IND vs ENG: হায়দ্রাবাদে প্রথম টেস্টে ভারতকে ২৮ রানের ব্যবধানে হারিয়ে ক্রিকেটদুনিয়াকে একরকম চমকে দিয়েছিলো ইংল্যান্ড। বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টে বেন স্টোকসের (Ben Stokes) দল হারলেও লম্বা সময় টিম ইন্ডিয়ার সাথে সমানে সমানে টক্কর দিয়েছিলো। কিন্তু সেই ছন্দ তৃতীয় ম্যাচে ধরে রাখতে পারলো না তারা। বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুলদের মত তারকা ছিলেন না ভারতীয় একাদশে। টেস্টের মাঝপথে সরে দাঁড়াতে হয়েছিলো রবিচন্দ্রণ অশ্বিনকে। তবুও সাফল্য ধরা দিলো না সফরকারী দলের মুঠোয়। নিরঞ্জন শাহ স্টেডিয়ামে ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে ৪৩৪ রানের ব্যবধানে জিতলো ভারত। টেস্টের ইতিহাসে এত বেশী রানের ব্যবধানে এর আগে কখনও জেতে নি ‘মেন ইন ব্লু।’ রাজকোটের মাঠে তৈরি হলো নতুন রেকর্ড।
তৃতীয় দিনের শেষে ভারত এগিয়ে ছিলো ৩২২ রানে। আজ অর্থাৎ ম্যাচের চতুর্থ দিনে টিম ইন্ডিয়ার প্রয়াস ছিলো লিড যথাসম্ভব বাড়িয়ে নেওয়ার। নৈশপ্রহরী কুলদীপ যাদবকে সঙ্গে নিয়ে স্কোরবোর্ডকে এগিয়ে নিয়ে যান শুভমান গিল। ৯১ রানের মাথায় রান-আউট হন তিনি। গতকাল ১০৪ রান করে অবসৃত হয়েছিলেন যশস্বী জয়সওয়াল। আজ মাঠে ফিরে ঝড় তোলেন তিনি। চার-ছক্কার প্রদর্শনী দেখা গেলো তাঁর ব্যাটে। কেরিয়ারের দ্বিতীয় দ্বিশতক করে অপরাজিত থাকেন তিনি। কুলদীপ আউট হওয়ার পর নেমেছিলেন সরফরাজ খান। দ্রুত ৭২ বলে ৬৮ রানের ইনিংস খেলেন তিনিও। অভিষেক টেস্টে দুই ইনিংসেই অর্ধশতক হলো তাঁর। ইংল্যান্ডকে ৫৫৭ রানের লক্ষ্য দিয়েছিলো ভারত। রান তাড়া করতে নেমে মাত্র ৩৯.৪ ওভারে ১২২ রানেই গুটিয়ে গেলো তারা। টেস্ট কেরিয়ারের ১০০তম ম্যাচে হারতে হলো বেন স্টোকসকে।
Read More: IND vs ENG: রাজকোটে বিধ্বস্ত বাজবল, রেকর্ড রানের ব্যবধানে ইংল্যান্ডকে গুঁড়িয়ে টেস্ট জয় টিম ইন্ডিয়ার !!
মাঝেমধ্যে গেমপ্ল্যান কাজ করে না,বলছেন স্টোকস-
দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের স্কোরবোর্ডে ছিলো ২ উইকেটের বিনিময়ে ২০৭ রান। বিধ্বংসী ব্যাটিং করছিলেন বেন ডাকেট (Ben Duckett)। তারা যে চার দিনের মধ্যেই হেরে যাবে, তা কল্পনাও করতে পারেন নি কেউ। কিন্তু ক্রিকেট মানেই তো ‘গ্লোরিয়াস গেম অফ আনসার্টেনট’, প্রবাদ বাক্যটি মাঠে আজ প্রমাণিত হলো আরও একবার। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে জাদেজা-কুলদীপদের বিরুদ্ধে অসহায় আত্মসমর্পণ করতে বাধ্য হলো ইংল্যান্ড। পরাজয়ের পর হতাশ অধিনায়ক বেন স্টোকস পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এসে সঞ্চালক দীপ দাশগুপ্তকে জানালেন, “বেন ডাকেট একটা অবিশ্বাস্য ইনিংস খেলেছিলো। আমরা গোটা ইনিংসেই সেই ছন্দটা ধরে রাখতে চেয়েছিলাম।”
স্ট্র্যাটেজি বিশ্লেষণ করতে গিয়ে স্টোকস (Ben Stokes) আরও জানান যে, “আমরা সুযোগ খুঁজছিয়াম ভারতের তোলা রানের কাছাকাছি যাওয়ার। গতকাল বোলিং করতে চেয়েছিলাম ঠিকই। কিন্তু অত তাড়াতাড়ি চাই নি।” হতাশ স্টোকসের স্বীকারোক্তি, “মাঝেমধ্যে গেমপ্ল্যান কাজ করে না, এখানেও সেটাই হয়েছিলো।” দ্রুতগতির বাজবলই কি ডোবালো দলকে? উঠছে প্রশ্ন। দীপ’ও একই কথা জিজ্ঞেস করেন স্টোকসকে। ইংল্যান্ড অধিনায়ক জানান, “সকলেরই নিজস্ব মতবাদ, ধারণা রয়েছে। কিন্তু সাজঘরে যাঁরা রয়েছেন, তাঁরাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ।” হারলেও ভেঙে পড়ছেন না স্টোকস। বলেন, “এটাই আমাদের কাছে ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ। এই ম্যাচটার কথা ভুলে যেতে চাই। আমরা জানি সিরিজ জিততে হলে আমাদের বাকি দুটো ম্যাচ জিততে হবে, আমরা সেটাই করতে চাই।”