টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর মরণ-বাঁচন লড়াইয়ে আজ মুখোমুখি হয়েছে ভারত এবং অস্ট্রেলিয়া (IND vs AUS)। সেমিফাইনালে যোগ্যতা অর্জন করতে দুই দলের কাছেই আজকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ম্যাচটি হল প্রাক সেমি ফাইনাল। চলতি বিশ্বকাপে দুই দল দুর্দান্ত ছন্দে রয়েছে, এখনো পর্যন্ত দক্ষিণ আফ্রিকার পর দ্বিতীয় দল হিসেবে ভারতীয় দল অপরাজিত রয়েছে। অন্যদিকে অস্ট্রেলিয়া দলের কথা বলতে গেলে গতকাল তারা আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের মঞ্চে পরাজিত হয়ে ক্রিকেট ইতিহাসের অন্যতম একটি বড় অঘটন ঘটিয়ে ফেলল।
আজকের ম্যাচের কথা বলতে গেলে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া দলের অধিনায়ক মিচেল মার্স (Mitchell Marsh)। ভারতীয় দলের সূচনা টা একেবারেই ছিল সাধারণ, মিচেল স্টার্কের প্রথম ওভারে কেবলমাত্র ৫ রান তুলতে সক্ষম হন রোহিত শর্মা (Rohit Sharma) এরপর দ্বিতীয় ওভারে বিরাট কোহলির (Virat Kohli) বড় উইকেটটি তুলে নেন যশ হ্যাজেলউড। বিরাট আউট হলেও পিছুপা হননি রোহিত শর্মা (Rohit Sharma)। আক্রমণাত্মক শর্ট খেলে অস্ট্রেলিয়ানদের ব্যাকফুটে ফেলে দেন হিটম্যান, মিচেল স্টার্কের ওভারে ২৯ রান হাঁকান রোহিত শর্মা, এটি স্টার্কের ক্যারিয়ারে সবথেকে লজ্জাজনক ওভার। এরপর ব্যাট থামার নামই নিচ্ছিল না রোহিতের। পাওয়ারপ্লের ভিতরে নিজের অর্ধশতরান পূর্ণ করেন রোহিত। কেবলমাত্র ১৯ বলে পঞ্চাশ রানের বিধ্বংসী ইনিংস খেলে ফেলেন তিনি।
Read More: IND vs AUS: “এ তো পুরোই আগুন…” বিধ্বংসী ইনিংস রোহিত শর্মা’র, উদ্বেল সমাজমাধ্যম !!
২০৫’রানে শেষ হলো ভারতীয় দলের ব্যাটিং
পাওয়ার প্লের ভিতর ভারতীয় দল ৬০ রান তুলে ফেলে এখানে ৯৫ ভাগ রান রোহিতের ব্যাট থেকে এসেছিল। পাওয়ার প্লে মিটে গেলেই হাত খুলতে থাকেন পন্থ, তবে আজকের ম্যাচে খুব একটা ছন্দে দেখা যায়নি তাকে। ১৪ বলে ১৫ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় পন্থকে। অন্যদিকে আক্রমণ জারি রেখেছিলেন অধিনায়ক রোহিত শর্মা, তবে মিছিল স্টার্কের একটি দুরন্ত ইয়র্করে প্যাভিলিয়নে ফিরতে হয় অধিনায়ক রোহিত শর্মাকে। ৪১ টি বল খেলে সাতটি চার এবং আটটি লম্বা লম্বা ছক্কা হাঁকিয়ে প্যাভিলিয়নে ফেরেন রোহিত। অস্ট্রেলিয়ান দের বিরুদ্ধে ৯২ রানের বিধ্বংস ইনিংস খেললেন হিটম্যান।
এছাড়া টি-টোয়েন্টি স্পেশালিস্ট সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) ব্যাট থেকে এসেছে ১৬ বলে ৩১ রান। এছাড়া ২২ বলে ২৮ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন শিবম দুবে (Shivam Dube)। শেষের দিকে হার্দিক-জাদেজার জুটিতে টিম ইন্ডিয়া ২০৫ রান করে ফেলে। অস্ট্রেলিয়ার হয়ে ২ উইকেট নেন মিচেল স্টার্ক ও মার্কাস স্টয়নিস, এছাড়া একটি করে উইকেট নিতে সক্ষম হয়েছেন জশ হ্যাজেলউড।