IND vs ENG: রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে চলছে ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) সিরিজের তৃতীয় টেস্ট। প্রথম ইনিংসে রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজার জোড়া শতরানে ভর করে ভারত তুলেছিলো ৪৪৫। জবাবে ইংল্যান্ড থামে ৩১৯ রানে। ১২৬ রানের লিড নিয়ে খেলতে নেমে দুরন্ত ব্যাটিং টিম ইন্ডিয়ার। ইনিংসের গোড়ায় রোহিত শর্মার উইকেট খোয়াতে হলেও ব্যাকফুটে যায় নি ভারত। বরং ইংল্যান্ডের ‘বাজবল’-এর পালটা হিসেবে আক্রমণাত্মক ক্রিকেটেই আস্থা রেখেছিলো তারা। শুরুটা করেছিলেন যশস্বী জয়সওয়াল। গতকালই দুরন্ত শতরান করেছিলেন তিনি। এরপর কোমরে টান ধরায় মাঠ ছাড়তে হয়েছিলো তাঁকে। এরপর ইনিংসকে এগিয়ে নিয়ে যান শুভমান গিল। আজ সকালে শুভমান আউট হওয়ায় ফের মাঠে নামেন যশস্বী। অ্যান্ডারসন, উড, হার্টলিদের বিরুদ্ধে গতকাল যেমন মারমুখী অবতারে দেখা গিয়েছিলো তাঁকে, আজ তাকেও ছাড়িয়ে গেলেন বছর বাইশের তরুণ।
গত বছরের জুন মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছে যশস্বীর। প্রথম ইনিংসেই করেছিলেন ১৭৪ রান। এরপর দক্ষিণ আফ্রিকা সফরে বিশেষ সাফল্য পান নি, কিন্তু ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ফের রানের রোশনাই তরুণ তুর্কির ব্যাটে। প্রথম টেস্টে খেলেছিলেন ৮৬ রানের ইনিংস। বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টে ২০৯ রানের অসামান্য ইনিংস খেলে নজর কেড়েছিলেন। তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে আচমকাই হয় ছন্দপতন। মাত্র ১০ রানে মার্ক উডের বাড়তি গতি সামলাতে না পেরে ক্যাচ দিয়ে বসেছিলেন স্লিপে। সেই ব্যর্থতা দ্বিতীয় ইনিংসে পুষিয়ে দিলেন যশস্বী। অবিশ্বাস্য ইনিংস দেখা গেলো তাঁর ব্যাট থেকে। গতকাল শুরুটা ধীরেসুস্থে করে, পরে হাত খুলেছিলেন। আজ আগাগোড়া ফিফথ গিয়ারে ব্যাটিং করে দ্বিতীয়বারের জন্য পেরোলেন দ্বিশতকের গণ্ডী। সাথে ভেঙে দিলেন প্রায় ৩০ বছরের পুরনো বিশ্বরেকর্ড’ও।
Read More: IND vs ENG: রাজকোটের ইংল্যান্ডকে ষাঁড়াষাঁড়ি আক্রমণ টিম ইন্ডিয়ার, জয়ের জন্য দিল ৫৫৭ রানের টার্গেট !!
ছক্কার মসনদে যশস্বী, ভাঙলো সিধুর রেকর্ড-
ইনিংসের শুরুতে অতি সাবধানী ব্যাটিং করছিলেন যশস্বী জয়সওয়াল। অপর প্রান্তে রানের গতি বাড়ানোর প্রয়াস করতে দেখা গিয়েছিলো রোহিত শর্মাকে। কিন্তু ১৯ রানের বেশী এগোতে পারেন নি ভারত অধিনায়ক। এরপর শুভমান গিলকে সাথে নিয়েও সতর্ক ইনিংস খেলছিলেন যশস্বী। উইকেট না খোয়ানোই যেন লক্ষ্য ছিলো তাঁর। অর্ধশতকের মাইলস্টোন স্পর্শ করেন ৮০ বলে। এরপরেই বদলে যায় তাঁর ব্যাটিং-এর ভঙ্গী। স্পিনার হোক বা পেসার, পঞ্চাশ পেরোনোর পর কাউকেই রেয়াৎ করেন নি তিনি। গতকাল জেমস অ্যান্ডারসনের মত কিংবদন্তি পেসারকে পরপর তিন বলে একটি ছক্কা ও দুটি চার হাঁকিয়েছিলেন। স্টেপ আউট করে লং অনের উপর দিয়ে অবলীলায় উড়িয়ে দিতে দেখা গিয়েছিলো রেহান আহমেদ, জো রুটদের।
শতরান উদযাপন করতে গিয়ে কোমরে টান ধরায় মাঠ ছাড়তে হয়েছিলো। চারে নামা রজত পতিদার আউট হলেও আর মাঠে নামেন নি যশস্বী। নামানো হয় নৈশপ্রহরী কুলদীপ যাদবকে।আজ শুভমান আউট হওয়ার পরে মাঠে নেমেও খেলার ধরণ বদলান নি তিনি। আরও একবার যশস্বী নিশানা করেন জেমস অ্যান্ডারসনকে। গতকাল এক ছক্কার পর দুটি চার হাঁকিয়েছিলেন। আজ টানা তিন বলে মাঠের বাইরে আছড়ে ফেলেন টেস্ট ইতিহাসের সফলতম পেসারকে। বছর ২২-এর যশস্বীর প্রহারে তখন দিশেহারা দেখাচ্ছিলো ৪১-এর অ্যান্ডারসনকে। ২০০ পেরিয়েও থামেন নি তিনি। জো রুটকে একই ওভারে পরপর দুই ছক্কা হাঁকান তিনি।
এতদিন এক টেস্ট ইনিংসে কোনো ভারতীয়ের সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ডটি ছিলো প্রাক্তন ওপেনার নভজ্যোত সিং সিধু’র দখলে। লক্ষ্ণৌতে ১৯৯৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই কৃতিত্ব অর্জন করেছিলেন তিনি। ২০১৯ সালে সিধু’কে স্পর্শ করেছিলেন মায়াঙ্ক আগারওয়াল। তিনি বাংলাদেশের বিরুদ্ধে এক ইনিংসে ৮ ছক্কা হাঁকিয়েছিলেন। তাঁদের রেকর্ড ধূলিসাৎ হলো যশস্বীর ব্যাটে। আজ মোট ১২টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। একই সঙ্গে টেস্ট ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড’ও নিজের করে নিয়েছেন মুম্বইয়ের তরুণ। এর আগে জিম্বাবুয়ের বিরুদ্ধে ১৯৯৬-৯৭ মরসুমে এক ইনিংসে ১২ ছক্কা হাঁকিয়েছিলেন ওয়াসিম আক্রম। সিংহাসনে আজ ভাগ বসালেন যশস্বী।