IND vs ENG: আবার একবার বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল টিম ইন্ডিয়া। ২০২২ সালের বিশ্বকাপের পরাজয়ের বদলা নিলো টিম ইন্ডিয়া। ৬৯ রানে জয় সুনিশ্চিত করলো টিম ইন্ডিয়া। আগামী শনিবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হতে চলেছে ভারতীয় দল। আজকের ম্যাচের কথা বলতে গেলে, টস হেরে প্রথমে ব্যাটিং করতে এসে টিম ইন্ডিয়া পাওয়ার প্লের ভিতরেই বিরাট কোহলি (Virat Kohli) ও ঋষভ পন্থকে (Rishabh Pant) হারিয়ে ফেলে। পাওয়ার প্লেতে রোহিত ও সূর্যের দৌলতে ৪৬ রান বান বানায় টিম ইন্ডিয়া।
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৮ ওভার বাদেই ভারতীয় ব্যাটসম্যানদের অপেক্ষা করতে হয়। তবে এবার ম্যাচ শুরু হতে দারুন ব্যাটিং করেন রোহিত-স্কাই জুটি। রোহিতের ব্যাট থেকে ৬টি চার ও ২টি ছক্কার বিনিময়ে ৩৯ বলে এসেছিল ৫৭ রান এবং স্কাই ৩৬ বলে ৪টি চার ও ২টি ছক্কার বিনিময়ে ৪৭ রান বানান। শেষের দিকে হার্দিকের ২৩, জাদেজার ১৭ ও অক্ষরের ১০ রানের বিনিময়ে ১৭১ রানে শেষ হয় ভারতীয় দলের ব্যাটিং।
Read More: IND vs ENG: “কারও ধার-বাকি রাখে না…” ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ভারত, ‘বদলা’র উচ্ছ্বাসে মাতোয়ারা সমাজমাধ্যম !!
৬৯’রানে ইংল্যান্ডকে পরাস্ত করলো টিম ইন্ডিয়া
রান তাড়া করতে এসে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে দেন ইংলিশ দলের ক্যাপ্টেন জশ বাটলার (Jos Buttler)। অর্ষদীপ সিংয়ের দ্বিতীয় ওভারে তিনটি হাঁকিয়ে রিতিমতন ফর্মে থাকার ইঙ্গিত দেন বাটলার, তবে অক্ষর প্যাটেল আসতে না আসতেই তান্ডব শুরু করে দেন। চতুর্থ ওভারে বোলিং করতে এসে প্রথম বলেই বাটলারকে প্যাভিলিয়নে ফেরান।
পাওয়ারপ্লের ভিতর স্পিনার দেখে আক্রমণের পরিকল্পনা করেন, তবে রিভার্স সুইপ খেলতে গিয়ে বল তার গ্লাভসে লেগে পন্থের হাতে উঠে যায়। ১৫ বলে ৪টি চারের বিনিময়ে ২৩ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন বাটলার। এরপর পঞ্চম ওভারে বুমরাহের হাতে দায়িত্ব তুলে দেন ক্যাপ্টেন রোহিত। বুমরাহ তার দ্বিতীয় ওভারেই ওপেনার ফিল সল্টকে (Philip Salt) প্যাভিলিয়নে ফেরান। এরপর অক্ষরের দ্বিতীয় ওভারের প্রথম বলেই উইকেট হারিয়ে ফেলেন জনি বেয়ারিস্টো।
পাওয়ার প্লের ভিতর কেবলমাত্র ৩৯ রান বানিয়ে ৩ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। পাওয়ার প্লে শেষ হলেও ইংল্যান্ডের উইকেট হারানো বন্ধ হয়নি। অক্ষর আবার একবার তার তৃতীয় ওভারের প্রথম বলে মঈন আলীকে প্যাভিলিয়নে ফিরিয়ে দেন এবং নবম ওভারে কুলদীপের বলে স্যাম কুরান উইকেট হারাতেই ৪৯ রানে অর্ধেক দল প্যাভিলিয়নে ফিরে যায়।
ইংল্যান্ডের হয়ে একটি ভালো ইনিংস খেলেন হ্যারি ব্রুক, দলের হয়ে তিনি সর্বাধিক ১৯ বলে ২৫ রান বানান এবং কুলদীপের বলে রিভার্স সুইপ মারতে গিয়ে উইকেট হারান। তিনি আউট হতেই সমস্ত দায়িত্ব লিয়াম লিভিংস্টোনের উপর, তবে তিনি ১৬ বলে ১১ রান বানিয়ে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। কুলদীপের বলে উইকেট হারান অলরাউন্ডার ক্রিস জর্ডান, ১ রান বানিয়ে তাকে ফিরতে হয় প্যাভিলিয়নে। ১০২ রানে শেষ হয় ইংল্যান্ড দলের ব্যাটিং, ভারতীয় দলের হয়ে ৩টি করে উইকেট নেন কুলদীপ ও অক্ষর এবং দুই উইকেট নেন জসপ্রীত বুমরাহ।