IND vs ENG: আশা জাগিয়েও বড় ইনিংস খেলতে ব্যর্থ শুভমান, ফিরলেন শোয়েব বশিরের বলে !! 1

IND vs ENG: রাঁচীর ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে চলছে ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) সিরিজের চতুর্থ টেস্ট। গতকাল দিনের শেষে ৭ উইকেটের বিনিময়ে ইংল্যান্ডের রান ছিলো ৩০২। আজ সকালে তারা থামে ৩৫২ রানে। ভারতীয় ইনিংসের গোড়াতেই উইকেট হারান রোহিত শর্মা। জেমস অ্যান্ডারসনের বলে তিনি ধরা পড়েন উইকেটরক্ষক বেন ফোকসের হাতে। এরপর শুভমান গিল’কে সঙ্গী করে ভারতীয় ইনিংসের ভিত মজবুত করার কাজ চালিয়ে যাচ্ছিলেন যশস্বী জয়সওয়াল। ভালোই এগোচ্ছিলেন দুই তরুণ তুর্কি। জোড়া দ্বিশতকের পর আবারও বড় রানের ইঙ্গিত মিলেছিলো যশস্বীর ব্যাটে। অন্যদিকে রাজকোটের দ্বিতীয় ইনিংসে ৯৪ রান করার পর আবারও অর্ধশতকের দিকে এগোচ্ছিলেন শুভমান গিল’ও। কিন্তু মাইলস্টোন অবধি পৌঁছানো হলো না তাঁর। ফিরতে হলো শোয়েব বশিরের বলে।

Read More: IND vs ENG: “এটাই বোধহয় স্বার্থহীনতা…” ইনিংসের শুরুতেই উইকেট হারিয়ে তুমুল কটাক্ষের মুখে রোহিত শর্মা !!

ইনিংসের ২৫তম ওভারে পাক বংশোদ্ভূত তরুণ স্পিনার শোয়েব বশিরের হাতে বল তুলে দিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ওভারের প্রথম ডেলিভারিতেই সাফল্য এনে দেন তিনি। ফ্লাইটে পরাস্ত করেন শুভমানকে। বশিরের বলটিকে রক্ষণাত্মক ভঙ্গিতেই খেলতে চেয়েছিলেন তিনি। কিন্তু লাইন বুঝতে পারেন নি। পিচে পড়ে তা শুভমানের বাড়িয়ে দেওয়া ব্যাটের পাশ দিয়ে আছড়ে পড়ে তাঁর প্যাডে। ইংল্যান্ড ক্রিকেটারদের আপিলে আঙুল তুলে দেন আম্পায়ার। সিদ্ধান্তে সহমত ছিলেন না শুভমান নিজে। নন-স্ট্রাইকার প্রান্তে থাকা যশস্বী জয়সওয়ালের সাথে আলোচনা করে তিনি ডি আর এস নেওয়ার সিদ্ধান্ত নেন। রিপ্লেতে দেখা যায় বল আঘাত করত শুভমানের লেগ স্টাম্পে। অপরিবর্তিত থাকে আম্পায়ারের সিদ্ধান্ত। উইকেট হারিয়ে সাজঘরে ফিরতে হয় ভারতীয় ব্যাটারকে।

আজ ৬৫ বলে ৩৮ রানে থামলেন শুভমান গিল। মারেন ৬টি চার। চলতি সিরিজে বিশাখাপত্তনম ও রাজকোটে দ্বিতীয় ইনিংসে রান পেলেও প্রথম ইনিংসে তাঁর ব্যর্থতা চলছে লাগাতার। গত বছরের বর্ডার-গাওস্কর ট্রফিতে আহমেদাবাদের মাঠে শুভমানের ১২৮ রানের ইনিংসটির পর এই নিয়ে টানা নয়বার টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে পঞ্চাশ রানের মাইলস্টোন পেরোতে ব্যর্থ হলেন তিনি। এই সময়ে তাঁর রান যথাক্রমে ১৩,৬,১০,২,৩৬,২৩,৩৪,০ ও ৩৮। প্রথম ইনিংসে তাঁর টেস্ট কেরিয়ারে গড় কমে দাঁড়িয়েছে ২৬.৪১।  তরুণ তুর্কির ব্যর্থতা নিঃসন্দেহে চিন্তায় রাখবে টিম ইন্ডিয়ার থিঙ্কট্যাঙ্ককে। জলপানের বিরতির ঠিক আগে ৮৬ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারালো টিম ইন্ডিয়া।

দেখে নিন শুভমানের উইকেট’টি-

Also Read: IND vs ENG: “ও একদম হিন্দি জানে না…”, সরফরাজের স্লেজের মজার জবাব বশিরের, মুহূর্তে ভিডিও হল ভাইরাল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *