ind-vs-aus-ponting-on-bumrah-captaincy

IND vs AUS: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হওয়ার পর বেশীদিনের বিরতি পাচ্ছে না ভারতীয় দল। আগামী ২২ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) শুরু হচ্ছে বর্ডার-গাওস্কর ট্রফির দ্বৈরথ। গত সাত বছরে চার বার অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট সিরিজ জিতেছে ভারতীয় দল। এর মধ্যে দুই বার সাফল্য এসেছে ঘরের মাঠে, আর দুই বার অজিদের তাদের ডেরায় গিয়ে ধরাশায়ী করেছে ‘মেন ইন ব্লু।’ কিন্তু কোহলি-রোহিতদের (Rohit Sharma) সাম্প্রতিক ফর্ম চিন্তা বাড়িয়েছে সমর্থকদের। যেভাবে নিউজিল্যান্ডের বিপক্ষে পেস ও স্পিন সামলাতে সমস্যায় পড়তে দেখা গিয়েছে ভারতের তারকাখচিত ব্যাটিং লাইন-আপ’কে, তাতে কামিন্স,হ্যাজেলউড, স্টার্ক, লিয়ঁ’দের (Nathan Lyon) বিরুদ্ধে অশনি সঙ্কেত দেখছে ক্রিকেটমহল।

Read More: “অনেক বিনোদন বাকি…” দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরাস্ত হতেই মেজাজ হারালেন স্কাই, সতীর্থকে নিলেন একহাত !!

রোহিত নয়, নেতা হয়ত বুমরাহ-

Rohit Sharma and Jasprit Bumrah | IND vs AUS | Image: Getty Images
Rohit Sharma and Jasprit Bumrah | Image: Getty Images

পারথ্‌ ও অ্যাডিলেডে রয়েছে বর্ডার-গাওস্কর সিরিজের (IND vs AUS) প্রথম দুই টেস্ট ম্যাচ। সেখানে অধিনায়ক রোহিত শর্মা’কে (Rohit Sharma) সম্ভবত পাচ্ছে না টিম ইন্ডিয়া। দ্বিতীয় সন্তানের পিতা হতে চলেছেন তিনি। এই সময় স্ত্রী ঋতিকা সাজদেহ’র পাশে থাকতে চেয়েছিলেন হিটম্যান। বোর্ডের কাছ থেকে চেয়ে নিয়েছেন ছুটিও। সম্ভবত সহ-অধিনায়ক বুমরাহ’কেই প্রথম দুই টেস্টে দেখা যাবে নেতার দায়িত্বে। এর আগে ২০২২-এ ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচে অধিনায়কত্ব করেছেন ভারতের তারকা পেসার। কিন্তু সেখানে জয় পায় নি দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) এই মহাগুরুত্বপূর্ণ সিরিজের চাপ আদৌ বুমরাহ (Jasprit Bumrah) সামলাতে পারবেন? এই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে এখন থেকেই। আইসিসি’কে দেওয়া সাক্ষাৎকারে রিকি পন্টিং জানালেন যে এহেন সংশয়কে পাত্তা দিতে রাজী নন তিনি।

ক্রিকেটদুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ অধিনায়ক ছিলেন পন্টিং (Ricky Ponting)। ক্লাইভ লয়েডের পর পন্টিং-ই (Ricky Ponting) একমাত্র ‘ক্যাপ্টেন’ যিনি নেতা হিসেবে দুটি ওডিআই বিশ্বকাপ (ICC World Cup) জিতেছেন। ভারতের নেতৃত্বে রদবদল ও জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) প্রসঙ্গে তাঁর মন্তব্য, “অধিনায়কত্ব ওর কাছে যে খুব কঠিন একটা বিষয় হতে চলেছে সে বিষয়ে সন্দেহ নেই। প্যাট কামিন্স’ও যখন অস্ট্রেলিয়ার অধিনায়ক হয়েছিলেন, তখনই এই একই প্রশ্ন উঠেছিলো। ও নিজেকে কতটা বোলিং করাবে? প্রয়োজনের তুলনায় বেশী বোলিং করবে না তো? কিন্তু (আমার মনে হয়) জসপ্রীতের মত অভিজ্ঞ একজন নিশ্চয়ই বুঝবে ওর কখন বোলিং করা উচিৎ। কখন ওর স্পেল সবচেয়ে বেশী কার্যকরী হবে।”

বুমরাহ’কে ক্যাপ্টেন্সি টিপস পন্টিং-এর-

Ricky Ponting | Image: Getty Images
Ricky Ponting | Image: Getty Images

পারথ্‌ বা অ্যাডিলেডের মাঠে জসপ্রীত বুমরাহ’র (Jasprit Bumrah) উচিৎ অভিজ্ঞতাকে হাতিয়ার করা, মত পন্টিং-এর (Ricky Ponting)। তিনি বলেছেন, “ভারতীয় দলে ওর আশেপাশে প্রচুর অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটাররা রয়েছেন। সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার মনে হয় সেই অভিজ্ঞতাকে ওর কাজে লাগানো উচিৎ। সঠিক সময় একজন অধিনায়ক হিসেবে সঠিক প্রশ্নটা জিজ্ঞেস করা অত্যন্ত জরুরী। কারণ আমরা যত ক্রিকেটই খেলে থাকি না কেন, আমরা সব সময় সঠিক হতে কখনও পারবো না।” “দিনের শেষে অধিনায়ক হিসেবে অন্তিম সিদ্ধান্তটা আপনিই নেবেন। কিন্তু যদি কোনো পরামর্শ আসে তা দলের জন্য মঙ্গলজনক’ই। অতিরিক্ত চাপ ও দায়িত্বের মাঝেই সেরাটা বেরিয়ে আসে। আর ও (বুমরাহ) তো তিন ফর্ম্যাটেই আক্রমণ ভাগের অন্যতম নেতা,” সংযোজন পন্টিং-এর।

Also Read: IND vs AUS: “সরানো হোক রোহিত’কে,” অস্ট্রেলিয়া সিরিজে ভারতের ওপেনিং জুটিতে বদল চাইছেন দানিশ কানেরিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *