IND vs ENG: রাঁচীর ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে চলছে ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) চতুর্থ টেস্ট। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড তুলেছিলো ৩৫২ রান। কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হলেও অভিজ্ঞ জো রুটের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছিলো ইংল্যান্ড দল। রুটের শতরান ও অলি রবিনসনের অর্ধশতক ইংল্যান্ডকে পৌঁছে দেয় সম্মানজনক স্কোরে। ব্যাট করতে নেমে রাঁচীতে বিশেষ সুবিধা করতে পারে নি ভারতও। তরুণ স্পিনার শোয়েব বশিরের ম্যারাথন স্পেলে বেসামাল হয় ভারতীয় মিডল অর্ডার। গতকাল দিনের শেষে স্কোর ছিলো ৭ উইকেটের বিনিময়ে ২১৯ রান। আজ সকালে প্রত্যাঘাতের প্রয়াস করেছিলেন ধ্রুব জুড়েল। তাঁর ৯০ রানের ইনিংস সত্ত্বেও টিম ইন্ডিয়া থামে ৩০৭ রানে।
Read More: IND vs ENG: “ধন্যি ছেলের অধ্যবসায়…” তৃতীয় দিনে লড়াকু অর্ধশতক ধ্রুব জুড়েলের, তরুণ তুর্কিকে শুভেচ্ছা সমাজমাধ্যমের !!
৪৫ রানের লিড পেলেও নিজেদের দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়া স্পিনারদের ঘূর্ণির বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে ইংল্যান্ড ব্যাটাররা। প্রথম স্পেলে লাগাতার তিন উইকেট তুলে নিয়ে ভারতকে ম্যাচে ফেরান রবিচন্দ্রণ অশ্বিন। এরপর নিয়ন্ত্রিত বোলিং-এ নজর কাড়েন কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজাও। নিয়মিত ব্যবধানে উইকেট তুলতে সক্ষম হলেও মেজাজ ভালো নেই ভারত অধিনায়ক রোহিত শর্মা’র। নেপথ্যে আম্পায়ারস কল। সাধারণত ডিআরএসের ক্ষেত্রে গুরুত্ব পায় মাঠে উপস্থিত আম্পায়ারের সিদ্ধান্ত। বল-ট্র্যাকিং প্রযুক্তির সাহায্যে যদি দেখা যায় যে বল উইকেটমুখী ছিলো তা সত্ত্বেও কিছু বিশেষ ক্ষেত্রে মাঠের আম্পায়ারের নট-আউটের সিদ্ধান্ত বজায় রাখা হয়। দিনকয়েক আগে এই আম্পায়ারস কল নিয়ে সরব হয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। আজ মুখ খুললেন রোহিতও।
আজ বেশ কয়েকবার আম্পায়ারস কল বিপক্ষে গিয়েছে ভারতের। জীবন ফিরে পেয়েছেন ইংল্যান্ড ব্যাটাররা। কুমার ধর্মসেনা ও রড টাকারের আম্পায়ারিং-এর বিরুদ্ধে তাই ক্ষোভ জন্মেছিলো ভারত অধিনায়ক রোহিত শর্মার মনে। চা পানের বিরতির ঠিক আগে সেই ক্ষোভ মাঠেই উগড়ে দেন তিনি। জনি বেয়ারেস্টো’র বিরুদ্ধে একটি আপিল করেছিলো ভারতীয় শিবির। ফের আম্পায়ারস কলের সৌজন্যেই রক্ষা পান ইংল্যান্ড ব্যাটার। ক্ষুব্ধ রোহিত আম্পায়ার ধর্মসেনাকে শুনিয়েই বলেন, “ইনি ঠিক করেই এসেছেন আজ আমাদের পক্ষে আম্পায়ারস কল দেওয়াই হবে না।” যদিও বেশ কিছু সিদ্ধান্ত বিপক্ষে গেলেও আপাতত চালকের আসনে টিম ইন্ডিয়াই। প্রতিবেদন লেখার সময় অবধি ইংল্যান্ডের স্কোর ৮ উইকেটের বিনিময়ে ১৪১।
Also Read: IND vs ENG: কুলদীপ যাদবের ব্যাটিং স্টাইল নকল করে মজা রোহিত শর্মা ও শুভমান গিলের, মুহূর্তে ভাইরাল হল ভিডিও !!