ind-vs-eng-pujara-can-replace-shreyas

IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে হায়দ্রাবাদে প্রথম টেস্ট হারার পর দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়া। বিশাখাপত্তনমে ১০৬ রানের ব্যবধানে বড় জয় ছিনিয়ে নিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে রোহিত শর্মার দল। যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) দুর্দান্ত দ্বিশতক প্রথম ইনিংসে টিম ইন্ডিয়াকে পৌঁছে দেয় ৩৯৬ রানে। জবাবে ব্যাট করতে নামা ইংল্যান্ডের ‘বাজবল’ মুখ থুবড়ে জসপ্রীত বুমরাহ’র (Jasprit Bumrah) সামনে। মাত্র ৪৫ রানের বিনিময়ে ৬ উইকেট তুলে নেন ভারতীয় পেসার। ইংল্যান্ড থামে ২৫৩ রানে। ১৪৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নামে ভারত। শুভমান গিলের (Shubman Gill) ১০৪ রানের লড়াকু ইনিংসের সৌজন্যে ২৫৫ রান স্কোরবোর্ডে যোগ করতে সক্ষম হয় ‘মেন ইন ব্লু।’ ৩৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড বেকায়দায় পড়ে অশ্বিন, বুমরাহদের বিপক্ষে। শেষমেশ ২৯২ রানে গুটিয়ে যায় তারা।

বড় ব্যবধানে জয় এলেও টিম ম্যানেজমেন্টের চিন্তা বাড়িয়েছে মিডল অর্ডারের ফর্ম সমস্যা। প্রথম ইনিংসে যশস্বী জয়সওয়াল  (Yashasvi Jaiswal) ও দ্বিতীয় ইনিংসে শুভমান গিল (Shubman Gill) ছাড়া রানের দেখা পান নি কেউই। বিশেষ করে হতাশ করেছেন শ্রেয়স আইয়ার। ২০২১ সালে সাড়া জাগিয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিলো তাঁর। এরপর অবশ্য লাল বলের ফর্ম্যাটে ক্রমাগত নীচের দিকে নেমেছে তাঁর ফর্মের গ্রাফ। শেষ দশ টেস্ট ইনিংসে দুই বার আউট হয়েছেন শূন্য রান করে। শেষ অর্ধশতকের গণ্ডী পেরিয়েছেন ২০২২-এর ডিসেম্বরে। দক্ষিণ আফ্রিকায় সেঞ্চুরিয়ন ও কেপ টাউনে রানের মুখ দেখেন নি। দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধেও ছন্দ ফিরে পান নি তিনি। হায়দ্রাবাদে দুই ইনিংসে করেছিলেন ৩৫ ও ১৩। বিশাখাপত্তনমে ফিরলেন ২৭ ও ২৯ করে। ক্রমাগত ব্যর্থ হতে থাকা শ্রেয়সকে (Shreyas Iyer) বাদ দেওয়ার দাবী উঠতে শুরু করেছে।

Read More: IND vs ENG: ভারতকে জিতিয়েই টিম ইন্ডিয়ার বাইরে জসপ্রিত বুমরাহ, তৃতীয় টেস্টে দল থেকে হলেন আউট !!

শ্রেয়সের বদলি হতে পারতেন কোহলি বা রাহুল-

Shryeas Iyer | IND vs ENG | Image: Getty Images
Shryeas Iyer | IND vs ENG | Image: Getty Images

লাগাতার হতাশাজনক পারফর্ম্যান্সের পর শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) বাদ দেওয়ার দাবী উঠতে শুরু করেছে ক্রিকেটমহল থেকে। টিম ইন্ডিয়ার প্রাক্তনী জাহির খান ২৯ বর্ষীয় ব্যাটারকে কটাক্ষ করে বলেছেন, “তুমি সুযোগ হারিয়েছো…।” শ্রেয়সের দিকে তীর ছুঁড়েছেন প্রাক্তন স্পিনার প্রজ্ঞান ওঝা’ও। আন্তর্জাতিক ক্রিকেট নয়, বরং ছন্দ ফিরে পেতে রঞ্জি ট্রফি খেলুন শ্রেয়স। পরামর্শ দিয়েছেন তিনি। হায়দ্রাবাদ ও বিশাখাপত্তনম টেস্টের দল ঘোষিত হলেও এখনও ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) সিরিজের শেষ তিনটি টেস্টের জন্য দল ঘোষণা করে নি বিসিসিআই। রাজকোট, রাঁচী বা ধর্মশালার দলে শ্রেয়সকে সম্ভবত বাদই দিতে চলেছেন অজিত আগরকারের (Ajit Agarkar) নেতৃত্বাধীন নির্বাচকমণ্ডলী। তবে প্রথম একাদশে তাঁর বদলি কে হবেন তা নিয়ে রয়েছে প্রশ্ন।

মিডল অর্ডারে চার নম্বর পজিশনে শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) খেলতে দেখা গিয়েছে প্রথম দুই টেস্টে। সহজেই তাঁর পরিবর্ত হিসেবে খেলতে পারতেন বিরাট কোহলি (Virat Kohli) বা কে এল রাহুল। কিন্তু আগামী ম্যাচে দুজনের খেলা নিয়েই রয়েছে ধোঁয়াশা। ব্যক্তিগত কারণে প্রথম দুই ম্যাচ খেলেন নি কোহলি। পরে এবি ডিভিলিয়ার্স ফাঁস করেন যে পিতৃত্বকালীন ছুটিতে রয়েছেন তিনি। তৃতীয় ম্যাচে তিনি খেলবেন কিনা, তা নিয়ে ধন্ধে কোচ, নির্বাচক, এমনকি খোদ বিসিসিআই-ও। “আশা করছি দুই-এক দিনের মধ্যেই বিষয়টি পরিষ্কার জানা যাবে”, বলেছেন কোচ রাহুল দ্রাবিড়। কোয়াড্রিসেপস পেশীর চোটে বিশাখাপত্তনমে খেলতে পারেন নি কে এল রাহুল (KL Rahul)। তিনি আদৌ ফিট কিনা, সে বিষয়েও আপাতত কোনো তথ্য নেই। যদি দুজনেই পরবর্তী টেস্ট গুলিতে না খেলেন, সেক্ষেত্রে তৃতীয় বিকল্পের সন্ধান করতে হবে ভারতকে।

ফেরানো হতে পারে চেতেশ্বর পূজারাকে-

Cheteshwar Pujara | IND vs ENG | Image: Getty Images
Cheteshwar Pujara | IND vs ENG | Image: Getty Images

এক দশক টিম ইন্ডিয়ার হয়ে তিন নম্বরে খেলেছেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। কিন্তু গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর তাঁকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেন কোচ রাহুল দ্রাবিড়। ওপেনিং থেকে তিন নম্বরে পাঠানো হয় শুভমান গিল’কে। প্রাথমিক জড়তা কাটিয়ে তিন নম্বরে মানিয়ে নিতে শুরু করেছেন শুভমান (Shubman Gill)। আপাতত তিন নম্বর থেকে সরানো হচ্ছে না তাঁকে। কিন্তু শ্রেয়স (Shreyas Iyer) বাদ পড়লে চার নম্বরে যে শূন্যতা সৃষ্টি হবে, তা পূরণের জন্য ফেরানো হতে পারে পূজারাকে। জাতীয় দল থেকে বাদ পড়ার পরেও ক্রিকেট থেকে দূরে সরে থাকেন নি পূজারা (Cheteshwar Pujara)। কখনও কাউন্টি ক্রিকেট, আবার কখনও সৌরাষ্ট্রের হয়ে রঞ্জি ট্রফি খেলেছেন তিনি। বড় রান’ও করেছেন। সেই সুবাদেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটতে পারে তাঁর।

দ্বিতীয় টেস্ট চলাকালীন পূজারার প্রত্যাবর্তনের পক্ষে সওয়াল করতে শোনা গিয়েছিলো টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ রবি শাস্ত্রীকে (Ravi Shastri)। মাইক হাতে ধারাভাষ্য করার সময় তিনি জানান, “এটা একটা নতুন দল, একটা তরুণ দল। এই তরুণদের কিন্তু নিজেদের প্রমাণ করতেই হবে। ভুলে গেলে চলবে না যে (চেতেশ্বর) পূজারা কিন্তু অপেক্ষা করে রয়েছে। ও রঞ্জি ট্রফিতে কঠিন পরিশ্রম করছে এবং সবসময়ই রয়েছে রেডারে।” এই মরসুমে রঞ্জি ট্রফিতে ৮ ইনিংসে ৭৬.৮৫ গড়ে পূজারা (Cheteshwar Pujara) করে ফেলেছেন ৫৩৮ রান। রয়েছে ১টি দ্বিশতক ও ২টি অর্ধশতক। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় আপাতত তিনি রয়েছেন পঞ্চম স্থানে। প্রথম ম্যাচেই ঝাড়খণ্ডের বিরুদ্ধে প্রথম শ্রেণির ক্রিকেটে ৬১তম শতরান করেন তিনি। সুযোগ পেলে আন্তর্জাতিক মঞ্চেও সেই ফর্ম ধরে রাখতে চাইবেন তিনি।

Also Read: IND vs ENG: তৃতীয় টেস্টে বিরাট কোহলির খেলা নিয়ে ধোঁয়াশা অব্যাহত, মাথায় হাত মুখ্য নির্বাচক আগরকারের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *