ind-vs-eng-shoaib-bashir-has-pak-roots

IND vs ENG: রাঁচীর ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে চলছে ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) চতুর্থ টেস্ট। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড তুলেছিলো ৩৫৩ রান। কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হলেও অভিজ্ঞ জো রুটের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছিলো ইংল্যান্ড দল। রুটের শতরান ও অলি রবিনসনের অর্ধশতক ইংল্যান্ডকে পৌঁছে দেয় সম্মানজনক স্কোরে। ব্যাট করতে নেমে রাঁচীতে বিশেষ সুবিধা করতে পারে নি ভারতও। তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল ৭৩ করলেও মিডল অর্ডারের ব্যর্থতায় পিছিয়ে পড়েছিলো টিম ইন্ডিয়া। ম্যাচের দ্বিতীয় দিনে চালকের আসনে বসেছিলো ইংল্যান্ড। তৃতীয় দিনের শুরুতে ভারতের স্কোর ছিলো ৭ উইকেটের বিনিময়ে ২১৯ রান। কুলদীপ যাদব, আকাশ দীপ’দের সঙ্গে নিয়ে ইনিংসকে টানেন ধ্রুব জুড়েল। তাঁর ৯০ রানের ইনিংস ভারতকে পৌঁছে দেয় ৩০৭ রানে।

সিরিজে প্রথমবার লিড পায় ইংল্যান্ড দল। ৪৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিলো তারা। এই কৃতিত্বের পিছনে মূল কারিগর বলা যেতেই পারে শোয়েব বশিরকে। তরুণ স্পিনার নিজের কেরিয়ারের দ্বিতীয় টেস্টেই নিলেন ইনিংসে পাঁচ উইকেট। ৪৪ ওভার হাত ঘোরান তিনি। খরচ করেন ১১৯ রান। ম্যাচের দ্বিতীয় দিন একটানা ৩১ ওভারের ম্যারাথন স্পেল করে ক্রিকেটজনতার কুর্নিশ আদায় করেছিলেন বছর ২০-এর তরুণ। আউট করেন শুভমান গিল, রজত পতিদার, রবীন্দ্র জাদেজা, যশস্বী জয়সওয়াল ও আকাশ দীপ’কে। টম হার্টলির সাথে তাঁর স্পিন জুটি ভবিষ্যতে ইংল্যান্ডের অন্যতম সম্পদ হয়ে উঠতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের। চলতি সিরিজে অনবদ্য বোলিং করছেন হার্টলিও। চার টেস্টে আপাতত নিয়েছেন ১৯ উইকেট।

Read More: IND vs ENG: তৃতীয় দিনে প্রত্যাঘাত ভারতের, অশ্বিন-কুলদীপের ঘূর্ণিতে সিরিজ হারের দোরগোড়ায় ইংল্যান্ড !!

রাঁচী টেস্টে নজর কাড়লেন পাক বংশোদ্ভূত তরুণ-

Shoaib Bashir | IND vs ENG | Image: Getty Images
Shoaib Bashir | IND vs ENG | Image: Getty Images

কে এই শোয়েব বশির? পরিচয় অনুসন্ধান করতে গিয়ে উঠে এসেছে চমকপ্রদ তথ্য। ২০০৩ সালে ইংল্যান্ডের সারে’তে জন্ম তাঁর। কিন্তু তাঁর পূর্বপুরুষ পাকিস্তানী। শোয়েবের পাকিস্তানী পরিচয় নিয়ে ইতিমধ্যেই রীতিমত চর্চা চলেছে সোশ্যাল মিডিয়ায়। ভিসা সমস্যায় প্রথম টেস্ট ম্যাচটি খেলাই হয় নি তাঁর। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফ থেকে ভিসা সংক্রান্ত জটিলতার জন্য প্রথমে ভারতের দিকে আঙুল তোলা হলেও পরে জানা যায় সত্য তা নয়। দলের বাকিদের সাথে শোয়েবেরও (Shoaib Bashir)  ভিসা মঞ্জুর করা হয়েছিলো। কিন্তু তার ছাপ লাগাতে হত ইউনাইটেড কিংডমের ভারতীয় হাইকমিশনে। তা না করেই শোয়েবকে সংযুক্ত আরব আমিরশাহীতে পাঠিয়ে দিয়েছিলো ইসিবি। তারা ভেবেছিলো মধ্যপ্রাচের দেশেই স্ট্যাম্প লাগিয়ে নেওয়া যাবে। সঙ্গত কারণেই তাতে রাজী হয় নি ভারতীয় বিদেশমন্ত্রক।

উপমহাদেশে শিকড় রয়েছে শোয়েবের। তিনি কি হিন্দি জানেন? এই প্রশ্ন’ও খেলা চলাকালীনই তাঁকে করেছিলেন ভারতীয় দলের সরফরাজ খান। উত্তরে দীর্ঘদেহী স্পিনার হেসে বলেন, ‘অল্প অল্প হিন্দি বলতে পারি।’ পাক বংশোদ্ভূত স্পিনার দ্বিতীয় দিনে ইংল্যান্ডকে চালকের আসনে বসালেও আপাতত ফের বেকায়দায় সফরকারী দল। নেপথ্যে অশ্বিন-কুলদীপদের ঘূর্ণির নাগপাশ। ৪৬ রানের লিড সঙ্গী করে ব্যাট করতে নেমেও মাত্র ১৪৫ রানেই শেষ হয় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। জ্যাক ক্রলির ৬০ ও জনি বেয়ারেস্টোর ৩০ রান ছাড়া উল্লেখযোগ্য ইনিংস খেলতে পারেন নি কেউই। তৃতীয় দি্নের সকালে তরুণ শোয়েব কেরিয়ারে প্রথম এক ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন। দুপুরে পাঁচ উইকেট জমা হলো অভিজ্ঞ অশ্বিনের ঝুলিতে। কেরিয়ারে ৩৫তম বার ইনিংসে ৫ উইকেট নিলেন তিনি। ভারতের জয়ের জন্য চাই আর ১৫২ রান।

Also Read: “এটাই হলো সেরা কামব্যাক…” দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকে ১৪৫ রানে আউট করে সমাজ মাধ্যমে ট্রেন্ডিং টিম ইন্ডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *