IND vs ENG: মুম্বইয়ের ‘আইনকিন’ ওয়াংখেড়ে স্টেডিয়ামে রবিবার শেষ হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড টি-২০ সিরিজ (IND vs ENG)। এরপর দিন তিনেকের বিরতির পর ফের মাঠে ফিরবে দুই শিবির। পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে সম্মুখসমরে নামার কথা তাদের। আগামী ৬ ফেব্রুয়ারি প্রথম ম্যাচটি রয়েছে বিদর্ভে। কটকে দ্বিতীয় ম্যাচটি আয়োজিত হতে চলেছে ৯ তারিখ। আর শেষ ম্যাচটি রয়েছে ১২ তারিখ আহমেদাবাদে। চ্যাম্পিয়ন্স ট্রফির যুদ্ধে নামার আগে বাটলারদের বিরুদ্ধেই শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিতে চাইছে ‘মেন ইন ব্লু।’ আইসিসি প্রতিযোগিতায় কেমন হবে প্রথম একাদশ, কি হতে পারে কোচ গম্ভীরের স্ট্র্যাটেজি সে সম্পর্কে ধারণা পাওয়া যাবে আসন্ন সিরিজে, মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কোহলি-রোহিতের (Rohit Sharma) মত মহাতারকাদের দেখা যাবে জাতীয় দলের জার্সিতে। একদিনের ফর্ম্যাটে ফিরছেন শামি। না থাকার তালিকায় কেবল জসপ্রীত জসবীরসিং বুমরাহ (Jasprit Bumrah)।
Read More: চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ জসপ্রীত বুমরাহ, গম্ভীরের ‘তুরুপের তাস’ নেবেন এন্ট্রি !!
বুমরাহ’র বদলি হিসেবে খেলছেন হর্ষিত-
অস্ট্রেলিয়া সফরে (IND vs AUS) দুর্দান্ত পারফর্ম করলেও শেষটা ভালো হয় নি জসপ্রীত বুমরাহ’র (Jasprit Bumrah)। পিঠে চোট পেয়েছেন ভারতের তারকা পেসার। সিডনিতে দ্বিতীয় ইনিংসে তাই হাতই ঘোরাতে পারেন নি। দেশে ফিরেও সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন তিনি। অন্যান্য তারকাদের মত রঞ্জি খেলতে পারেন নি বুমরাহ (Jasprit Bumrah)। কবে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন সে সম্পর্কে এখনও কোনো নিশ্চিত তথ্য মেলে নি। ২০২২ সালে যখন পিঠে স্ট্রেস ফ্র্যাকচারের সমস্যায় ভুগছিলেন বুমরাহ, তখন নিউজিল্যান্ডের প্রখ্যাত শল্যচিকিৎসক রোয়ান শাউটেন চিকিৎসা করেছিলেন তাঁর। এবারও পেস তারকার চোট সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী তাঁর কাছে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর যে প্রয়োজনে চিকিৎসার জন্য বুমরাহকে নিউজিল্যান্ডে পাঠানোর কথা ভাবছে বিসিসিআই। তাঁকে নিয়ে অহেতুক তাড়াহুড়ো করতে চান না রজার বিনি’রা।
২০২৩-এর ওডিআই বিশ্বকাপের পর পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে একটিও ম্যাচ খেলেন নি জসপ্রীত বুমরাহ। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজেও (IND vs ENG) মাঠে ফেরা হচ্ছে না তাঁর। গত ১৮ জানুয়ারি মুম্বইতে বোর্ডের সদর দপ্তরে একটি সাংবাদিক সম্মেলনে যে স্কোয়াড ঘোষণা করেছেন মুখ্য নির্বাচক আগরকার ও অধিনায়ক রোহিত শর্মা, সেখানে রাখা হয় নি ডান হাতি পেস তারকাকে। তিন ম্যাচের সিরিজে বুমরাহ’র (Jasprit Bumrah) বিকল্প হিসেবে সুযোগ পেয়েছেন দিল্লীর তরুণ পেসার হর্ষিত রাণা (Harshit Rana)। কোচ গম্ভীরের একান্ত পছন্দের রাণা গত নভেম্বরে টেস্ট অভিষেক করেছেন অস্ট্রেলিয়ার মাঠে। আর ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজেই ‘কনকাশন সাবস্টিটিউট’ হিসেবে টি-২০ অভিষেক হয়েছে তাঁর। একদিনের ক্রিকেটেও ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) অভিষেকের অপেক্ষায় থাকবেন তিনি। চাইবেন ভালো পারফর্ম করে নজর কাড়তে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বুমরাহ অনিশ্চিত-
ইংল্যান্ড সিরিজে (IND vs ENG) বিশ্রাম দেওয়া হলেও চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) স্কোয়াডে আপাতত রাখা হয়েছে জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah)। তবে শেষমেশ তাঁকে মাঠে দেখা যাবে কিনা তা নিয়ে অবশ্য যথেষ্ট সংশয় রয়েছে খোদ বিসিসিআই-এর অন্দরেই। ২০ তারিখ চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে। তার আগে বুমরাহ’র সুস্থ হয়ে উঠতে প্রয়োজন ‘মিরাক্ল’, সংবাদমাধ্যমকে তেমনটাই জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা। যদি সত্যিই দেশের সেরা পেস অস্ত্র ছিটকে যান পঞ্চাশ ওভারের মেগা টুর্নামেন্ট থেকে সেক্ষেত্রে বাধ্য হয়েই বিকল্প খুঁজে নিতে হবে ক্রিকেট নিয়ামক সংস্থাকে। বিশেষজ্ঞদের মতে শামি, আর্শদীপদের সাথে যোগ দেওয়ার দৌড়ে রয়েছেন মহম্মদ সিরাজ ও হর্ষিত রাণা (Harshit Rana)। অভিজ্ঞতা এগিয়ে রাখছে সিরাজকে। কিন্তু কোচ গম্ভীরের ব্যক্তিগত পছন্দ হতে পারেন তরুণ হর্ষিত।