IND vs ENG: নিউজিল্যান্ডের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও টেস্ট সিরিজে হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে (Team India)। জোড়া ধাক্কা সামলে এবার সাফল্যের সরণিতে ফিরতে মরিয়া দল। লাল বলের ফর্ম্যাট থেকে আপাতত তাদের ফোকাস সরছে সীমিত ওভারের ক্রিকেটে। আগামী ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025)। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) টি-২০ ও ওডিআই সিরিজ খেলবে ‘মেন ইন ব্লু।’ ২২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে কুড়ি-বিশের দ্বৈরথ। চলবে ২ ফেব্রুয়ারি অবধি। এরপর দিনকয়েকের বিরতি। ফের ৬, ৯ ও ১২ ফেব্রুয়ারি রয়েছে তিনটি একদিনের ম্যাচ। ইংল্যান্ড ইতিমধ্যেই স্কোয়াড ঘোষণা করে দিলেও ধীরে চলো নীতি নিয়েছে বিসিসিআই। ওয়ার্কলোড ম্যানেজমেন্টকেই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে গুরুত্ব দিতে চাইছেন অজিত আগরকাররা।
Read More: “দেখব ক’জন রঞ্জি খেলে…” টিম ইন্ডিয়ার তারকাদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন গাওস্কর, কড়া হতে নির্দেশ গম্ভীরকে !!
ফিরছেন হার্দিক, নজর জুনিয়রদের দিকে-
গত নভেম্বরে দক্ষিণ আফ্রিকাগামী বিমানে যাঁরা জায়গা পেয়েছিলেন, ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজেও (IND vs ENG) হয়ত থাকবেন তাঁদের মধ্যে অধিকাংশই, এমনটাই খবর বিসিসিআই সূত্রে। নেতৃত্বে ফিরছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তাঁর অধীনে এখনও পর্যন্ত একটিও টি-২০ সিরিজ হারে নি টিম ইন্ডিয়া। সেই রেকর্ড অক্ষুণ্ণ রাখতে চাইবেন ‘মিস্টার ৩৬০ ডিগ্রী।’ নজর থাকবে তিলক বর্মা (Tilak Varma) ও সঞ্জু স্যামসনের (Sanju Samson) দিকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটি করে শতরান হাঁকিয়েছিলেন দু’জনেই। এই মুহূর্তে টি-২০ বিশ্ব র্যাঙ্কিং-এ তিন নম্বরে রয়েছেন হায়দ্রাবাদের তিলক। ইংল্যান্ডের বিরুদ্ধে বড় রান পেলে র্যাঙ্কিং-এ আরও উপরের দিকে উঠে আসতে পারেন তিনি। টি-২০ সিরিজে জাতীয় দলের জার্সিতে মাঠে নামবেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও (Hardik Pandya)।
দক্ষিণ আফ্রিকায় ফিনিশার হিসেবে নজর কাড়তে পারেন নি রিঙ্কু সিং (Rinku Singh)। দেশের মাঠে ছন্দে ফেরার সুযোগ পাচ্ছেন তিনি। তাঁর কেকেআর সতীর্থ রমনদীপ সিং-কেও (Ramandeep Singh) ফের দেখা যেতে পারে টিম ইন্ডিয়া স্কোয়াডে। ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) অক্ষর প্যাটেল (Axar Patel) ও বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) সামলাতে পারেন ভারতের স্পিন বিভাগ। থাকতে পারেন রবি বিষ্ণোই’ও। এছাড়া পেস বিভাগের নেতৃত্বে থাকতে পারেন আর্শদীপ সিং (Arshdeep Singh)। প্রথম ভারতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-২০তে ১০০ উইকেটের মাইলস্টোন থেকে ঠিক পাঁচ ধাপ দূরে রয়েছেন তিনি। এই সিরিজেই রেকর্ড বইয়ের পাতায় নাম তুলে ফেলতে পারেন তিনি। এছাড়া আবেশ খান, মুকেশ কুমারদের দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। সিডনি টেস্টে ভালো পারফর্ম্যান্সের পর ডাক পেতে পারেন প্রসিদ্ধ কৃষ্ণাও (Prasidh Krishna)।
IND vs ENG সিরিজের সম্পূর্ণ সূচি-
ম্যাচ নং | তারিখ | ভেন্যু | সময় (IST) |
প্রথম টি-২০ ম্যাচ | ২২/০১/২০২৫ | কলকাতা | সন্ধ্যে ৭টা |
দ্বিতীয় টি-২০ ম্যাচ | ২৫/০১/২০২৫ | চেন্নাই | সন্ধ্যে ৭টা |
তৃতীয় টি-২০ ম্যাচ | ২৮/০১/২০২৫ | রাজকোট | সন্ধ্যে ৭টা |
চতুর্থ টি-২০ ম্যাচ | ৩১/০১/২০২৫ | পুণে | সন্ধ্যে ৭টা |
পঞ্চম টি-২০ ম্যাচ | ০২/০২/২০২৫ | মুম্বই | সন্ধ্যে ৭টা |
বাইরেই থাকছেন যশস্বী-বুমরাহ’রা-
অস্ট্রেলিয়ার বিপক্ষে (IND vs AUS) লম্বা সিরিজের পর তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল’কে (Yashasvi Jaiswal) আরও খানিক বিশ্রাম দেওয়া হতে পারে। ইংল্যান্ড সিরিজে (IND vs ENG) তিনি যে খেলবেন না তা এক প্রকার নিশ্চিত। এখনও ওডিআই অভিষেক হয় নি তাঁর। তবে মনে করছেন সাম্প্রতিক ফর্ম মাথায় রেখে চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) স্কোয়াডে রাখা হতে পারে মুম্বইয়ের তরুণকে। গত বছরের টি-২০ বিশ্বকাপের ফাইনালের পর ক্ষুদ্রতম ফর্ম্যাটে একটিও ম্যাচ খেলেন নি জসপ্রীত বুমরাহ’ও (Jasprit Bumrah)। প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা দীর্ঘতর হচ্ছে তাঁর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্ট চলাকালীন পিঠের পেশীতে টান ধরেছিলো তাঁর। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বুমরাহকে সুস্থ করে তুলতে মরিয়া বিসিসিআই ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে রাখবে না তাঁকে। এমনকি একদিনের সিরিজেও সম্ভবত খেলবেন না পেস তারকা।
এক নজরে সম্ভাব্য স্কোয়াড-
সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), রিঙ্কু সিং, রমনদীপ সিং, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, মুকেশ কুমার, আবেশ খান, আর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা।
Also Read: IND vs AUS: বিরাট-রোহিতদের জন্য অর্জিত সম্মান হারালেন সুনীল গাওস্কর, অস্ট্রেলিয়ার মাটিতে হলেন ‘অপমানিত’ !!