IND vs NZ 3rd Test Preview: সান্ত্বনার সন্ধানে রোহিত-কোহলিরা, ভারতকে হোয়াইটওয়াশের সুবর্ণ সুযোগ ছাড়তে রাজী নয় নিউজিল্যান্ড !! 1

IND vs NZ: দেশের মাটিতে প্রতিপক্ষ যেই হোক না কেন, টেস্ট সিরিজ জিতবে ভারতই, গত ১২টা বছর ধরে এমনটা দেখে এসেছে ক্রিকেটবিশ্ব। কিন্তু চেনা চিত্রনাট্য যেন অনেকখানি বদলে গিয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ)। মাসখানেক আগেই পড়শি শ্রীলঙ্কা থেকে ২-০ ফলে সিরিজ ফিরেছিলো কিউইরা। আর আজ তারাই দাঁড়িয়ে রয়েছে ভারতকে ভারতের মাটিতে হোয়াইটওয়াশ করার দোরগোড়ায়। বেঙ্গালুরুতে স্যুইং সামলাতে না পেরে হারতে হয়েছিলো টিম ইন্ডিয়াকে (Team India)। ৮ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিলো ব্ল্যাক ক্যাপস বাহিনী। এরপর পুণের মাঠেও কোহলি-রোহিতদের দিশাহারা লেগেছে স্যান্টনার, আজাজ প্যাটেলদের স্পিনের বিরুদ্ধে। ১১৩ রানে হেরেছে ভারত। মুম্বইয়ের ওয়াংখেড়েতেও ‘অঘটন’ ঘটুক তা নিশ্চয়ই চাইবেন না টিম ইন্ডিয়ার, তারকারা। মানরক্ষার ম্যাচে জয়ের জন্য মরিয়া হতেই হবে ঋষভ (Rishabh Pant), যশস্বীদের।

Read More: IND vs NZ 3rd Test: ওয়াংখেড়েতে হচ্ছে না অভিষেক, ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি’ হওয়া হলো না গম্ভীরের প্রিয় শিষ্যের !!

IND vs NZ ম্যাচের সময়সূচি-

তৃতীয় টেস্ট ম্যাচ

তারিখ- ০১/১১/২০২৪-০৫/১১/২০২৪

ভেন্যু- ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই

সময়- সকাল ৯টা ৩০ মিনিট (ভারতীয় সময়)

Wankhede Pitch Report (পিচ রিপোর্ট)-

Wankhede Stadium, Mumbai | IND vs NZ | Image: Twitter
Wankhede Stadium, Mumbai | Image: Twitter

ভারত বনাম নিউজিল্যান্ড (IND vs NZ) সিরিজের তৃতীয় তথা অন্তিম টেস্টটি আয়োজিত হতে চলেছে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সাধারণত এখানে ব্যাটিং সহায়ক উইকেটই দেখা যায়। তবে সূত্রের খবর যে মাঠ কর্তৃপক্ষের থেকে ‘র‍্যাঙ্ক টার্নার’ চেয়েছে টিম ইন্ডিয়া। ফলে প্রথম দিন থেকেই বল টার্ন করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। লাল মাটির ধুলো ওড়া পিচে বাড়তি বাউন্স পেতে পারেন স্পিনাররা, যা সমস্যায় ফেলতে পারে দুই দলের ব্যাটারদেরই। এখানে আজ অবধি ২৮টি টেস্ট ম্যাচ খেলা হয়েছে। তার মধ্যে ১১টিতে প্রথম ব্যাটিং করে জয় এসেছে, ৯টিতে সাফল্য এসেছে রান তাড়া করে। ৮টি ম্যাচ অমীমাংসিত থেকেছে। সর্বোচ্চ স্কোর ৬৩২ তোলার নজির ভারতের। সর্বনিম্ন ৬২ করেছিলো নিউজিল্যান্ড। পরিসংখ্যান মাথায় রেখে প্রথম ব্যাটিং করতে চাইবেন টসজয়ী অধিনায়ক।

Mumbai Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

Mumbai Weather Forecast | Image: Twitter
Mumbai Weather Forecast | Image: Twitter

বেঙ্গালুরুতে সিরিজের (IND vs NZ) প্রথম ম্যাচে বাধা হয়ে দাঁড়িয়েছিলো বৃষ্টি। তৃতীয় ম্যাচে তেমন সমস্যা না হওয়ারই সম্ভাবনা। আরব সাগরের তীরবর্তী শহরে শুক্র থেকে মঙ্গলবারের মধ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে না হাওয়া অফিস। তবে আকাশ শুক্র, শনি ও রবিবার আংশিক মেঘলা থাকতে পারে। সোমবার ও মঙ্গলবার রোদের দেখা মিলতে পারে। হাওয়া অফিস জানিয়েছে যে ম্যাচের পাঁচ দিন মুম্বইয়ের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৩৩ থেকে ৩৪ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ থেকে ২৭ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে। ১৪ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বায়ুপ্রবাহের সম্ভাবনা থাকছে বাণিজ্যনগরীতে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সমস্যার সম্মুখীন করতে পারে ক্রিকেটারদের।

IND vs NZ হেড টু হেড পরিসংখ্যান-

IND vs NZ | Image: Getty Images
IND vs NZ | Image: Getty Images

ভারত ও নিউজিল্যান্ড (IND vs NZ) ইতিপূর্বে মুখোমুখি হয়েছে ৬৪টি টেস্ট ম্যাচে। এর মধ্যে ভারত (Team India) জয় পেয়েছে ২২টি খেলায়। কিউইদের জয়ের সংখ্যা আপাতত ১৫। ফলাফল পাওয়া যায় নি ২৭টি টেস্টে। ঘরের মাঠে ভারত জিতেছে ১৭টি ম্যাচ। বাকি ৫টি টেস্ট তারা জিতেছে নিউজিল্যান্ডের মাটিতে। অন্যদিকে কিউই বাহিনী জয় পেয়েছে ১০টি হোম ম্যাচে। ভারতে এসে ভারতকে তারা হারিয়েছে ৪ বার। এছাড়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে ইংল্যান্ডের সাদাম্পটনে একবার ভারতের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিলো তারা।

IND vs NZ লাইভ স্ট্রিমিং (Live Streaming)-

ভারতে আয়োজিত দ্বিপাক্ষিক সিরিজগুলির সম্প্রচার স্বত্ব গ্রহণ করেছে রিলায়েন্স সংস্থা। তাদের স্পোর্টস-১৮ টেলিভিশন চ্যানেলে দেখা যাবে খেলা। এছাড়া জিও সিনেমা অ্যাপ ও ওয়েবসাইটে বিনামূল্যে দেখা যাবে ম্যাচের সম্প্রচার।

দুই দলের সম্ভাব্য একাদশ-

IND vs NZ | Image: Getty Images
IND vs NZ | Image: Getty Images

ভারত (IND)-

যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, সরফরাজ খান, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রণ অশ্বিন, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।

নিউজিল্যান্ড (NZ)-

টম ল্যাথাম (অধিনায়ক), ডেভন কনওয়ে, উইল ইয়ং, রচিন রবীন্দ্র, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টিম সাউদী, ম্যাট হেনরি, উইলিয়াম ও রোর্ক, আজাজ প্যাটেল।

Also Read: IPL 2025: প্রথম প্লেয়ার হিসাবে মুম্বই দল থেকে বাদ ঈশান কিষান, রিটেনশন তালিকা প্রকাশ পেতেই চাঞ্চল্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *