ind-vs-aus-msk-prasad-questions-nitish-reddys-selection

IND vs AUS: নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিপর্যয়ের সম্মুখীন টিম ইন্ডিয়া (Team India)। ১২ বছর পর ঘরের মাঠে হাতছাড়া হয়েছে টেস্ট সিরিজ। বেঙ্গালুরুতে প্রথম ম্যাচে হার’কে ‘অঘটন’ বলে মনে করেছিলো ক্রিকেটদুনিয়া। কিন্তু পুণের বাইশ গজে সিরিজের দ্বিতীয় ম্যাচেও হেরে বসেছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা (Virat Kohli)। সামনেই রয়েছে কিউইদের বিরুদ্ধে নিয়মরক্ষার তৃতীয় টেস্ট। যুদ্ধে নামার আগে বেশ ব্যাকফুটে ‘মেন ইন ব্লু।’ নিউজিল্যান্ড সিরিজ মেটার দিনকয়েকের মধ্যেই অস্ট্রেলিয়া উড়ে যেতে হবে ভারতীয় দলকে। বসতে চলেছে বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) আসর। এবার অ্যাসেজের মতই পাঁচটি টেস্ট ম্যাচ আয়োজিত হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজেও। গত দুই বার অস্ট্রেলিয়ার মাটি থেকে সিরিজ জিতে দেশে ফিরতে পেরেছিলো টিম ইন্ডিয়া। কিন্তু সাম্প্রতিক ফর্ম এবার চিন্তায় রেখেছে ভারতীয় দল’কে।

Read More: IPL 2025: প্রথম প্লেয়ার হিসাবে মুম্বই দল থেকে বাদ ঈশান কিষান, রিটেনশন তালিকা প্রকাশ পেতেই চাঞ্চল্য !!

ঘোষণা করা হয়েছে ভারতীয় স্কোয়াড-

Indian Cricket Team | IND vs AUS | Image: Getty Images
Indian Cricket Team | Image: Getty Images

২২ নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) প্রথম টেস্ট ম্যাচ খেলতে মাঠে নামছে টিম ইন্ডিয়া। ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে পারথ্‌-এর অপটাস স্টেডিয়াম’কে। দ্বিতীয় ম্যাচ রয়েছে অ্যাডিলেডে। প্রায় দুই বছর পর গোলাপি বলের টেস্ট ম্যাচে দেখা যাবে ভারতীয় দল’কে। এই অ্যাডিলেডেই ২০২০ সালে ৩৬ রানে গুটিয়ে গিয়েছিলো টিম ইন্ডিয়ার (Team India) ইনিংস। সেই লজ্জাজনক স্মৃতি মুছে ফেলার সংকল্প নিয়েই মাঠে নামতে হবে দল’কে। তৃতীয় ম্যাচটি রয়েছে ব্রিসবেনের গ্যাবাতে। গত সফরের সুখস্মৃতি রয়েছে এই স্টেডিয়ামে। এরপর চতুর্থ ও পঞ্চম টেস্ট ম্যাচদুটির জন্য বেছে নেওয়া হয়েছে যথাক্রমে মেলবোর্ন ও সিডনি’কে। ২০২৪-এর নভেম্বর থেকে ২০২৫-এর জানুয়ারির প্রথম সপ্তাহ অবধি চলবে এই দীর্ঘ বিদেশসফর। তার জন্য ১৮ সদস্যের স্কোয়াড বেছে নিয়েছে বিসিসিআই। সাথে থাকছেন বেশ কয়েকজন ট্র্যাভেলিং রিজার্ভ’ও।

অধিনায়ক হিসেবে স্কোয়াডে রয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। সহ-অধিনায়কত্ব করছেন জসপ্রীত বুমরাহ। সিরিজে অন্তত একটি ম্যাচে হয়ত খেলবেন না হিটম্যান। তখন দলের দায়িত্ব সামলাতেও দেখা যাবে তারকা পেসারকেই। এছাড়াও বিরাট কোহলি (Virat Kohli), রবিচন্দ্রণ অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কে এল রাহুলদের মত অভিজ্ঞ তারকারা রয়েছেন। তবে এবারের অস্ট্রেলিয়া সফরে (IND vs AUS) ভারতের অন্যতম ইউএসপি তাদের তারুণ্য। একঝাঁক তরুণ তুর্কিকে রাখা হয়েছে ১৮ জনের স্কোয়াডে। যশস্বী জয়সওয়াল, সরফরাজ খান (Sarfaraz Khan), শুভমান গিল’রা ইতিমধ্যেই প্রতিষ্ঠিত। তাঁদের পাশাপাশি সুযোগ পেয়েছেন অভিমন্যু ঈশ্বরণ, ধ্রুব জুড়েল, আকাশ দীপ, ওয়াশিংটন সুন্দর, নীতিশ কুমার রেড্ডি, হর্ষিত রাণারা। পেস ও বাউন্স সমৃদ্ধ অস্ট্রেলিয়াতে ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে যাচ্ছেন তিন পেসার-খলিল আহমেদ, মুকেশ কুমার ও নভদীপ সাইনি।

এক নজরে দেখুন ভারতের সম্পূর্ণ স্কোয়াড-

নীতিশের নির্বাচনে ধন্ধে এমএসকে প্রসাদ-

Nitish Kumar Reddy | Image: Getty Images
Nitish Kumar Reddy | Image: Getty Images

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) ভারতের টেস্ট দলে প্রথমবার ডাক পেয়েছেন অন্ধ্রপ্রদেশের বছর ২১-এর তরুণ নীতিশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। এখনও পর্যন্ত ২১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন এই পেস বোলিং অলরাউন্ডার। রান সংখ্যা ৭০৮। উইকেট নিয়েছেন ৫৫টি। আন্তর্জাতিক আঙিনায় নিজের টি-২০ প্রতিভা ইতিমধ্যেই প্রমাণ করেছেন তিনি। এবার লাল বলের ফর্ম্যাটেও পেতে পারেন নিজেকে মেলে ধরার সুযোগ। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) দীর্ঘ সময় টেস্ট ক্রিকেট খেলেন না। ফলে একজন ভালো পেস বোলিং অলরাউন্ডারের অভাব প্রায়শই অনুভব করে ভারতীয় দল। সেই কারণেই অজি সফরের (IND vs AUS) স্কোয়াডে নীতিশের অন্তর্ভুক্তি ক্রিকেট বিশেষজ্ঞদের মধ্যে অনেকেই স্বাগত জানিয়েছেন। কিন্তু ভিন্ন সুর শোনা গিয়েছে প্রাক্তন মুখ্য নির্বাচক এমএসকে প্রসাদের (MSK Prasad) গলায়।

প্রসাদের বক্তব্য, “আমার মনে হয় রেড্ডি একটু আগেই সুযোগ পেয়ে গিয়েছে। ওর ব্যাটিং-এ আস্থা রাখার পাশাপাশি দল ভাবছে যে ও ৮-১০ ওভার বোলিং’ও করতে পারবে। যেমনটা হার্দিক পান্ডিয়া করত। কিন্তু ও (নীতিশ) তো আর হার্দিক নয়। হার্দিক ১৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় করতে পারে, কিন্তু নীতিশের গতি বড়জোর থাকে ১২৫-১৩০ এর মধ্যে। আমি লাল বলের খেলায় নীতিশের অভিজ্ঞতা নিয়ে খুবই চিন্তিত কারণ ও এই ফর্ম্যাটে খুব বেশী ম্যাচ খেলে নি।” ২০১৯-এর ওডিআই বিশ্বকাপের আগে অম্বাতি রায়ুডু’কে বাদ দিয়েছিলেন এমএসকে প্রসাদ। রায়ুডুর (Ambati Rayudu) জায়গায় সুযোগ পাওয়া তামিলনাড়ুর অলরাউন্ডার বিজয় শঙ্করকে ‘থ্রি ডি প্লেয়ার’ বলে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। এবার নীতিশকে নিয়ে তাঁর সাম্প্রতিক মন্তব্য নিয়েও শুরু হয়েছে বিস্তর কাটাছেঁড়া।

Also Read: IND vs AUS: অস্টেলিয়া সিরিজের আগেই নিজের ভুল বুঝলো BCCI, দলে ফেরানো হচ্ছে বুড়ো ঘোড়াদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *