IND vs ENG: লিডসের হার সামলে এজবাস্টনে ঘুরে দাঁড়িয়েছিলো ভারতীয় দল। সমতা ফিরিয়েছিলো অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফিতে। কিন্তু লর্ডসে ফের একবার দুর্ভাগ্যের শিকার হলো তারা। চতুর্থ ইনিংসে লক্ষ্য ছিলো ১৯৩। রান তাড়া করতে নেমে ১৭০-এ গুটিয়ে গেলো ‘মেন ইন ব্লু।’ একটা সময় মাত্র ৮২ রানে ৭ উইকেট খুইয়ে বসেছিলেন শুভমান গিল’রা। পঞ্চম দিনে মধ্যাহ্নভোজের বিরতির ঠিক আগে সাজঘরে ফেরেন নীতিশ কুমার রেড্ডিও। এরপর দুই টেল-এন্ডার বুমরাহ ও সিরাজকে নিয়ে মরিয়া লড়াই শুরু করেন রবীন্দ্র জাদেজা। কিন্তু ১৮১ বলে তাঁর ৬১* রানের ইনিংসেও শেষরক্ষা করতে পারলো না ভারত। ২২ রানের ব্যবধানে হেরে ২-১ পিছিয়ে পড়লো তারা। আগামী ২৩ তারিখ থেকে পরবর্তী টেস্ট শুরু হচ্ছে ওল্ড ট্র্যাফোর্ডে। লর্ডসের হারের ধাক্কা আদৌ সামলে উঠতে পারবে ভারতীয় দল? প্রশ্নের উত্তরের খোঁজে সকলে।
Read More: IND vs ENG 3rd Test: লর্ডস টেস্টের জট ছাড়াতে পারলো না ভারত, এই তিন তারকা’র ব্যর্থতাই ডোবালো টিম ইন্ডিয়াকে !!
একাদশে ফের দেখা যাবে রদবদল-

চর্চায় বুমরাহ’র ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। অস্ট্রেলিয়া সফরে টানা পাঁচটি টেস্ট খেলতে গিয়ে চোটের কবলে পড়েছিলেন বিশ্বের সেরা বোলার। সেই ভুল থেকে শিক্ষা নিয়েছে বিসিসিআই। ইংল্যান্ড সফরে (IND vs ENG) পাঁচটি নয় বরং তিনটি ম্যাচে খেলানো হবে তাঁকে, জানিয়ে দিয়েছে তারা। লিডসে মাঠে নেমেছিলেন ডান হাতি ফাস্ট বোলার। এরপর এজবাস্টনে তাঁকে দেখা গিয়েছিলো রিজার্ভ বেঞ্চে। এরপর লর্ডসে বুমরাহ (Jasprit Bumrah) ফিরেছিলেন প্রথম একাদশে। ওল্ড ট্র্যাফোর্ডে হারলে সিরিজ হাতছাড়া হবে ভারতের। তবুও কি ফের বিশ্রাম নেবেন তিনি? নাকি নামবেন মাঠে? প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর গতকাল জানান নি অধিনায়ক শুভমান। কেবল বলেন, “কিছুদিনের মধ্যেই জানতে পারবেন।” যদি বুমরাহ একান্তই না খেলেন তাহলে সাদা জার্সিতে অভিষেক হতে পারে আর্শদীপ সিং-এর। সিরাজ ও আকাশ দীপের সাথে মাঠে নামবেন পাঞ্জাবের বাম হাতি পেসার।
ব্যাট হাতে ভালো ফর্মে রয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। লিডসে করেছিলেন জোড়া শতরান। এজবাস্টনেও একটি অর্ধশতক এসেছিলো তাঁর ব্যাট থেকে। লর্ডসেও প্রথম ইনিংসে করেছেন লড়াকু ৭৪। তা সত্ত্বেও ওল্ড ট্র্যাফোর্ডে অনিশ্চিত তিনি। উইকেটকিপিং করার সময় আঙুলে বল লাগায় চোট পেয়েছেন তিনি। দীর্ঘ সময় দস্তানা হাতে স্টাম্পের পিছনে দাঁড়ান নি ২৭ বর্ষীয় তারকা। ইতিমধ্যেই স্ক্যান হয়েছে তাঁর। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। ওল্ড ট্র্যাফোর্ডে খেলবেন পন্থ? গতকাল খেলা শেষে প্রশ্ন করা হয়েছিলো শুভমানকে (Shubman Gill)। আপাতত আশ্বস্তই করেছেন ভারত অধিনায়ক। দিন আটেক সময় রয়েছে চতুর্থ টেস্টের আগে। তার আগে পন্থ সেরে উঠবেন, আশাবাদী তিনি। কিন্তু যদি তা না হয় সেক্ষেত্রে বিকল্প হিসেবে প্রথম একাদশে জায়গা করে নিতে পারেন ধ্রুব জুরেল।
করুণ অধ্যায়ে ইতি টানবে ভারতীয় দল-

২০১৭ সালের ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজের পর বাদ পড়েছিলেন করুণ নায়ার (Karun Nair)। আট বছরের অপেক্ষার পর প্রত্যাবর্তনের সুযোগ পেয়েছেন কর্ণাটকের ব্যাটার। রঞ্জি ট্রফি, বিজয় হাজারে ট্রফি এমনকি ভারত-এ’র জার্সিতে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে তাঁর পারফর্ম্যান্সের সৌজন্যে করুণকে নিয়ে আকাশছোঁয়া প্রত্যাশা তৈরি হয়েছিলো দেশের ক্রিকেটমহলে। কিন্তু আন্তর্জাতিক আঙিনায় এখনও পর্যন্ত হতাশই করেছেন তিনি। লিডস টেস্টে (IND vs ENG) ছয় নম্বরে ব্যাট করেছিলেন। দুই ইনিংসে করেন যথাক্রমে ০ ও ২০। রানের মুখ দেখেন নি এজবাস্টনেও। তিনে নেমে করেন মাত্র ৩১ ও ২৬। লর্ডসেও দলকে বিশেষ ভরসা যোগাতে পারেন নি। প্রথম ইনিংসে ৪০ ও দ্বিতীয় ইনিংসে ৪ করে ফেরেন সাজঘরে। তাঁকে সম্ভবত আর বয়ে বেড়াবে না টিম ইন্ডিয়া। ওল্ড ট্র্যাফোর্ডে তিন নম্বরে সুযোগ পেতে পারেন অভিমন্যু ঈশ্বরণ।
এক নজরে সম্ভাব্য একাদশ-
যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, অভিমন্যু ঈশ্বরণ, শুভমান গিল (অধিনায়ক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ, আর্শদীপ সিং, মহম্মদ সিরাজ।