IND vs ENG: টি-২০ সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে দাপুটে জয় পেয়েছে টিম ইন্ডিয়া (IND vs ENG)। পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই জিতেছে তারা। রাজকোটে সামান্য হোঁচট খেতে হলেও তা দারুণ ভাবে সামলে নিয়েছে ‘মেন ইন ব্লু।’ কুড়ি-বিশের পর এবার পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে মুখোমুখি দুই দল। আগামী ৬, ৯ ও ১২ তারিখ যথাক্রমে নাগপুর, কটক ও আহমেদাবাদে রয়েছে তিনটি ম্যাচ। ফেব্রুয়ারি মাসের ২০ তারিখ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) অভিযান শুরু করছে ভারত। আসন্ন ওডিআই সিরিজই তাদের কাছে নিজেদের গুছিয়ে নেওয়ার শেষ সুযোগ। তাই বাটলারদের বিরুদ্ধে তিনটি ম্যাচকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে টিম ম্যানেজমেন্ট। গত ১৮ জানুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির পাশাপাশি ইংল্যান্ড সিরিজেরও স্কোয়াড ঘোষণা করা হয়েছিলো। ওডিআই দ্বৈরথ শুরুর আগে সামান্য রদবদল হলো তাতে। দলের সাথে জুড়ে দেওয়া হলো স্পিনার বরুণ চক্রবর্তীকে।
Read More: শততম টেস্ট খেলেই বাইশ গজের দুনিয়াকে বিদায় জানাচ্ছেন এই কিংবদন্তি ক্রিকেটার !!
বুমরাহ-হীন ভারতের আস্থা বরুণে-
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে টেস্ট খেলার সময় পিঠে চোট লাগে জসপ্রীত বুমরাহ’র (Jasprit Bumrah)। দ্বিতীয় ইনিংসে বোলিং-ই করতে পারেন নি ভারতের তারকা পেসারের। এরপর থেকেই বিশ্রামে আছেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ খেলেন নি। ‘আহত’ বুমরাহকে বাদ দিয়েই গত মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের (IND vs ENG) দল ঘোষণা করেছিলো বিসিসিআই। শেষ মুহূর্তে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবেও বাটলারদের বিরুদ্ধে নামার ছাড়পত্র আদায় করে নিতে পারলেন না তিনি। বোর্ড সূত্রে খবর যে এখনও সম্পূর্ণ সুস্থ নন বুমরাহ (Jasprit Bumrah)। বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে তাঁর শারীরিক অবস্থার পরীক্ষানিরীক্ষা হয়েছে। নিউজিল্যান্ডের প্রখ্যাত শল্যচিকিৎসক রোয়ান শাউটেনের সাথে যোগাযোগ রাখছেন বিসিসিআই-এর চিকিৎসকেরা। প্রয়োজনে নিউজিল্যান্ড পাঠানো হতে পারে বুমরাহকে।
ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) খেলা হচ্ছে না জসপ্রীত বুমরাহ’র। তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও (CT 2025) আদৌ মাঠে নামতে পারবেন কিনা সেই বিষয়ে নিশ্চিত নয় ক্রিকেটমহল। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইতিমধ্যেই এক বোর্ড কর্তা জানিয়েছেন ‘মিরাক্ল’ ছাড়া দুই সপ্তাহের মধ্যে মাঠে ফেরা সম্ভব নয় তাঁর পক্ষে। এই আবহে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওডিআই স্কোয়াডে বরুণ চক্রবর্তীর (Varun Chakravarthy) যোগদান। বুমরাহ’র বদলি হিসেবে ইংল্যান্ড সিরিজে (IND vs ENG) এমনিতেই ছিলেন হর্ষিত রাণা। কিন্তু তা সত্ত্বেও ষোলোতম সদস্য হিসেবে তামিলনাড়ুর রহস্য স্পিনারকে জুড়ে দেওয়া হয়েছে ভারতীয় দলের সাথে। টি-২০ সিরিজে অনবদ্য পারফর্ম্যান্স করেছেন বরুণ। পাঁচ ম্যাচে দশেরও কম বোলিং গড়ে তুলে নিয়েছেন ১৪ উইকেট। হয়েছেন সিরিজের সেরা ক্রিকেটার। তার পুরষ্কার হিসেবেই ডাক পেয়েছেন পঞ্চাশ ওভারের খেলায়।
বাকি স্কোয়াড রয়েছে অপরিবর্তিত-
একমাত্র বরুণ চক্রবর্তীর (Varun Chakravarthy) অন্তর্ভুক্তি ছাড়া ভারতের বাকি স্কোয়াড অবশ্য একই রয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে অধিনায়ক হিসেবে মাঠে ফিরছেন রোহিত শর্মা (Rohit Sharma)। অস্ট্রেলিয়া সিরিজের ব্যর্থতার পর বড় পরীক্ষা তাঁর জন্য। সহ-অধিনায়ক হিসেবে থাকছেন শুভমান গিল। ডাক পেয়েছেন যশস্বী জয়সওয়ালও। এছাড়া বিরাট কোহলি, শ্রেয়স আইয়ারদের দেখা যাবে ভারতের জার্সিতে। ইংল্যান্ডের বিপক্ষে (IND vs ENG) জোড়া উইকেটরক্ষক হিসেবে সুযোগ পেয়েছেন কে এল রাহুল (KL Rahul) ও ঋষভ পন্থ। অলরাউন্ডারদের বরাবরই অগ্রাধিকার দেন কোচ গম্ভীর। আসন্ন সিরিজেও চার জন অলরাউন্ডার-হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) রয়েছেন স্কোয়াডে। বুমরাহ না থাকলেও মহম্মদ শামির প্রত্যাবর্তনের দিকে তাকিয়ে সকলে। কুলদীপ যাদব রয়েছেন। এছাড়া থাকছেন বাম হাতি ফাস্ট বোলার আর্শদীপ সিং-ও।
IND vs ENG সিরিজের নতুন স্কোয়াড-
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (উইকেটরক্ষক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ শামি, হর্ষিত রাণা, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী*।
*পরে যোগ দিয়েছেন দলের সাথে।