Sarfaraz khan
Sarfaraz Khan | Image: Getty Images

IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের জয়যাত্রা অব্যাহত। হায়দ্রাবাদে সিরিজের শুরুতে ২৮ রানে হারতে হয়েছিলো রোহিত শর্মা’র (Rohit Sharma) দলকে। এরপর থেকে অপ্রতিরোধ্য লেগেছে তাদের। বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টে জয় এসেছিলো ১০৬ রানে। রাজকোটে ব্যবধান বেড়ে দাঁড়িয়েছিলো ৪৩৪ রান। রেকর্ড ব্যবধানে জিতে সিরিজে ২-১ এগিয়ে গিয়েছিলো ‘মেন ইন ব্লু।’ সাফল্যের সেই ধারা ভারত বজায় রাখলো চতুর্থ টেস্টেও। রাঁচীর ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে প্রথম দুই দিন খানিক ব্যাকফুটে থেকেও চার দিনের মধ্যে জয় ছিনিয়ে নিলো ৫ উইকেটের ব্যবধানে। বিরাট কোহলি (Virat Kohli), শ্রেয়স আইয়ার, কে এল রাহুলদের (KL Rahul) মত তারকারা ছিলেন না একাদশে, একঝাঁক তরুণ তুর্কিকে সাথে নিয়েই বাজিমাত করলেন অধিনায়ক রোহিত শর্মা।

টসে জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো ইংল্যান্ড। প্রথম স্পেলে আকাশ দীপ বিধ্বংসী হয়ে উঠলেও জো রুট (Joe Root), বেন ফোকস, অলি রবিনসনদের সৌজন্যে ম্যাচে ফেরে সফরকারী দল। রুটের শতরান, রবিনসনের অর্ধশতক তাদের পৌঁছে দেয় ৩৫৩ রানে। জবাবে ব্যাট করতে নেমে শোয়েব বশিরের ঘূর্ণিতে বেকায়দায় পড়ে ভারত। যশস্বী জয়সওয়ালের ৭৩ ও ধ্রুব জুড়েলের লড়াকু ৯০ রানের ইনিংস সত্ত্বেও ৪৬ রানের লিড পায় ইংল্যান্ড। যদিও অশ্বিন ও কুলদীপের স্পিন জুটি ইংল্যান্ডের স্বস্তিকে দীর্ঘস্থায়ী হতে দেয় নি। মাত্র ১৪৫ রানে গুটিয়ে যায় তাদের দ্বিতীয় ইনিংস। ভারতের সামনে লক্ষ্য দাঁড়িয়েছিলো ১৯২ রান। ৫ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া (Team India)। টানা তিন ম্যাচ জিতে সিরিজ জেতার উচ্ছ্বাস থাকলেও রাঁচী টেস্টে সরফরাজ খানের (Sarfaraz Khan) পারফর্ম্যান্স প্রশ্ন তুলেছে টিম ম্যানেজমেন্টের মনে।

Read More: IND vs ENG, 4th Test: শুভমান-জুড়েলের প্রতিরোধের সামনে নতিস্বীকার ইংল্যান্ডের, রাঁচীতে সিরিজ জিতে নিলো ভারত !!

বাদ পড়ার সম্ভাবনা সরফরাজের, বিকল্প দেবদত্ত-

Sarfaraz Khan | IND vs ENG | Image: Getty Images
Sarfaraz Khan | IND vs ENG | Image: Getty Images

ভারতীয় ক্রিকেটের আঙিনায় গত কয়েক মরসুমে অন্যতম চর্চিত নাম সরফরাজ খানের (Sarfaraz Khan)। মুম্বইয়ের তরুণ ঘরোয়া ক্রিকেটে, বিশেষ প্রথম শ্রেণির খেলায় নিয়মিত রানের পাহাড় গড়েছেন। ২০১৯ থেকে ২০২২-টানা চার বছর রঞ্জি ট্রফিতে ১০০’র বেশী গড় রেখে ব্যাটিং করেছেন। এক সময় তাঁর প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যাটিং গড় তাড়া করেছিলো খোদ ডন ব্র্যাডম্যানকে। লাগাতার সফল হলেও জাতীয় দলে ব্রাত্যই থেকে যাচ্ছিলেন তিনি। ২০২২-এর ডিসেম্বরে বাংলাদেশ সফর থেকে তাঁকে সুযোগ দেওয়ার দাবী উঠে এসেছে। কিন্তু টনক নড়ে নি নির্বাচকদের।

অবশেষে ভারত-এ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে শতরান করায় আর তাঁকে বাইরে রাখতে পারেন নি অজিত আগরকাররা। ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে স্কোয়াডের অংশ করা হয় সরফরাজকে। রাজকোটে সিরিজের তৃতীয় টেস্টে অভিষেক হয় তাঁর।অভিষেক টেস্টে নজর কেড়েছিলেন সরফরাজ খান (Sarfaraz Khan)। দুই ইনিংসেই করেছিলেন অর্ধশতক। প্রথম ইনিংসে করেন ৬২ ও দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাট থেকে আসে অপরাজিত ৬৮ রান। রাজকোটের ফর্ম অবশ্য তিনি ধরে রাখতে পারেন নি রাঁচীতে।

প্রথম ইনিংসে স্বভাববিরুদ্ধে মন্থর ক্রিকেট খেলে করেন ১৪ রান। আর দ্বিতীয় ইনিংসে চাপের মুখে ‘গোল্ডেন ডাক’ অর্থাৎ ১ বলে ০ করে ফেরেন সাজঘরে। প্রত্যাশার চাপ কি শেষমেশ অঙ্কুরেই বিনষ্ট করবে সরফরাজের (Sarfaraz Khan) টেস্ট কেরিয়ার? কেরিয়ারের দ্বিতীয় টেস্টে তাঁর ব্যর্থতার পর উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই সিরিজ পকেটে পুরে ফেলেছে ভারত। শোনা যাচ্ছে আগামী ৭ মার্চ থেকে ধর্মশালায় শুরু হতে চলা পঞ্চম টেস্টটিতে একাদশে পরীক্ষানিরীক্ষা করা হতে পারে। সেক্ষেত্রে সরফরাজকে বাদ দিয়ে পাঁচ নম্বরে ব্যাট হাতে পাঠানো হতে পারে কর্ণাটকের দেবদত্ত পাডিক্কালকে।

Also Read: IND vs ENG, 4th Test, Stats Review: ইংল্যান্ডকে ৫ উইকেটে পরাস্ত করে সিরিজ জিতলো টিম ইন্ডিয়া, রাঁচিতে তৈরি হল একঝাঁক নয়া রেকর্ড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *