ind-vs-aus-fans-laud-bumrah-brilliance

IND vs AUS: গতকাল বাধা হয়ে দাঁড়িয়েছিলো বৃষ্টি। ১৩.২ ওভারের বেশী এগোয় নি ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচটি। আজ অবশ্য অনেকটাই উন্নতি হয়েছে আবহাওয়াতে। কোনো বিরতি ছাড়াই চলছে বাইশ গজের দ্বৈরথ। গতকাল ব্যাগি গ্রিন বাহিনীর স্কোরবোর্ডে ছিলো বিনা উইকেটে ২৮ রান। আজ দিনের শুরুতেই দেখা যায় বুমরাহ (Jasprit Bumrah) ম্যাজিক। স্যুইং-এর জাদুতে উসমান খোয়াজা’কে (Usman Khawaja) বিভ্রান্ত করেন ভারতীয় পেস তারকা। পন্থের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অজি ওপেনার। ৩১ রানের মাথায় প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় সাফল্যের জন্যও অপেক্ষা করতে হয় নি বেশীক্ষণ। নাথান ম্যাকস্যুইনিও ফেরেন প্যাভিলিয়নে। তিনি ক্যাচ তোলেন স্লিপে দাঁড়ানো বিরাট কোহলির হাতে। তৃতীয় সাফল্য আসে নীতিশ রেড্ডির হাত ধরে। আউট হন মার্নাস লাবুশেন।

প্রথম সেশনের গোড়ার দিকে তিন সাফল্য যতটা উচ্ছ্বাস জাগিয়েছিলো ভারতীয় সমর্থকদের মনে, তা দীর্ঘস্থায়ী হয় নি আজ। নেপথ্যে স্টিভ স্মিথ (Steve Smith) ও ট্র্যাভিস হেড (Travis Head)। এই ডান হাতি-বাম হাতি জুটিই গত বছর ওভালের বাইশ গজে টিম ইন্ডিয়ার হাতের মুঠো থেকে কেড়ে নিয়ে গিয়েছিলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) খেতাব। আজ আবারও ভারতীয় বোলিং-কে ব্যাকফুটে ঠেলে দিলেন তাঁরা। স্মিথের রক্ষণ ভাঙতে হিমশিম খেতে দেখা গেলো সিরাজ-আকাশ দীপদের। অন্যদিকে ঝড়ের গতিতে স্কোরবোর্ডকে এগিয়ে নিয়ে গেলেন ট্র্যাভিস হেড (Travis Head)। ‘মেন ইন ব্লু’র বিরুদ্ধে সাম্প্রতিক অতীতে ঈর্ষণীয় পরিসংখ্যান তাঁর। চলতি সিরিজে দ্বিতীয়বার তিন অঙ্কের মাইলস্টোন স্পর্শ করেন। কেরিয়ারের ৩৩তম শতক সম্পূর্ণ করেন স্মিথ’ও।

Read More: IND vs AUS 3rd Test: “রোহিতকে দেখলেই ক্ষেপে ওঠে…” আবারও শতরান ট্র্যাভিস হেডের, নেটদুনিয়ার তোপের মুখে ভারত অধিনায়ক !!

ব্রিসবেনেও বল হাতে নায়ক বুমরাহ-

Jasprit Bumrah | IND vs AUS | Image: Getty Images
Jasprit Bumrah | IND vs AUS | Image: Getty Images

স্মিথ-হেডের জুটি ২০০’র গণ্ডী পেরোনোর পর কপালে চিন্তার ভাঁজ পড়েছিলো ভারতীয় শিবিরের। খাদের কিনারে পৌঁছে যাওয়া ‘মেন ইন ব্লু’র জন্য ফের মুশকিল আসান হয়ে ওঠেন জসপ্রীত বুমরাহ’ই (Jasprit Bumrah)। দ্বিতীয় নতুন বল হাতে তিনিই ম্যাচে ফেরালেন রোহিত শর্মা’র (Rohit Sharma) দল’কে। তাঁর নিখুঁত আউটস্যুইং-এ ড্রাইভ করতে গিয়ে স্লিপে রোহিতের হাতে ক্যাচ দেন স্টিভ স্মিথ (Steve Smith)। ছয়ে ব্যাটিং করতে নামা মার্শকেও ফেরান বুমরাহ’ই। ভারতের ত্রাস হয়ে ওঠা হেডের ইনিংসেও ইতি টানেন ডান হাতি ফাস্ট বোলার। তিনিও ড্রাইভ করতেই গিয়েছিলেন। ব্যাটের কোণ ছুঁয়ে বল জমা পড়ে ঋষভ পন্থের (Rishabh Pant) দস্তানায়। অবিশ্বাস্য ছন্দে রয়েছেন পেস তারকা। কেরিয়ারের দ্বাদশতম টেস্ট ‘ফাইফার’ আজ জমা হলো তাঁর ঝুলিতে।

পার্‌থ-এ দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়েছিলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। হয়েছিলেন ভারতের জয়ের অন্যতম নায়ক। অ্যাডিলেডে গোলাপি বলে নেন ৪ উইকেট। আজ ফের ইনিংসে ৫ উইকেট নিলেন তিনি। সিরিজের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়েও নিঃসন্দেহে জায়গা করে নিয়েছেন ডান হাতি পেস তারকা। তাঁর পারফর্ম্যান্স মন ভরিয়েছে নেটজনতার। যেখানে সিরাজ-আকাশ দীপ’রা (Akash Deep) উইকেট তুলতে হতদ্যম হয়ে পড়েছেন ব্রিসবেনের বাইশ গজে, সেখানে ব্যতিক্রমী বুমরাহ’র (Jasprit Bumrah) প্রশংসায় মাতোয়ারা সকলে। ‘আলাদা স্তরের বোলার’ লিখেছেন একজন। ‘ভারতের হয়ে একাই লড়ে যাচ্ছেন বুমরাহ। কুর্নিশ আপনাকে’ মন্তব্য আরও একজনের। ‘বুমরাহ এবং কয়েক জন, ভারতীয় বোলিং-কে এভাবেই ব্যাখ্যা করতে হবে,’ লিখেছেন আরও এক অনুরাগী।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IND vs AUS 3rd Test: ‘অপয়া’ ব্রিসবেনে ‘ভুল’ সিদ্ধান্ত রোহিতের, সৌরভের মতই দিতে হবে খেসারত !!

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *