IND vs AUS: পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জেতায় ১-০ এগিয়ে গিয়েছিলো টিম ইন্ডিয়া (IND vs AUS)। কিন্তু সেই অ্যাডভান্টেজ ধরে রাখতে পারলেন না রোহিত, কোহলিরা (Virat Kohli)। অ্যাডিলেডে বর্ডার-গাওস্কর ট্রফির দ্বিতীয় ম্যাচে ১০ উইকেটের ব্যবধানে শোচনীয় পরাজয়ের সম্মুখীন হতে হলো তাদের। গত সফরে গোলাপি বলের টেস্ট হেরেছিলো ‘মেন ইন ব্লু।’ ২০২৪-এও বদলালো না ছবিটা। প্রথম ইনিংসে ভারতের তোলা ১৮০-র জবাবে ৩৩৭ রান করেছিলো ব্যাগি গ্রিন বাহিনী। দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে সম্মুখীন হয় টিম ইন্ডিয়া (Team India)। প্রতিপক্ষের সামনে কেবলমাত্র ১৯ রানের লক্ষ্য রাখতে সম্ভব হয়েছিলো তারা। বিশেষ ঘাম না ঝরিয়েই নাথান ম্যাকস্যুইনি ও উসমান খোয়াজা সেই লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলেন। আজকের জয়ের ফলে সিরিজে সমতা ফেরালো অস্ট্রেলিয়া। লড়াই কঠিন হলো ভারতের জন্য।
অ্যাডিলেডে তৈরি হলো যে রেকর্ডগুলি-
১) অ্যাডিলেডের মাঠে একাধিপত্য ধরে রাখলো অস্ট্রেলিয়া। এখানে ৮টি পিঙ্ক বল টেস্ট খেলেছে তারা। জিতেছে ৮টিতেই। দেশের মাঠে ১২টি দিন-রাতের টেস্ট খেলেছে তারা। জিতেছে ১১টি। একমাত্র ব্রিসবেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরেছিলো তারা।
![IND vs AUS 2nd Test: গোলাপি বলে দাপট অস্ট্রেলিয়ার, অ্যাডিলেডের দ্বৈরথে তৈরি হলো ১১ টি নয়া রেকর্ড !! 2 Australia Cricket Team | IND vs AUS | Image: Getty Images](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2024/12/cummins-aus.jpg)
২) লজ্জার নজির গড়লেন রোহিত শর্মা (Rohit Sharma)। ভারত অধিনায়ক হিসেবে একটানা সবচেয়ে বেশী টেস্ট পরাজয়ের ক্ষেত্রে ধোনি, কোহলিদের সাথে এক আসনে বসলে তিনি। এক নজরে দেখুন তালিকা-
- মনসুর আলি খান পতৌদি- ৬টি (১৯৬৭-৬৮)
- শচীন তেন্ডুলকর- ৫টি (১৯৯৯-২০০০)
- দত্তা গায়কোয়াড়- ৪টি (১৯৫৯)
- মহেন্দ্র সিং ধোনি- ৪টি (২০১১)
- মহেন্দ্র সিং ধোনি- ৪টি (২০১৪)
- বিরাট কোহলি- ৪টি (২০২০-২১)
- রোহিত শর্মা- ৪টি (২০২৪)*
৩) অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে কম বল খেলা হয়েছে যে টেস্টগুলিতে সেই তালিকায় জায়গা করে নিলো ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) পিঙ্ক বল টেস্ট ম্যাচটি। চতুর্থ সংক্ষিপ্ততম ম্যাচের তকমা পাচ্ছে এটি। দখুন পূর্ণাঙ্গ তালিকা-
- ৬৫৬ বল- অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা, মেলবোর্ন (১৯৩২)
- ৮৬৬ বল- অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা, ব্রিসবেন (২০২২)
- ৯১১ বল- অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড, সিডনি (১৮৯৫)
- ১০৩১ বল- অস্ট্রেলিয়া বনাম ভারত, অ্যাডিলেড (২০২৪)*
- ১০৩৪ বল- অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড, ব্রিসবেন (১৯৫০)
৪) নজির গড়লেন নীতিশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। ভারতের হয়ে সাত বা তার নীচে ব্যাটিং করা চতুর্থ খেলোয়াড় হিসেবে টেস্টের দুই ইনিংসেই সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন তিনি।
![IND vs AUS 2nd Test: গোলাপি বলে দাপট অস্ট্রেলিয়ার, অ্যাডিলেডের দ্বৈরথে তৈরি হলো ১১ টি নয়া রেকর্ড !! 3 Nitish Kumar Reddy | IND vs AUS | Image: Getty Images](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2024/12/Nitish-reddy.png)
- চাঁদু বোরদে বনাম ইংল্যান্ড, কলকাতা (১৯৬১-৬২)
- মহেন্দ্র সিং ধোনি বনাম ইংল্যান্ড, এজবাস্টন (২০১১)
- রবিচন্দ্রণ অশ্বিন বনাম ইংল্যান্ড, লর্ডস (২০১৮)
- নীতিশ কুমার রেড্ডি বনাম অস্ট্রেলিয়া (২০২৪)*
৫) দিন-রাতের টেস্ট ম্যাচে এক দিনের খেলায় দ্বিতীয় সর্বোচ্চ রান উঠলো ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) দ্বৈরথে। সদ্যসমাপ্ত ম্যাচের দ্বিতীয় দিনে এই নজির সৃষ্টি হয়।
- ৩৮৩- অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান, অ্যাডিলেড (২০১৯)
- ৩৭৯- অস্ট্রেলিয়া বনাম ভারত, অ্যাডিলেডে (২০২৪)*
- ৩৬৯- পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ, দুবাই (২০১৬)
- ৩৬২- নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড, মাউন্ট মঙ্গানুই (২০২৩)
৬) পিঙ্ক বল টেস্টের ইতিহাসে দ্রুততম শতরানটি ভারতের বিরুদ্ধে করলেন অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড (Travis Head)। নিজেরই রেকর্ড ভেঙে দিলেন তিনি। দেখুন পূর্ণাঙ্গ তালিকা-
- ১১১ বল- ট্র্যাভিস হেড বনাম ভারত, অ্যাডিলেডে (২০২৪)*
- ১১২ বল- ট্র্যাভিস হেড বনাম ইংল্যান্ড, হোবার্ট (২০২২)
- ১২৫ বল- ট্র্যাভিস হেড বনাম ওয়েস্ট ইন্ডিজ, অ্যাডিলেড (২০২২)
- ১৩৯ বল- জো রুট বনাম ওয়েস্ট ইন্ডিজ, এজবাস্টন (২০১৭)
- ১৪০ বল- আসাদ শফিক বনাম অস্ট্রেলিয়া, ব্রিসবেন (২০১৬)
৭) দিন-রাতের টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক শতরানের মালিক হলেন ট্র্যাভিস হেড (Travis Head)। এই নিয়ে তৃতীয়বার তিন অঙ্কের মাইলস্টোন স্পর্শ করলেন। শীর্ষে রয়েছেন মার্নাস লাবুশেন। তাঁর সংগ্রহে ৪টি শতরান।
![IND vs AUS 2nd Test: গোলাপি বলে দাপট অস্ট্রেলিয়ার, অ্যাডিলেডের দ্বৈরথে তৈরি হলো ১১ টি নয়া রেকর্ড !! 4 Travis Head | Image: Getty Images](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2024/12/head.png)
৮) ২০২৪ ক্যালেন্ডার বর্ষে ৫০+ টেস্ট উইকেটের মালিক হলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। চতুর্থবার কোনো ভারতীয় পেসার এই নজির গড়লেন। তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন তিনি।
- ৭৪ উইকেট- কপিল দেব (১৯৭৯)
- ৭৫ উইকেট- কপিল দেব (১৯৮৩)
- ৫১ উইকেট- জাহির খান (২০০১)
- ৫৩ উইকেট- জসপ্রীত বুমরাহ (২০২৪)*
৯) ভারতের বিরুদ্ধে কেরিয়ারে প্রথম বার একটি টেস্ট ইনিংসে ৫ বা তার বেশী উইকেট নিলেন মিচেল স্টার্ক (Mitchell Starc)। অ্যাডিলেডে কেরিয়ারের সেরা বোলিং পরিসংখ্যান অর্জন করেন তিনি।
- ৬/৪৮ বনাম ভারত, অ্যাডিলেড (২০২৪)*
- ৬/৫০ বনাম শ্রীলঙ্কা, গল (২০১৬)
- ৬/৬৬ বনাম পাকিস্তান, অ্যাডিলেড (২০১৯)
- ৬/১১১ বনাম ইংল্যান্ড, নটিংহ্যাম (২০১৫)
- ৬/১৫৪ বনাম দক্ষিণ আফ্রিকা, পার্থ ওয়াকা (২০১২)
১০) পিঙ্ক বল টেস্টে সফলতম বোলার হিসেবে বাকিদের সাথে ব্যবধান আরও বাড়িয়ে নিলেন মিচেল স্টার্ক (Micthell Starc)।
![IND vs AUS 2nd Test: গোলাপি বলে দাপট অস্ট্রেলিয়ার, অ্যাডিলেডের দ্বৈরথে তৈরি হলো ১১ টি নয়া রেকর্ড !! 5 Mitchell Starc | Image: Twitter](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2024/12/Starc-Pink-Ball.jpg)
- ৭৪ উইকেট- মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)*
- ৪৩ উইকেট- নাথান লিয়ঁ (অস্ট্রেলিয়া)
- ৪২ উইকেট- প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)
- ৩৬ উইকেট- জশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া)
- ২৪ উইকেট- জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)
১১) অ্যাডিলেড টেস্টের প্রথম বলে যশস্বী জয়সওয়ালকে আউট করেন মিচেল স্টার্ক। এই নিয়ে তৃতীয় বার এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের পেড্রো কলিন্সের সাথে রেকর্ড ভাগাভাগি করে নিলেন অস্ট্রেলীয় বাম হাতি পেসার।
- ৩ বার- পেড্রো কলিন্স, মিচেল স্টার্ক *
- ২ বার- রিচার্ড হ্যাডলি, জেফ আর্নল্ড, কপিল দেব, সুরাঙ্গা লাকমল।