ind-vs-ban-rohit-sharma-meets-press

IND vs BAN: আগামী বৃহস্পতিবার চেন্নাইয়ের চেপক স্টেডিয়ামে শুরু হচ্ছে ভারত বনাম বাংলাদেশ (IND vs BAN) টেস্ট ম্যাচ। ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট খেলেছিলো টিম ইন্ডিয়া। বেশ লম্বা সময়ের বিরতির পর লাল বলের ফর্ম্যাটে দেখা যাবে অশ্বিন-জাদেজাদের। এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে রয়েছে টিম ইন্ডিয়া। ফাইনালের টিকিট নিশ্চিত করার জন্য ঘরের মাঠে বাংলাদেশকে হারানো অত্যন্ত জরুরী তাদের। সেই লক্ষ্য সামনে নিয়েই মাঠে নামতে চায় দল। আজ টেস্ট শুরুর ঠিক দুই দিন আগে চেন্নাইতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রোহিত শর্মা। ভবিষ্যৎ পরিকল্পনা, দলগঠন, নতুন কোচিং স্টাফদের সাথে ক্রিকেটারদের মানিয়ে নেওয়ার মত নানান বিষয় নিয়ে অকপটে মুখ খুলেছেন তিনি। একই সাথে টাইগার্সদের বিরুদ্ধে কেমন হতে পারে একাদশ, দিয়েছেন তারও আভাস।

Read More: ভারত ছাড়ছেন উমরান মালিক, আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন এই দলের হয়ে !!

বাংলাদেশকে হাল্কাভাবে নিচ্ছে না ভারত-

IND vs BAN | Image: Getty Images
IND vs BAN | Image: Getty Images

পরিসংখ্যান বলছে যে বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) ১৩টি টেস্ট ম্যাচের মধ্যে ১১টিতেই জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ড্রয়ের সংখ্যা ২, একটি ম্যাচেও হারতে হয় নি। এতটা এগিয়ে থাকার পরেও প্রতিপক্ষকে হাল্কাভাবে নিচ্ছেন না রোহিত শর্মা’রা। নেপথ্যে তাদের সাম্প্রতিক ফর্ম। ভারতে পা দেওয়ার আগে পাকিস্তানকে তাদের ঘরের মাঠে হোয়াইটওয়াশ করে এসেছেন নাজমুল হোসেন শান্ত’রা। তাই সতর্ক ‘মেন ইন ব্লু।’ আজ সাংবাদিক সম্মেলনে রোহিত (Rohit Sharma) জানান, “প্রত্যেকটা ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। কোথায় খেলছি সেটা বিচার্য নয়। আমরা এই টেস্টটা আর পরে সিরিজটাও জিততে চাই।” ক্রিকেটমহলের একটা অংশের তরফ থেকে বাংলাদেশ সিরিজকে আসন্ন অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতির অংশ বলার চেষ্টা চলছিলো। তা নস্যাৎ করেছেন রোহিত। জানান, “বেশী সামনে তাকাতে চাই না। সকলে দলে ফিরেছে। আমরা সিরিজ জিতে মরসুমের শুরুটা ভালো করতে চাই।”

হুঁশিয়ারি দিয়ে রাখলেন প্রতিপক্ষ’কে-

Rohit Sharma | Image: Getty Images
Rohit Sharma | Image: Getty Images

পাকিস্তানকে হারানোর পর ভারতের বিরুদ্ধেও তাঁরা যে সাফল্যের সন্ধানে থাকবেন তা নিজেদের দেশের সংবাদমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (Najmul Hossain Shanto)। সেই নিয়ে প্রশ্ন রাখা হয়েছিলো রোহিতের কাছে। প্রতিপক্ষকে সমীহ করলেও নিজেদের দক্ষতার উপর যে আস্থা রয়েছে তা বুঝিয়ে দিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। ইংল্যান্ড ও বাজবল প্রসঙ্গ টেনে তিনি জানান, “ভারতকে সবাই হারাতে চায়। ওরা সকলে সেটা উপভোগ করে। লেনে দো মজে (ওদের আনন্দ করতে দাও)। আমরা অনেক দলের বিরুদ্ধে খেলেছি। আমরা নিজেদের খেলার উপরেই ফোকাস রাখবো। ইংল্যান্ড যখন এসেছিলো, ওরাও সাংবাদিক সম্মেলনে অনেক কথা বলেছিলো। আমরা তাতে পাত্তা দিই। আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করি। প্রতিপক্ষকে নিয়ে বেশী ভাবি না”

দলগঠনের খুঁটিনাটি সামনে আনলেন হিটম্যান-

Rohit Sharma | Image: Getty Images
Rohit Sharma | Image: Getty Images

দলগঠনের সময় কোন কোচ বিষয়গুলির উপর গুরুত্ব দেওয়া হয়? জানতে চাওয়া হয়েছিলো রোহিতের (Rohit Sharma) কাছে। তিনি বলেন, “কিছু কিছু জিনিস একদম সোজাসাপ্টা হয়, যেগুলো নিয়ে বিশেষ ভাবতে হয় না। আমরা যখন একাদশ বেছে নি তখন খেলোয়াড়রা আগে কি করেছে-রান, উইকেট, অভিজ্ঞতা সবই বিচার করে দেখা হয়। কারও ব্যপারে যেটা আমাদের সঠিক বলে মনে হয়, তা নিয়েই আলোচনা করি আমরা। কিছু কিছু জিনিস একদম আমাদের চোখের সামনেই থাকে। ভারতে শেষ যখন সিরিজ খেলেছিলাম, তখন আমাদের অনেক খেলোয়াড় আহত ছিলেন, তাই মাঠেই নামতে পারেন নি। এখনও চোট-আঘাতের জন্য কেউ কেউ এনসিএ-তে। কিন্তু অধিকাংশ খেলোয়াড় এখানে রয়েছে। আমরা কেমন খেলতে চাই সেই কথা মাথায় রেখে আমাদের একাদশ সাজাতে হবে, কাদের খেলালে জয়ের সেরা সুযোগ পাবো, সেটাও মাথায় রাখতে হবে।”

তরুণদের নিয়ে মুখ খুলেছেন রোহিত-

Rohit Sharma and Sarfaraz Khan | Image: Getty Images
Rohit Sharma and Sarfaraz Khan | Image: Getty Images

এক যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট। ধীরে ধীরে সরে যেতে হচ্ছে সিনিয়রদের। তাঁদের শূন্যস্থান পূরণ করতে উঠে আসছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), ধ্রুব জুড়েল, সরফরাজ খানদের (Sarfaraz Khan) মত তরুণ তুর্কি’রা। আসন্ন বাংলাদেশ সিরিজে কি হবে তাঁদের ভূমিকা? সে নিয়েও নিজের মতামত স্পষ্ট করেছেন ভারত অধিনায়ক। তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, “যশস্বী, জুড়েল টেস্ট ক্রিকেটে নতুন। কিন্তু ব্যাট হাতে কি করতে পারে তা আমরা আগে দেখেছি। দস্তানা হাতে উইকেটের পিছনেও সফল ধ্রুব। ওরা তিন ফর্ম্যাটই খেলতে পারে। পুরোটাই মানসিক দৃঢ়তার ব্যপার। আগের সিরিজটা জয়সওয়ালের জন্য খুব ভালো কেটেছে। জুড়েল’ও চাপের মুখে রান পেয়েছিলো। সরফরাজ ভয়ডরহীন। মাঠের বাইরে কি হচ্ছে তা নিয়ে ভাবে না। ভয়ডরহীন, সাবধানী, দায়িত্বশীল-সব ধরণের খেলোয়াড়’ই প্রয়োজন। সব কিছুর মিশ্রণ থাকা ভালো লক্ষণ।”

রাহুলের পাশেই দাঁড়াচ্ছেন অধিনায়ক-

Rohit Sharma and Sarfaraz Khan | Image: Getty Images
Rohit Sharma and Sarfaraz Khan | Image: Getty Images

ইংল্যান্ডের বিরুদ্ধে চোট পেয়েছিলেন কে এল রাহুল (KL Rahul)। ছিটকে গিয়েছিলেন সিরিজের মাঝপথে। বাংলাদেশের বিপক্ষে (IND vs BAn) ফিরতে চলেছেন তিনি। চেন্নাই টেস্টের আগে সতীর্থের কেরিয়ারের ওঠাপড়া নিয়ে মন্তব্য করেছেন ভারত অধিনায়ক। রোহিত জানান, “কে এল রাহুলের দক্ষতা কোন স্তরের, তা সকলে জানেন। ওর প্রতি আমাদের স্পষ্ট বার্তা যে আমরা চাই ও সব ম্যাচ খেলুক আর নিজের স্রাটা বের করে আনুক। ওর থেকে আমরা কি চাই তা সোজাসুজি ওকে জানানো অত্যন্ত জরুরী। প্রত্যাবর্তনের পর থেকে ও ভালো খেলেছে-দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান করেছে। দুর্ভাগ্যবশত হায়দ্রাবাদে আহত হওয়ার পর আর খেলে নি। টেস্ট ক্রিকেটে ওর সাফল্য না পাওয়ার কোনো কারণ আমি অন্তত দেখছি না। সুযোগ রয়েছে। ওকেই বুঝতে হবে কি করে কেরিয়ার’কে এগিয়ে নিয়ে যাবে।”

প্রথম টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ-

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কে এল রাহুল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রণ অশ্বিন, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।

Also Read: IND vs BAN 1st Test: বৃষ্টির চোখরাঙানিতে থমকে যাবে টেস্ট? কেমন থাকবে চেন্নাইয়ের আবহাওয়া? জানুন এক ক্লিকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *