next game
— ’ (@LuckyyGautam18) October 24, 2024