IND vs AUS: তিন টেস্টের পর বর্ডার-গাওস্কর ট্রফির (BGT) ফলাফল ১-১। পার্থ-এ জিতে দৌড় শুরু করেছিলো ভারত। অ্যাডিলেডে প্রত্যাঘাত করেছে অজিরা। ব্রিসবেনের তৃতীয় টেস্টে মেন ইন ব্লু সঙ্কটের সম্মুখীন হলেও ত্রাতা হয়ে দেখা দিয়েছে প্রকৃতি। বৃষ্টিতে কার্যত ভেসে গিয়েছে ম্যাচ। ড্র হয়েছে খেলা। নতুন উদ্যম নিয়ে মেলবোর্নের মাঠে চতুর্থ টেস্টের জন্য নামতে চলেছে দুই শিবিরই। আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলা বক্সিং ডে টেস্ট নিয়ে উত্তেজনা তুঙ্গে। ২০২০-২১ সালে শেষবার যখন ভারত এসেছিলো অস্ট্রেলিয়া সফরে (IND vs AUS), তখন এই মেলবোর্ন থেকেই ঘুরে দাঁড়িয়েছিলো তারা। অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) শতরান ব্যবধান হয়ে দাঁড়িয়েছিলো দুই দলের মধ্যে। এবার রাহানে ভারতীয় স্কোয়াডের অংশ নন, কিন্তু তা সত্ত্বেও পরিসংখ্যান বিশ্লেষণ করে বিশেষজ্ঞদের ধারণা যে এগিয়ে ভারতই।
এইবারের সফরে টিম ইন্ডিয়ার সেরা পারফর্মার নিঃসন্দেহে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। কোনো বিদেশী পেসার কবে শেষবার অস্ট্রেলিয়ার মাটিতে ব্যাগি গ্রিন বাহিনীর উপর এতটা দাপট দেখিয়েছেন তা মনে করতে পারছেন না কেউই। চলতি সিরিজে তিনটি টেস্টে বুমরাহ নিয়েছেন ২১টি উইকেট। বোলিং গড় মাত্র ১০.৯০। কপিল দেব’কে টপকে অস্ট্রেলিয়ার মাটিতে সফলতম ভারতীয় বোলার হিসেবেও শীর্ষস্থান দখল করে নিয়েছেন তিনি। হরিয়ানা হারিকেনের উইকেট সংখ্যা ছিলো ৫১। বর্তমানে ক্যাঙারুর দেশে জসপ্রীত বুমরাহ’র উইকেট সংখ্যা ৫৩। টেস্ট কেরিয়ারে ৪৩ টেস্টে ১৯৪ উইকেট রয়েছে ডান হাতি ফাস্ট বোলারের। ঐতিহাসিক মেলবোর্নেই ২০০ উইকেটের মাইলস্টোন ছুঁতে চাইবেন তিনি। বুমরাহ জ্বলে উঠলে নিঃসন্দেহে স্বস্তিতে থাকবে ভারত। এছাড়াও তাদের হয়ে ম্যাচ উইনার হতে পারেন নিম্নলিখিত তিন খেলোয়াড়।
Read More: “আমার অনুমতি নিয়েছেন?…” রাগে অগ্নিশর্মা বিরাট কোহলি, একহাত নিলেন অস্ট্রেলীয় সাংবাদিককে !!
কে এল রাহুল-
দেশের মাটিতে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে (IND vs NZ) ব্যর্থতার পর জাতীয় দলে কে এল রাহুলের সুযোগ পাওয়া আদৌ উচিৎ কিনা তা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছিলো। কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে আপাতত সফলতম ভারতীয় ব্যাটার তিনিই। রোহিত শর্মা (Rohit Sharma) পার্থ-এ না খেলায় ওপেনিং-এ সুযোগ পেয়েছিলেন তিনি। দুই হাতে আঁকড়ে ধরেছেন তা। অপটাস স্টেডিয়ামে তাঁর ৭০ রানের অনবদ্য ইনিংসের পর রাহুলকেই (KL Rahul) ওপেনিং স্লট ছেড়ে দিয়েছেন অধিনায়ক রোহিত। নিজে নেমে গিয়েছেন মিডল অর্ডারে। দলের আস্থার দামও দিয়েছেন কর্ণাটকের ক্রিকেটার। গাব্বাতে চরম বিপর্যয়ের মুখ থেকে দলকে কার্যত উদ্ধার করেছেন তিনি। খেলেছেন ৮৪ রানের লড়াকু ইনিংস। চলতি সিরিজে (IND vs AUS) ৪৭ গড়ে তাঁর সংগ্রহ ২৩৫ রান। সেই পরিসংখ্যানকে মেলবোর্নে আরও উন্নত করতে চাইবেন তিনি।
বিরাট কোহলি-
চলতি ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) সিরিজে এখনও পর্যন্ত সেরা ছন্দ খুঁজে পান নি বিরাট কোহলি (Virat Kohli)। পার্থে একটি শতক ছাড়া অন্য সব ক’টি ইনিংসে অফস্টাম্পের বল তাড়া করতে গিয়ে উইকেট ছুঁড়ে আসতে দেখা গিয়েছে তাঁকে। মেলবোর্নের পয়া বাইশ গজে বদলে যেতে পারেন তিনিও। ঐতিহাসিক এমসিজিতে তিন ফর্ম্যাটেই অনবদ্য সব ইনিংস রয়েছে ভারতীয় মহাতারকার। ২০১৪ সালে ১৬৯ রানের একটি চমৎকার টেস্ট ইনিংস খেলেছেন, ২০১৬ সালে এই মাঠেই অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের ক্রিকেটে করেন ১১৭ রান। ‘আইকনিক’ ইনিংসের তালিকায় রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে এই মাঠে খেলা ৮২* রানের ইনিংসটিও। পুরনো পারফর্ম্যান্সের পুনরাবৃত্তি এবারও ব্যাট হাতে যদি করতে পারেন, তাহলে চিন্তামুক্ত থাকতে পারবে টিম ইন্ডিয়া। বিদেশের মাঠে ‘কিং’ কোহলির ব্যাটে ভর দিয়েই আসতে পারে জয়।
মহম্মদ সিরাজ-
বক্সিং ডে টেস্টে টিম ইন্ডিয়ার তুরুপের তাস হয়ে উঠতে পারেন মহম্মদ সিরাজ’ও (Mohammed Siraj)। চলতি সিরিজে (IND vs AUS) এখনও অবধি ভারতের দ্বিতীয় সফলতম বোলার তিনি। ২৩.৯২ গড়ে নিয়েছেন ১৩ উইকেট। বুমরাহ বিক্রমে সিরাজের পরিসংখ্যান খানিক ফিকে লাগছে ঠিকই কিন্তু দলের জন্য তাঁর দায়বদ্ধতা প্রশ্নাতীত। ট্র্যাভিস হেডের সাথে তাঁর দ্বৈরথ নজর কেড়েছে। মেলবোর্ন পছন্দের মাঠ তাঁরও। ২০২০ সালে ঐতিহাসিক এমসিজি’তেই প্রথমবার লাল বলের ক্রিকেটের দেশের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন তিনি। অভিষেক ম্যাচেই প্রথম ইনিংসে দুটি ও দ্বিতীয় ইনিংসে ৩টি উইকেট নিয়েছিলেন। আগামী সপ্তাহে মাঠে নামার আগে পুরনো স্মৃতি নিশ্চয়ই রোমন্থন করবেন তিনি। গত সফরের ছন্দে যদি ফিরতে পারেন বল হাতে, তাহলে আরও একবার অস্ট্রেলিয়ার বিপক্ষে মিয়াঁ ম্যাজিক দেখা যেতেই পারে।