IND vs BAN: চেন্নাইতে বাংলাদেশের বিরুদ্ধে দাপুটে জয় পেয়েছে টিম ইন্ডিয়া (IND vs BAN)। ২৮০ রানের ব্যবধানে প্রতিপক্ষকে রীতিমত গুঁড়িয়ে দিয়েছে রোহিত শর্মা’র দল। দিনকয়েক আগে পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসের শিখরে ছিলেন টাইগাররা। তাদের গতিরোধ করে ভারত বুঝিয়ে দিয়েছে যে উপমহাদেশীয় ক্রিকেটের সেরা দল তারাই। চেপকের সাফল্যর পর ইতিমধ্যেই কানপুরের দ্বিতীয় টেস্টে ফোকাস করছে দল। গতকাল অপরিবর্তিত স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। ছক সাজানো শুরু করে দিয়েছে টিম ম্যানেজমেন্ট’ও। সূত্র মারফৎ খবর মিলেছে যে প্রথম একাদশে কিছু রদবদল চোখে পড়তে পারে। মিডল অর্ডারে জায়গা করে নিতে পারেন সরফরাজ খান (Sarfaraz Khan)। এছাড়াও ওয়ার্কলোড ম্যানেজের উদ্দেশ্যে বিশ্রাম পেতে পারেন পেসার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)।
Read More: পৃথ্বী শ নয়, এই ক্রিকেটার হবেন টিম ইন্ডিয়ার পরবর্তী শচীন তেন্ডুলকর !!
বিশ্রাম পেতে পারেন জসপ্রীত বুমরাহ-
চেন্নাইতে বল হাতে দুর্দান্ত ছন্দে ছিলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। বিশেষ করে প্রথম ইনিংসে বাংলাদেশী ব্যাটারদের বেশ চাপে রাখতে দেখা গিয়েছিলো তাঁকে। শুরুতেই যেভাবে পরিকল্পনা সাজিয়ে ফেরান জাকির হাসানকে, তাকে কুর্নিশ করতে বাধ্য হয়েছে ক্রিকেটদুনিয়া। বাম হাতি ওপেনারকে পরপর কয়েকটি আউটস্যুইং ডেলিভারি করেন তিনি। এরপর তাঁর চকিতে ভেতরের দিকে আসা ডেলিভারি বুঝতেই পারেন নি জাকির (Zakir Hasan)। চেয়েছিলেন লিভ করতে। তাঁকে প্রায় দাঁড় করিয়ে রেখে অফ স্টাম্পের বেল ছিটকে দেয় বুমরাহ’র ডেলিভারি। এরপর তিনি আউট করেন মুশফিকুর রহিম, হাসান মাহমুদ ও তাস্কিন আহমেদকেও। ৪ উইকেট তুলে নিয়ে নতুন নজির গড়েন বুমরাহ। ষষ্ঠ ভারতীয় পেসার ও দশম ভারতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ বা তার বেশী উইকেটের মালিক হন তিনি।
এর আগে চোট-আঘাত মাঝেমধ্যেই ভুগিয়েছে জসপ্রীত বুমরাহ’কে (Jasprit Bumrah)। ২০২২-এর ইংল্যান্ড সফর চলাকালীন পিঠে স্ট্রেস ফ্র্যাকচার হয়েছিলো তাঁর। সেই সমস্যা প্রায় এক বছরেরও বেশী সময় মাঠের বাইরে রেখেছিলো ভারতীয় পেসারকে। গোটা ঘটনা থেকে শিক্ষা নিয়েছে বিসিসিআই। দেশের সেরা পেস অস্ত্রকে তরতাজা রাখতে হলে তাঁর ওয়ার্কলোড যে ম্যানেজ করতে হবে সে বিষয়ে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে টিম ম্যানেজমেন্ট’কে। সামনে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে মোট ৭টি টেস্ট রয়েছে। সেখানে প্রয়োজন পড়বে বুমরাহ’র। তাই বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) চেন্নাইয়ের চমৎকার পারফর্ম্যান্সের পর কানপুরে সিরিজের দ্বিতীয় এবং অন্তিম টেস্টে বিশ্রাম দেওয়া হতে পারে তাঁকে। এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধেও সিরিজের মাঝপথে বিশ্রাম দেওয়া হয়েছিলো তাঁকে। ঘটতে চলেছে তারই পুনরাবৃত্তি।
অভিষেক হতে পারে যশ দয়ালের-
বুমরাহ’কে (Jasprit Bumrah) বিশ্রাম দেওয়া হলে তাঁর পরিবর্ত হিসেবে কে মাঠে নামবেন তা নিয়ে রয়েছে প্রশ্ন। বিশেষজ্ঞদের মতে পুরো ব্যপারটাই নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের পরিকল্পনার উপর। যদি চেন্নাইয়ের মত কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামেও তিন পেসারের ফর্মূলা নিয়ে নামতে চান কোচ গম্ভীর তাহলে আকাশ দীপ, মহম্মদ সিরাজের সঙ্গী হবেন যশ দয়াল। বাম হাতি মিডিয়াম পেসার যশ (Yash Dayal), ঘরোয়া ক্রিকেট খেলেন উত্তরপ্রদেশের হয়ে। ইতিমধ্যে ২৪ ম্যাচে ৭৬ উইকেটও নিয়েছেন তিনি। লিস্ট-এ’তে ২০ ম্যাচে রয়েছে ৩২ উইকেট। যদি তাঁকে রাখা হয় প্রথম একাদশে তাহলে ঘরের মাঠেই অভিষেক হতে পারে তাঁর। পক্ষান্তরে যদি দুই পেসার ও তিন স্পিনারের ফর্মূলা নেয় টিম ইন্ডিয়া, তখন রবিচন্দ্রণ অশ্বিন ও রবীন্দ্র জাদেজার সাথে দেখা যেতে পারে কুলদীপ যাদব’কে। ‘ঘরের মাঠে’ খেলার হাতছানি রয়েছে চায়নাম্যান বোলারের সামনেও।