T20 World Cup 2024, IND vs IRE, Match-08 Live Streaming Details: কখন এবং কিভাবে দেখবেন ভারত ও আয়ারল্যান্ডের বিশ্বকাপের ম্যাচ ? জানুন এক ক্লিকেই !! 1

গত ২ জুন থেকে শুরু হয়ে গিয়েছে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ (T20 World Cup 2024)। যদিও এখনও পর্যন্ত টিম ইন্ডিয়াকে একটি ম্যাচেও খেলতে দেখা যায়নি। ভারতীয় দল ৫ জুন তাদের প্রথম ম্যাচটি খেলতে চলেছে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে নামতে চলেছে আয়ারল্যান্ড। ইতিমধ্যেই ভারতীয় দল তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে, এই মাঠেই গত ১লা জুন বাংলাদেশের বিরুদ্ধে খেলেছিল প্রস্তুতি ম্যাচ এবং এই ম্যাচে টিম ইন্ডিয়া বাংলাদেশকে ৬০ রানে পরাজিত করেছিল।

আগামীকাল সন্ধ্যা ৮টা থেকে শুরু হবে ম্যাচ

IND vs IRE, t20 world cup 2024
IND vs IRE | Image: Getty Images

এই ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় রাত ৮টায়। তবে ভক্তরা কিভাবে এই খেলাটি দেখবেন তা নিয়েও রয়েছে প্রশ্ন। বিনামূল্যেই দেখা যাবে এই ম্যাচ। ভারতীয় সময় রাত ৮টা থেকে শুরু হবে ভারত ও আয়ারল্যান্ডের ম্যাচ। এই ম্যাচটি স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ভাষায় অনিষ্ঠিত হতে চলেছে। ডিজনি প্লাস হটস্টারে বিনামূল্যে দেখা যাবে এই ম্যাচ তাছাড়া, হাই ডেফিনেশনে খেলা উপভোগ করতে ভক্তদের সাবস্ক্রিপশন নিতে হবে। এবারের বিশ্বকাপে ২০টি দল অংশ নিয়েছে এবং প্রতিটি গ্রুপেই ৫টি করে দলকে বাছাই করা হয়েছে। প্রতিটি গ্রুপ থেকে ২টি দল পৌঁছে যাবে সুপার এইটের রাউন্ডে।

ভারতীয় দলের গ্রুপে রয়েছে প্রতিবেশী দেশ পাকিস্তান সহ আয়ারল্যান্ড, হোস্ট USA ও কানাডা রয়েছে গ্রুপ A’তে। আগামীকাল ভারত তাদের প্রথম ম্যাচটি আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলবে, তাছাড়া আগামী রবিবার ৯টি জুন পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে। ১২ই জুন আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভারত তাদের তৃতীয় ম্যাচটি খেলবে, এরপর গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচটি নিউ ইয়র্কের বাইরে ১৫ জুন কানাডার বিরুদ্ধে ফ্লোরিডাতে খেলতে চলেছে।

Read Also: T20 World Cup 2024, IND vs IRE, Dream 11 Prediction in Bengali: আইরিশ চ্যালেঞ্জ সামলাতে তৈরি ভারত, ফ্যান্টাসি ক্রিকেটারদের সম্ভাব্য তারকাদের চিনে নিন এক ক্লিকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *