ind-vs-eng-rohit-trolled-after-ranchi-failure

IND vs ENG: রাঁচীর ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে চলছে ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচটি। প্রথম তিনটি খেলার শেষে আপাতত ফলাফল ২-১ টিম ইন্ডিয়ার পক্ষে। হায়দ্রাবাদে হেরে পিছিয়ে পড়লেন বিশাখাপত্তনম ও রাজকোটে টানা দুই জয় সিরিজ জেতার দোরগোড়ায় দাঁড় করিয়েছে রোহিত শর্মার দল’কে। রাঁচীতে জিতলেই বাজিমাত করবে ভারত। অন্যদিকে চতুর্থ টেস্টটি জিতে সিরিজে সমতা ফেরাতে মরিয়া বেন স্টোকস বাহিনীও। টসে জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো তারা। আকাশ দীপের প্রাথমিক ধাক্কা কাটিয়ে জো রুট, বেন ফোকস, অলি রবিনসনদের ব্যাটে লড়াই চালালো ইংল্যান্ড। দ্বিতীয় দিনের সকালে ৩৫২ রানের মাথায় থামে তাদের ইনিংস।

Read More: তৃতীয় ওভারেই প্রথম ধাক্কা টিম ইন্ডিয়ার, জেমস অ্যান্ডারসনের বলে উইকেট হারালেন ক্যাপ্টেন রোহিত !!

প্রতিপক্ষের উপর বিশাল রানের বোঝা চাপিয়ে দেওয়ার লক্ষ্য ছিলো টিম ইন্ডিয়ার। কিন্তু ইনিংসের শুরুতেই ব্যাটিং অর্ডারে ভাঙন ধরান জেমস অ্যান্ডারসন। স্কোরবোর্ডে যখন মাত্র ৪ রান, তখনই সাজঘরে ফেরেন অধিনায়ক রোহিত শর্মা। রাজকোটে লড়াকু ১৩১ রানের ইনিংস খেলেছিলেন। কিন্তু রাঁচীতে ফের ব্যর্থতা গ্রাস করলো তাঁর ব্যাটিং-কে। তৃতীয় ওভারের চতুর্থ বলটি অফস্টাম্পের খানিক বাইরে পিচ করিয়েছিলেন ইংল্যান্ডের কিংবদন্তি পেসার। বলের লাইনে না গিয়েই ব্যাট বাড়িয়ে দেন ভারত অধিনায়ক। রোহিতের ব্যাটের বাইরের দিকের কোণা স্পর্শ করে তা জমা পড়ে উইকেটরক্ষক বেন ফোকসের নিরাপদ দস্তানায়। আম্পায়ারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করেন নি রোহিত। হাঁটা লাগান সাজঘরের উদ্দেশ্যে। ৯ বলে ২ রান করেই আজ থামতে হলো তাঁকে। ৬৯৭তম টেস্ট উইকেট পেলেন অ্যান্ডারসন।

প্রথম ইনিংসে ব্যর্থ হওয়ার পর নেটদুনিয়ার তীব্র কটাক্ষের মুখে পড়তে হচ্ছে ভারত অধিনায়ক রোহিত শর্মা’কে। ‘রোহিতের ব্যাটিং-এ ধারাবাহিকতা নেই’ সখেদে লিখেছেন এক নেটিজেন। ‘অধিনায়ক এমন দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং কি করে করেন?’ মন্তব্য আরও একজনের। ‘শেষ কবে রোহিতকে টানা দুটো টেস্ট ইনিংসে রান পেতে দেখা গিয়েছে?’ প্রশ্ন উঠেছে নেটমাধ্যমে। ‘এখনি অন্য কাউকে ওপেনার হিসেবে ব্যবহার করে দেখা উচিৎ’ জানিয়েছেন এক ক্রিকেট অনুরাগী। বিশ্বকাপ চলাকালীন পাওয়ার-প্লে’তে রোহিতের স্বার্থহীন ব্যাটিং-এর প্রশংসা চলছিলো। তা ইঙ্গিত করে কটাক্ষ করেছেন এক নেটিজেন। ‘হয়ত এটাই স্বার্থহীন ব্যাটিং। নিজে আউট হয়ে তরুণদের খেলার সুযোগ করে দেওয়া’, মস্করার সুরে লিখেছেন তিনি।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IND vs ENG: “বাজবল নয়, কমনসেন্স বল…” দ্বিতীয় দিনের সকালে থামলো ইংল্যান্ড, নেটমাধ্যমে প্রশংসিত জো রুট !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *