ind-vs-aus-siraj-head-to-be-punished

IND vs AUS: অ্যাডিলেডে অটুট রইলো অস্ট্রেলীয় দুর্গ। পিঙ্ক বল টেস্টে (IND vs AUS) ভারতকে ১০ উইকেটে হারিয়ে দিলেন প্যাট কামিন্সরা। টস জয়ী টিম ইন্ডিয়া প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো। মেঘলা আবহাওয়ায় জ্বলে ওঠেন মিচেল স্টার্ক। তাঁর গতি ও স্যুইং সামলাতে সমস্যায় পড়েছিলো ‘মেন ইন ব্লু।’ ১৮০ রানে গুটিয়ে যায় ইনিংস। জবাবে লাবুশেনের অর্ধশতক ও হেডের (Travis Head) শতরানে ভর করে ৩৩৭ রান তুলে ফেলেছিলো ব্যাগি গ্রিন বাহিনী। প্রথম ইনিংসে ১৫৭ রানে পিছিয়ে পড়া ভারতের জন্য লড়াইটা এমনিতেই বেশ কঠিন ছিলো। দ্বিতীয় ইনিংসে ফের ব্যাটিং ব্যর্থতা অন্ধকারে ডোবায় দল’কে। তৃতীয় দিনের সকালে মাত্র ১৯ রানের লক্ষ্যমাত্রা প্রতিপক্ষের সামনে রাখতে পেরেছিলো ভারত। সহজেই তা পেরিয়ে যান ম্যাকস্যুইনি ও খোয়াজা। একপেশে টেস্টের উত্তাপ বাড়ালো সিরাজ-হেডের দ্বন্দ্ব।

Read More: IND vs AUS: “কামিন্সের থেকে অধিনায়কত্ব শিখুক রোহিত…” প্রাক্তন ছাত্রকে নিশানা করলেন রবি শাস্ত্রী !!

বড় বিতর্কে জড়িয়েছিলেন সিরাজ ও হেড-

Mohammed Siraj and Travis Head | IND vs AUS | Image: Getty Images
Mohammed Siraj and Travis Head | IND vs AUS | Image: Getty Images

অ্যাডিলেডে ভারত-অস্ট্রেলিয়া (IND vs AUS) টেস্টের দ্বিতীয় দিন ব্যাট হাতে অনবদ্য পারফর্ম্যান্স করেন ট্র্যাভিস হেড (Travis Head)। চার-ছক্কার প্রদর্শনী সাজিয়ে ১৪১ বলে তিনি করেন ১৪০ রান। দুর্দান্ত এক ইয়র্কারে শেষমেশ তাঁকে আউট করেন মহম্মদ সিরাজ। বিতর্কের সূত্রপাত এর পরেই। উইকেটের আনন্দে সেলিব্রেশনে মেতেছিলেন ভারতীয় পেসার। তাঁকে উদ্দেশ্য করে কিছু বলেন হেড। এর পরেই মেজাজ হারাতে দেখা যায় সিরাজকে (Mohammed Siraj)। তিনিও পাল্টা দেন। হাতের ইঙ্গিতে মাঠ ছাড়তে বলেন অস্ট্রেলীয় তারকাকে। দুই ক্রিকেটারের এই বাগ্‌যুদ্ধে উত্তাপ বাড়ে বর্ডার-গাওস্কার ট্রফির। বিতর্ক বাড়ে হেডের সাংবাদিক সম্মেলনের পর। তিনি সিরাজের দিকে আঙুল তুলে বলেন, “আমি তো কেবল ‘ওয়েল বোল্ড’ বলেছিলাম। বুঝতে না পেরে ও’ই অমন প্রতিক্রিয়া দিয়েছে।”

তৃতীয় দিনের সকালে হরভজন সিং-কে দেওয়া এক সাক্ষাৎকারে হেডের অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন সিরাজ (Mohammed Siraj)। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “হেড ‘মিথ্যা’ কথা বলছে। কখনোই আমায় ‘ওয়েল বোল্ড’ বলে নি। টিভিতেও সেটাই দেখা গিয়েছে। ওর বিরুদ্ধে বোলিং উপভোগ করছিলাম। দুর্দান্ত ব্যাটিং করছিলো ও। উইকেট নেওয়ার পর আমি কেবল নিজের সেলিব্রেশন করছিলাম। তখন ও’ই কটূক্তি করে। সেই কারণেই ঐ প্রতিক্রিয়া। আমরা পরস্পরকে সম্মান করি। মনে করি ক্রিকেট ভদ্রলোকের খেলা। ইতিবাচক মানসিকতা নিয়েই খেলতে নেমেছি। কিন্তু ও যে আচরণ করেছে তা আমার মোটেই ভালো লাগে নি।” মাঠে অবশ্য এই ঘটনার তিক্ত স্মৃতি বয়ে বেড়ান নি দুই তারকা। খেলা শেষে একে অপরকে আলিঙ্গন’ও করেন তাঁরা।

দেখে নিন সিরাজের মন্তব্য-

শাস্তি এড়াতে পারলেন না দুই তারকা-

Mohammed Siraj and Travis Head | IND vs AUS | Image: Twitter
Mohammed Siraj and Travis Head | IND vs AUS | Image: Twitter

মাঠের মধ্যে বিতণ্ডায় জড়িয়ে আইসিসি’র আদর্শ আচরণবিধি বা ‘কোড অফ কন্ডাক্ট’ ভেঙেছেন ভারতের মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড (Travis Head)। দুই ক্রিকেটারকেই শাস্তি দিতে চলেছে সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা। অস্ট্রেলীয় সংবাদমাধ্যম ‘ডেইলি টেলিগ্রাফ’ ও কোড স্পোর্টসে প্রকাশিত রিপোর্টে দাবী করা হয়েছে তেমনটাই। তাঁদের কি শাস্তি দেওয়া হবে তা স্থির করতে সোমবার বৈঠকে বসতে চলেছে আইসিসি। আদর্শ আচরণবিধি ভঙ্গের কারণে নির্বাসন অবধি হতে পারে। তবে সিরাজ বা হেডের ক্ষেত্রে ততটা কঠিন সম্ভবত হচ্ছে না ক্রিকেট নিয়ামক সংস্থা। সূত্র মারফত খবর মিলেছে, যে তীব্র ভর্ৎসনা করা হতে পারে তাঁদের। একই সাথে বড় অঙ্কের টাকা জরিমানাও দিতে হতে পারে। ১৪ ডিসেম্বর থেকে ব্রিসবেনে শুরু হতে চলা তৃতীয় টেস্ট খেলায় কোনো বাধা নেই দু’জনেরই।

Also Read: IND vs AUS 2nd Test: গোলাপি বলে দাপট অস্ট্রেলিয়ার, অ্যাডিলেডের দ্বৈরথে তৈরি হলো ১১ টি নয়া রেকর্ড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *