ind-vs-aus-fans-on-x-hail-bumrah-spell

IND vs AUS: পারথ্‌-এর অপটাস স্টেডিয়ামে জমজমাট যুদ্ধ ভারত-অস্ট্রেলিয়ার (IND vs AUS)। প্রথম দিনেই দেখা মিললো আগুনে প্রতিদ্বন্দ্বীতার। টসে জিতে প্রথম ব্যাটিং বেছে নিয়েছিলো টিম ইন্ডিয়া। শুরুটা ভালো হয় নি তাদের। স্টার্ক-হ্যাজেলউড’দের দাপটে দ্রুত উইকেট খোয়াতে হয়। শেষমেশ রাহুলের (KL Rahul) ২৬, ঋষভ পন্থের (Rishabh Pant) ৩৭ ও অভিষেককারী নীতিশ কুমার রেড্ডি’র লড়াকু ৪১ রানের সুবাদে ১৫০ রান অবধি পৌঁছতে সক্ষম হয় মেন ইন ব্লু। এই রান আদৌ যথেষ্ট কিনা তা নিয়ে ইনিংসের বিরতিতে যথেষ্ট সন্দিহান ছিলো ক্রিকেটমহল। সমালোচনার মুখে পড়েন কোহলি (Virat Kohli), যশস্বী জয়সওয়াল, দেবদত্ত পাডিক্কালরা। পেসারদের স্বর্গরাজ্যে এই রান যে নেহাৎ কম নয় তা অবশ্য স্পষ্ট হয় অস্ট্রেলীয় ইনিংস শুরু হতেই। ভারতের হয়ে প্রত্যাঘাত শুরু করেন জসপ্রীত জসবীরসিং বুমরাহ (Jasprit Bumrah)।

রোহিত শর্মা ব্যক্তিগত কারণে যান নি পারথ্‌-এ। প্রথম টেস্টে অধিনায়কের দায়িত্ব সামলাচ্ছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। সামনে থেকে নেতৃত্ব দেওয়া ঠিক কাকে বলে গতকাল তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন তিনি। স্বপ্নের এক ডেলিভারিতে প্রথমে তিনি ফেরান নাথান ম্যাকস্যুইনি’কে (Nathan McSweeney)। এরপর তাঁর বলে মার্নাস লাবুশেনের ক্যাচ ফস্কান বিরাট কোহলি (Virat Kohli)। গুটিয়ে না গিয়ে আক্রমণের ঝাঁঝ বাড়ান বুমরাহ (Jasprit Bumrah)। অফস্টাম্পের বাইরের লাইন বজায় রেখে তুলে নেন উসমান খোয়াজা’কে। ক্রিজে নড়াচড়া করার জন্য পরিচিত স্টিভ স্মিথ। গতকাল’ও প্রথম বলেই করেছিলেন তেমনটাই। কিন্তু বুমরাহ’র দুর্দান্ত ইনস্যুইঙ্গার আছড়ে পড়ে স্মিথের প্যাডে। শাফল করেও সফল হন নি অজি ব্যাটার। প্রথম স্পেলে মাত্র ৯ রান খরচ করে ৩ উইকেট নিয়ে যান তিনি।

Read More: পার্থে ভারতীয় পেসারদের ধ্বংসযোগ্য, ১০৪ রানে শেষ হলো অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস !!

বুমরাহ’কে কুর্নিশ ক্রিকেটদুনিয়ার-

Jasprit Bumrah | IND vs AUS | Image: Getty Images
Jasprit Bumrah | IND vs AUS | Image: Getty Images

দিন শেষের আগে ফের আক্রমণে ফেরত আসেন বুমরাহ (Jasprit Bumrah)। প্রতিপক্ষ অধিনায়ক প্যাট কামিন্সের ব্যাট ছুঁয়ে তাঁর ডেলিভারি জমা পড়ে ঋষভ পন্থের দস্তানায়। ধারাভাষ্য করছিলেন ওয়াসিম আক্রম (Wasim Akram)। কিংবদন্তি পাক পেসার অবধি উচ্ছ্বসিত ভারতীয় তারকার পারফর্ম্যান্সে। নির্দ্বিধায় মাইক্রোফোন হাতে তিনি জানান, “এই মুহূর্তে বিশ্বের সেরা ফাস্ট বোলার বুমরাহ’ই।” গতকাল ৬৭/৭ অবস্থায় মাঠ ছাড়েন অজি ব্যাটাররা। সোশ্যাল মিডিয়ায় চলে বুমরাহ (Jasprit Bumrah) বন্দনা। তাঁর ‘মেন্টর’ লাসিথ মালিঙ্গা প্রশংসায় ভাসিয়েছেন প্রিয় শিষ্যকে। ট্যুইটারে লেখেন, “জসপ্রীত ‘বিশ্বসেরা’ বুমরাহ।” ওয়াসিম জাফর, অ্যাডাম গিলক্রিস্টের মত প্রাক্তনীরাও মাতেন বুমরাহ বন্দনায়। চলতি ভারত-অস্ট্রেলিয়া (IND vs AUS) সিরিজে টিম ইন্ডিয়ার পয়লা নম্বর অস্ত্র যে পেস তারকাই সে বিষয়ে সন্দেহ নেই কারও।

আজ সকালে ৩ উইকেট প্রয়োজন ছিলো ভারতের। অস্ট্রেলিয়াকে প্রথম ধাক্কাটা দেন বুমরাহ’ই। ক্রিজে ‘সেট’ হয়ে যাওয়া অ্যালেক্স ক্যারিকে (Alex Carey) সাজঘরের রাস্তা দেখান তিনি। কেরিয়ারের ১১তম ফাইফার জমা হলো তাঁর ঝুলিতে। ৩০ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়ে থামেন তিনি। গতকালের মত আজও বুমরাহ ম্যানিয়া থেকে বেরিয়ে আসতে পারে নি ক্রিকেটমহল। সোশ্যাল মিডিয়ায় জমা হয়েছে প্রশংসার পাহাড়। “ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা ফাস্ট বোলারদের মধ্যে নিঃসন্দেহে থাকবে বুমরাহ’ লিখেছেন এক ভক্ত। ‘আমি হোল্ডিং, গার্ণার, মার্শালদের দেখি নি। কিন্তু বুমরাহ’কে দেখেছি,’ মন্তব্য আরও একজনের। ‘অস্ট্রেলিয়ার মাটিতে অজি পেসারদের থেকে পরিসংখ্যান ভালো বুমরাহ’র। ও’ই ব্যাগি গ্রিনের বাপ’ আগ্রাসী ট্যুইট আরও এক নেটিজেনের।

দেখুন ট্যুইটচিত্র-

Also Read: IND vs AUS 1st Test: পারথে চেনা মেজাজে ঋষভ, কামিন্স’কে কাঁপিয়ে দিলো পন্থের ছক্কা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *