IND vs AUS: ব্রিসবেনের গাব্বা স্টেডিয়ামে চলছে ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) তৃতীয় টেস্ট ম্যাচ। বাইশ গজের যুদ্ধে আপাতত ব্যাকফুটেই টিম ইন্ডিয়া। টসে জিতে প্রথমে প্রতিপক্ষকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু ব্যুমেরাং হয়ে ফিরেছে সেই সিদ্ধান্ত। স্টিভ স্মিথ (Steve Smith), ট্র্যাভিস হেডের (Travis Head) জোড়া শতকে ভর করে বিশাল রানের ইমারত খাড়া করে দিয়েছে ব্যাগি গ্রিন বাহিনী। হতদ্যম লেগেছে সিরাজ, আকাশ দীপদের। ভারতীয় বোলিং-এর চূড়ান্ত ব্যর্থতার মধ্যে ব্যতিক্রম একমাত্র জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। কার্যত একাই লড়াই চালিয়ে যেতে দেখা গেলো তাঁকে। টেস্ট কেরিয়ারের ১২তম ‘ফাইফার’ গতকাল তিনি যোগ করলেন নিজের সংগ্রহে। ভারতীয় পেসারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ‘ফাইফার’-এর মালিক এখন তিনি। ক্রিকেটদুনিয়া যখন ব্যস্ত বুমরাহবন্দনায়, তখন বেফাঁস মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করেন ঈশা গুহ (Isa Guha)।
Read More: IND vs AUS 3rd Test: “লজ্জার শেষ নেই…” গাব্বায় কাঁপছে ভারতীয় ব্যাটিং, ক্ষোভে ফুঁসে উঠলেন নেটনাগরিকেরা !!
বর্ণবিদ্বেষী মন্তব্য করে বিতর্কে ঈশা-
গাব্বায় অনবদ্য পারফর্ম্যান্স বুমরাহ’র (Jasprit Bumrah)। দ্বিতীয় দিনের সকালে তিনি আউট করেন উসমান খোয়াজা ও নাথান ম্যাকস্যুইনি’কে। এরপর দ্বিতীয় নতুন বল হাতে পেয়ে ফের জ্বলে ওঠেন ভারতীয় পেসার। ক্রিজে থিতু হয়ে যাওয়া স্টিভ স্মিথকে আউটস্যুইং-এ বিভ্রান্ত করে আউট করেন তিনি। এরপর ফেরান ট্র্যাভিস হেড (Travis Head) ও মিচেল মার্শ’কে (Mitchell Marsh)। তৃতীয় সেশনে বুমরাহ বিক্রমের ফলেই লড়াইতে টিকে ছিলো টিম ইন্ডিয়া। ধারাভাষ্য দেওয়ার সময় ভারতীয় পেসারের প্রশংসায় পঞ্চমুখ হতে শোনা যায় অজি প্রাক্তনী ব্রেট লি’কে। তাঁর সাথে মাইক্রোফোন হাতে ছিলেন ইংল্যান্ড মহিলা দলের প্রাক্তন ক্রিকেটার ঈশা গুহ (Isa Guha)। তিনি বুমরাহ’কে এমভিপি বলে আখ্যা দেন। এমভিপি তকমা’র ব্যাখ্যাও দেন তিনি। বুমরাহকে বলেন, “মোস্ট ভ্যালুয়েবল প্রাইমেট।”
ভারতীয় ফাস্ট বোলারের প্রশংসাই হয়ত করতে চেয়েছিলেন ঈশা গুহ (Isa Guha)। কিন্তু তাঁর ব্যবহার করা ‘প্রাইমেট’ শব্দটি নিয়ে বিতর্কের ঝড় বয়ে যায়। সাধারণত এই শব্দটির মাধ্যমে বাঁদর জাতীয় প্রাণীকে বোঝানো হয়। ঈশা’র মন্তব্যে তাই বর্ণবিদ্বেষের ট্যাগ লাগতে দেরী হয় নি। সোশ্যাল মিডিয়ায় সরব হন বুমরাহ ভক্তরা। ক্রিকেটকে যেখানে ‘জেন্টলম্যান্স গেম’ বা ভদ্রলোকের খেলা বলা হয়, সেখানে একজন ধারাভাষ্যকার সর্বসমক্ষে এমন মন্তব্য কি করে করতে পারেন তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। ঈশা (Isa Guha) নিজেও ভারতীয় বংশোদ্ভূত। কলকাতায় আত্মীয়স্বজন রয়েছে তাঁর। এহেন মন্তব্য করার আগে কি তিনি নিজের শিকড় ভুলে গিয়েছিলেন? কটাক্ষ ছুঁড়ে দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটজনতা। চাপের মুখে পড়ে শেষমেশ ক্ষমা চাইতে বাধ্য হলেন ইংল্যান্ডের প্রাক্তনী।
সর্বসমক্ষে ক্ষমা চেয়ে নিলেন ঈশা-
তৃতীয় দিন ব্রিসবেনে ম্যাচ শুরুর আগে গতকালের মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন ঈশা গুহ (Isa Guha)। সম্প্রচারকারী সংস্থার স্টুডিয়োতে বসেই তিনি জানান, “গতকাল ধারাভাষ্য দেওয়ার সময় আমি এমন একটা শব্দ ব্যবহার করেছি, যার অনেক রকম মানে হতে পারে। কোনো রকম অপরাধ করে থাকলে আমি ক্ষমপ্রার্থী। আমি সবসময় চেষ্টা করি সকলকে সম্মান করতে, সহমর্মিতা প্রদর্শন করতে। যদি আপনারা পুরো কথাটি শুনে থাকেন তাহলে বুঝবেন যে আমি ভারতের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়ের প্রশংসাই করতে চেয়েছিলাম। ওকে আমি ব্যক্তিগত স্তরেও অত্যন্ত পছন্দ করি। আমি সমানাধিকারের পক্ষে বরাবরই সরব হয়েছি।” “আমি ওর (বুমরাহ’র) কৃতিত্ব কতটা সুবিশাল তা বোঝানোরই চেষ্টা করেছিলাম। কিন্তু শব্দচয়নে ভুল হয়ে গিয়েছিলো। তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি,” সংযোজন তাঁর।
“আমার নিজেরও দক্ষিণ এশীয় উত্তরাধিকার রয়েছে। আশা করি মানুষজন বুঝতে পারবেন যে আমার মন্তব্যের মধ্যে কোনো রকম বিদ্বেষ বা অন্য কোনো অনুভূতি ছিলো না। আশা রাখবো যে এই ঘটনাটি দুর্দান্ত একটা টেস্ট ম্যাচের উপর কোনো রকম ছায়া ফেলবে না,” বলেছেন ঈশা (Isa Guha)। সর্বসমক্ষে ক্ষমা চাওয়ায় তাঁর পাশে দাঁড়িয়েছেন রবি শাস্ত্রী (Ravi Shastri)। “সাহসী নারী” বলে ঈশা’কে আখ্যায়িত করেছেন তিনি। অস্ট্রেলিয়া সিরিজে (IND vs AUS) বর্ণবিদ্বেষের ঘটনা নতুন নয়। ২০০৮ সালে হরভজন বনাম সাইমন্ডস ‘মাঙ্কি গেট’ কাণ্ড কাঁপিয়ে দিয়েছিলো ক্রিকেটদুনিয়া। নির্বাসিত হতে হয়েছিলো ভাজ্জি’কে। ২০২০-২১ সালের সফরেও মহম্মদ সিরাজের দিকে বর্ণবিদ্বেষী মন্তব্য উড়ে এসছিলো গ্যালারি থেকে। অধিনায়ক অজিঙ্কা রাহানে বিষয়টি আম্পায়ারের গোচরে আনেন। খেলা সাময়িক বন্ধ রেখে অভিযুক্ত দর্শকদের মাঠ থেকে বের করে দেওয়া হয়েছিলো সেই বার।
দেখুন কি বলেছেন ঈশা-
Respect for Isa Guha for owning up to her mistake and issuing a genuine apology on live TV. It takes courage to acknowledge an error so publicly, and she’s shown grace in doing so. A lesson in humility and accountability for us all. pic.twitter.com/D3I3xlkNxL
— Faizan Lakhani (@faizanlakhani) December 16, 2024