IND vs BAN: কানপুরে আজ থেকে শুরু হয়েছে ভারত বনাম বাংলাদেশ (IND vs BAN) দ্বিতীয় টেস্ট ম্যাচ। চেন্নাইতে দুর্দান্ত জয় ছিনিয়ে নেওয়ার পর টাইগারবাহিনীকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে টিম ইন্ডিয়া। গ্রিনপার্ক স্টেডিয়ামে জিতলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দিকে একধাপ এগিয়ে যেতে পারবেন কোহলি-রোহিতরা। অন্যদিকে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টায় বাংলাদেশ। ধুন্ধুমার ক্রিকেটের প্রত্যাশা করেছিলেন অনুরাগীরা। কিন্তু যাবতীয় উদ্যমে জল ঢাললো বৃষ্টি। টস হতেই দেরী হলো এক ঘন্টা। এরপর ম্যাচ শুরু হলেও দফায় দফায় বাধা হয়ে দাঁড়ায় আবহাওয়া। নির্ধারিত ৯০ ওভার নয়, বরং সারা দিনে খেলা এগিয়েছে মাত্র ৩৫ ওভার। দিনের শেষে ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১০৭।
Read More: IPL 2025: চরম সিদ্ধান্ত নিচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, বাতিলের খাতায় দুই মহাতারকা !!
বুমরাহ’র অ্যাকশন নকল বিরাট-জাড্ডু’র-
এই মুহূর্তে টিম ইন্ডিয়া তথা গোটা বিশ্বের সেরা ফাস্ট বোলার নিঃসন্দেহে জসপ্রীত বুমরাহ। টেস্ট, একদিনের ম্যাচ হোক বা টি-২০, গতি ও নিয়ন্ত্রণে বুমরাহ’র মত নিখুঁত হয়ত কেউই নেই। অনবদ্য ধারাবাহিকতা দেখিয়ে বিশেষজ্ঞ থেকে সাধারণ সমর্থক-সকলেরই পছন্দের তালিকায় শীর্ষস্থানে জায়গা করে নিয়েছেন তিনি। সাফল্যের পরেও বিনয় ভোলেন নি তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে উঠতি ক্রিকেটারদের তিনি বলেন, “আমি যখন ছোট ছিলাম তখন ফাস্ট বোলিং ভালোবাসতাম। টিভি দেখেই শিখেছি। আজ যখন দেখি অনেকে আমার অ্যাকশন নকল করার চেষ্টা করছে, তখন আমি তা না করারই পরামর্শ দিই। কিন্তু যা হওয়ার সেটা হয়ই। আপনি কিছু একটা থেকে অনুপ্রাণিত হয়ে সেটা থেকেই নিজের পথটা খুঁজে নেন। আমি (মনে) দাগ কাটতে পেরেছি, এতেই আমি খুশি।”
উঠতি ক্রিকেটারদের বোলিং অ্যাকশন নকল করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন বটে বুমরাহ, কিন্তু টিম ইন্ডিয়ার অন্দরেই এবার দেখা গেলো দুই নকলনবিস’কে। তাঁরা-বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা। ম্যাচ শুরুর আগে তখন ওয়ার্ম আপ করছিলেন ক্রিকেটাররা। বুমরাহ’র সাথেই ছিলেন বিরাট ও জাদেজা। দুজনকেই দেখা গেলো তারকা পেসারের রান-আপ ও বোলিং অ্যাকশনের নকল করতে। খানিক দূরে দাঁড়িয়ে ছিলেন নবনিযুক্ত সহকারী কোচ রায়ান টেন দুশখাতে। নেদারল্যান্ডসের প্রাক্তনী হেসে ফেলেন তাঁদের কাণ্ডে। হাসি ঝিলিক দিচ্ছিলো তিন ভারতীয় ক্রিকেটারের মুখেও। মেঘলা দিনে, নিস্তরঙ্গ ক্রিকেটার মাঝে কানপুরের মাঠে উপস্থিত হাজারখানেক দর্শককে বিনোদন যুগিয়েছে এই ঘটনা। ভিডিও’ও পোস্ট হয়েছে সোশ্যাল মিডিয়াতে। ঝড়ের গতিতে হচ্ছে শেয়ার।
দেখে নিন সেই ভিডিও-
• @fairytaledustt_ pic.twitter.com/M0HPsBuVXL
— V. (@was_fairytale) September 27, 2024
প্রথম দিনে ভিলেন হলো বৃষ্টি-
বৃষ্টি যে বাধা হয়ে দাঁড়াবে তার পূর্বাভাস ছিলোই। শেষমেশ সত্যি হয়ে দাঁড়ালো সেই আশঙ্কাই। আউটফিল্ড ভিজে থাকার কারণে ম্যাচ শুরু হতে দেরো হয় আজ। টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। প্রথম উইকেটের জন্য অপেক্ষা করতে হয় ৯ ওভার অবধি। যশস্বী জয়সওয়ালের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন জাকির হাসান (Zakir Hasan)। ২৪ বল খেলে তাঁর ঝুলি আজ শূন্য। সাফল্য পান বাংলার পেসার আকাশ দীপ (Akash Deep)। এরপর তিনি ফেরান সাদমান ইসলামকেও। লেগ বিফোর হয়ে ফেরেন দ্বিতীয় বাংলাদেশী ওপেনার। মধ্যাহ্নভোজের বিরতিতে টাইগারদের স্কোর ছিলো দুই উইকেটে ৭২। দ্বিতীয় সেশনে অশ্বিনের শিকার হয়ে ফেরেন নাজমুল হোসেন শান্ত। অধিনায়ক মাঠ ছাড়ার পর লড়াই চালিয়ে যান মোমিনুল হক। দিনের শেষে তিনি অপরাজিত ৪০ রানে। অন্য প্রান্তে রয়েছেন মুশফিকুর রহিম। তাঁর ঝুলিতে ৬।
Also Read: IND vs BAN 2nd Test: বৃষ্টিভেজা কানপুরে বাধার মুখে ক্রিকেট, দিনের শেষে বাংলাদেশের স্কোরবোর্ডে ১০৭ রান !!