IND vs NZ: বেঙ্গালুরুর পর পুণেতেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ) মুখ থুবড়ে পড়লো ভারতীয় দল। টানা দ্বিতীয় ম্যাচে হেরে রোহিত শর্মা’র দল হাতছাড়া করলো সিরিজ। গতকাল নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে ছিলো ১৯৮ রান। তারা খুইয়েছিলো ৫ উইকেট। আজ সকালে স্পিনারদের সৌজন্যে দ্রুত উইকেট হারিয়ে কিউইরা থামে ২৫৫ রানে। ভারতের জন্য চতুর্থ ইনিংসে লক্ষ্যমাত্রা ছিলো ৩৫৯। ঘূর্ণি পিচে এই রান করতে ব্যর্থ কোহলি-রোহিত’রা (Rohit Sharma)। মিচেল স্যান্টনার, আজাজ প্যাটেলদের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতা অব্যাহত ভারতের। যশস্বী জয়সওয়াল ও রবীন্দ্র জাদেজা খানিক চেষ্টা করেছিলেন লড়াই চালিয়ে যাওয়ার। কিন্তু যথেষ্ট হয় নি তা। ২৪৫ রানেই গুটিয়ে যায় ভারতীয় ইনিংস। ১১৩ রানের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় টম ল্যাথামের (Tom Latham) দল। এই পরাজয়ের ফলে ভাঙলো ভারতের ঘরের মাঠে অপরাজিত থাকার রেকর্ড।
Read More: IND vs NZ 2nd Test: “এমনটা ভাবিই নি…” নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হেরে হতভম্ব রোহিত শর্মা !!
১২ বছর পর টেস্ট সিরিজে হারলো ভারত-
টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের উত্থান নতুন শতকের শুরু থেকেই। গড়াপেটা কেলেঙ্কারির আবহে দেশের অধিনায়কত্ব গিয়েছিলো সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে। প্রতিপক্ষের চোখে চোখে রেখে লড়াইয়ের পাঠ ‘মেন ইন ব্লু’কে প্রথম দিয়েছিলেন তিনিই। তাঁর নেতৃত্বে ২০০১ সালে স্টিভ ওয়া’র অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ২-১ সিরিজ জয়, আজও ভারতীয় ক্রিকেটের এক উজ্জ্বল অধ্যায় হিসেবে রয়ে গিয়েছে। কিন্তু রোম যেমন একদিনে নির্মিত হয় নি, তেমনই টিম ইন্ডিয়ার টেস্ট শক্তিও বাড়ে নি একদিনেই। দীর্ঘ যাত্রাপথে বেশ কয়েকবার খেতে হয়েছে ধাক্কা। বিদেশের পাশাপাশি মাঝেমধ্যে দেশের মাঠেও খোয়াতে হয়েছে সিরিজ। পরিসংখ্যান বলছে নয়া শতাব্দীতে মোট চার বার হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে পারে নি ভারত। পরাজিত অধিনায়কদের তালিকায় এতদিন ছিলেন শচীন, সৌরভ, দ্রাবিড়, ধোনিদের মত কিংবদন্তীরা। আজ যোগ দিলেন রোহিত শর্মা’ও।
২০০০ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২-০ ফলে সিরিজ হেরেছিলো শচীনের ভারত। ঘরের মাঠে এরপর হতাশাজনক ফলাফল হয় ২০০৪-এ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ২-১ জেতে অ্যাডাম গিলক্রিস্টের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। ভারতের পূর্ণ সময়ের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় প্রথম দুই টেস্ট খেলেন নি। ফলে পরাজিত অধিনায়কের তালিকায় সৌরভের সাথে নাম যুক্ত হয় তৎকালীন কার্যনিবাহী অধিনায়ক রাহুল দ্রাবিড়েরও। পরবর্তী ব্যর্থতা আসে ২০১২ সালে। ভারতীয় অধিনায়কের নাম তখন মহেন্দ্র সিং ধোনি। অ্যালিস্টার কুকের দুরন্ত পারফর্ম্যান্সে সেবার হার মানতে হয়েছিলো টিম ইন্ডিয়াকে। ইংল্যান্ডের ২-১ সিরিজ জয়ের পিছনে বড় ভূমিকা ছিলো পানেসার ও সোয়ানের স্পিন জুটির’ও। সেই সিরিজের ১২ বছর রোহিতের নেতৃত্বাধীন ভারত হারলো নিউজিল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ)।
ঘরের মাঠে অপরাজিত ক্যাপ্টেন কোহলি-
ভারতের সর্বকালের সেরা টেস্ট অধিনায়ক হিসেবে অন্তত পরিসংখ্যানের দিক থেকে সবাইকে পিছনে ফেলেছেন বিরাট কোহলি (Virat Kohli)। মোট ৬৮টি টেস্ট ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। এর মধ্যে ৪০টিতে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ড্রয়ের সংখ্যা ১১, আর হেরেছেন ১৭টি ম্যাচে। ঘরের মাঠে তাঁর রেকর্ড ঈর্ষণীয়। কোহলি জমানায় ৩১টি ‘হোম’ টেস্ট ম্যাচের মধ্যে ২৪টিতেই জিতেছে ভারতীয় শিবির। হেরেছে কেবল ২টি ম্যাচ আর ৫টি ম্যাচ ড্র হয়েছে। সাফল্যের শতকরা হার ৭৭.৪১। যাকে অবিশ্বাস্য বললেও হয়ত কম বলা হয়। ঘরের মাঠে ১১টি সিরিজে অধিনায়কত্ব করেছেন বিরাট। এর মধ্যে একটি সিরিজও হাতছাড়া করে নি ‘মেন ইন ব্লু।’ ধোনি জমানার মাঝামাঝি সময়ে ইংল্যান্ডের বিরুদ্ধে হার যে ধাক্কা দিয়েছিলো ভারতকে, কোহলির হাত ধরে তা কাটিয়ে উঠেছিলো দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আজকের হারের রেশ কতদিন থাকে সেদিকেই তাকিয়ে সকলে।