ind-vs-ban-2024-2nd-test-probable-xi
IND vs BAN | Image: Getty Images

IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) প্রথম টেস্টে দুর্ধর্ষ পারফর্ম্যান্স ভারতের। প্রথম দিনের শুরুতে খানিক ধাক্কা খেতে হলেও দারুণ ভাবে সামলে নিয়েছিলো টিম ইন্ডিয়া (Team India)। এরপর প্রতিপক্ষকে আর মাথা তোলার সময়টুকুও দেন নি অশ্বিন-পন্থ’রা। চতুর্থ দিনের প্রথম সেশনেই যবনিকা পড়লো ম্যাচে। বাংলাদেশের সামনে লক্ষ্য ছিলো ৫১৫ রান। মাত্র ২৩৪-এ গুটিয়ে গেলো তারা। নাজমুল হোসেন শান্ত’র (Najmul Hossain Shanto) দলকে ২৮০ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে ‘মেন ইন ব্লু।’ সাফল্যের পরও ফোকাস হারাতে চাইছে না দল। দ্বিতীয় টেস্টের জন্য প্রথম ম্যাচের স্কোয়াড’ই ধরে রাখা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচকেরা। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে আগামী ২৬ তারিখ নামার আগে হয়ত কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে কোচ গম্ভীরকে। আগামীর কথা ভেবে একাদশে আনতে হবে কিছু রদবদল।

Read More: IND vs BAN: চলতি টেস্টে বড় সিদ্ধান্ত নিলো BCCI, রোহিত শর্মাকে সরিয়ে এই খেলোয়াড়কে দেওয়া হলো অধিনায়কত্ব !!

কোহলি ও কে এল রাহুলের খেলা নিয়ে সংশয়-

Virat Kohli and KL Rahul | IND vs BAN | Image: Getty Images
Virat Kohli and KL Rahul | Image: Getty Images

বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাইতে সহজ জয় পেয়েছে ভারত। তবুও টপ-অর্ডার নিয়ে চিন্তা রয়েই গিয়েছে টিম ম্যানেজমেন্টের। প্রথম ইনিংসে হাসান মাহমুদের (Hasan Mahmud) স্যুইং-এ নাস্তানাবুদ হয়েছিলেন রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলিরা। অধিনায়ক রোহিত ফেরেন ৬ করে, কোহলির ব্যাট থেকেও আসে ৬ রান। খাতাই খুলতে পারেন নি শুভমান (Shubman Gill)। দ্বিতীয় ইনিংসে বিরাট-রোহিত রান না পেলেও অবশ্য পাঞ্জাবের তরুণ ব্যাট হাতে ঘুরে দাঁড়িয়েছেন। খেলেছেন অনবদ্য ১১৯ রানের ইনিংস। কানপুরে তাঁর মাঠে নামা নিয়ে কোনো সন্দেহ আপাতত নেই। অধিনায়ক হওয়ার সুবিধা হয়ত পেতে চলেছেন রোহিত শর্মা’ও (Rohit Sharma)। জায়গা হারাচ্ছেন না তিনি। একাদশের বাইরে রাখা হতে পারে বিরাট কোহলি’কে। দ্বিতীয় ইনিংসে ১৭ রান করে ফিরেছেন তিনি। রিভিউ না নেওয়ার মত ভুল’ও করতে দেখা গিয়েছে তাঁকে। নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে বিশ্রাম পেতে পারেন তিনি।

কে এল রাহুলের (KL Rahul) খেলা নিয়েও থাকছে সংশয়। প্রথম ইনিংসে ১৬ এবং দ্বিতীয় ইনিংসে তিনি করেছেন ২২ রান। নিউজিল্যান্ডের মত কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামার আগে একমাত্র কানপুর টেস্টেই যাবতীয় পারমুটেশন-কম্বিনেশন পরখ করে দেখার সুযোগ থাকছে কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) কাছে। সেই কারণেই রাহুলকে বাদ দিয়ে তিনি সরফরাজ খান’কে পাঁচ নম্বরে ব্যাটিং-এর জন্য বেছে নিতে পারেন। কানপুর টেস্ট বড়সড় পরীক্ষা হতে পারে মুম্বইয়ের তরুণের জন্য। ভালো পারফর্ম করতে পারলে কেবল নিউজিল্যান্ড নয়, সাথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার ছাড়পত্র’ও মিলতে পারে। একইভাবে চার নম্বরে বিরাট কোহলি’র (Virat Kohli) বদলি হিসেবে ব্যাট হাতে দেখা যেতে পারে তরুণ ধ্রুব জুড়েল’কে। উত্তরপ্রদেশের হয়েই ঘরোয়া ক্রিকেট খেলেন তিনি। কানপুরের চেনা মাঠে জাত চেনানোর প্রয়াস থাকবে তাঁর’ও।

বিশ্রামে বুমরাহ, বোলিং কম্বিনেশন নিয়ে রয়েছে প্রশ্ন-

Jasprit Bumrah | IND vs BAN | Image: Getty Images
Jasprit Bumrah | Image: Getty Images

জসপ্রীত বুমরাহ’কে (Jasprit Bumrah) যে পর্যাপ্ত বিশ্রাম দেওয়া হবে তা স্পষ্ট করে দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাই টেস্টে তিনি খেলেছে। দুর্ধর্ষ বোলিং-ও করেছেন। প্রথম ইনিংসে ৪টি ও দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ১টি উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক’ও স্পর্শ করেছেন দেশের এক নম্বর পেসার। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সিরিজে তাঁকে তরতাজা রাখতে কানপুর টেস্টে বিশ্রাম দেওয়া হতে পারে বুমরাহ’কে। বদলে বোলিং কম্বিনেশন ক হতে পারে তা নিয়ে রয়েছে আগ্রহ। যদি তিন পেসারের ফর্মূলাতে অনড় থাকেন কোচ গম্ভীর, সেক্ষেত্রে মহম্মদ সিরাজ ও আকাশ দীপের (Akash Deep) সাথে দেখা যাবে যশ দয়াল’কে (Yash Dayal)। উত্তরপ্রদেশের ক্রিকেটারের টেস্ট অভিষেক হতে পারে ঘরের মাঠে। আর যদি তিন স্পিনার নিয়ে মাঠে নামতে চায় দল সেক্ষেত্রে অশ্বিন-জাদেজার সঙ্গী হবেন কুলদীপ যাদব। কানপুর তাঁরও ঘরের মাঠ।

দ্বিতীয় টেস্টের জন্য ভারতের সম্ভাব্য একাদশ-

রোহিত শর্মা (অধিনায়ক),যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, ধ্রুব জুড়েল, সরফরাজ খান, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রণ অশ্বিন, আকাশ দীপ, মহম্মদ সিরাজ,যশ দয়াল।

Also Read: IND vs BAN 1st Test: বাংলাদেশকে ‘নাগিন’ খোঁচা বিরাট কোহলি’র, ভারতীয় তারকার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *