ind-vs-aus-bumrah-will-lead-in-perth

IND vs AUS: অপেক্ষার আর কয়েকটা মাত্র দিন। ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) টেস্ট সিরিজ। দুই হেভিওয়েটের লড়াই নিয়ে আগ্রহের অন্ত নেই ক্রিকেটজনতার। ২০১৭ থেকে এই প্রতিদ্বন্দ্বীতায় এগিয়ে থেকেছে টিম ইন্ডিয়াই। এর মধ্যে দুই বার ঘরের মাঠে ও দুই বার বিদেশের মাঠে সিরিজ জিতেছে ‘মেন ইন ব্লু।’ ব্যাগি গ্রিনদের শৌর্যে টানা তৃতীয়বার আঘাত হানতে সক্ষম হবে তারা? এই প্রশ্নেরই উত্তরের সন্ধানে আপাতত সকলে। চ্যালেঞ্জটা বেশ কঠিন হবে তাদের সামনে। সদ্যই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ) হোয়াইটওয়াশ হতে হয়েছে ভারতীয় শিবিরকে। অফ ফর্মের গ্লানি রয়েছেই, সাথে চাপ বাড়িয়েছে চোট-আঘাত। পাশাপাশি পারথ্‌-এ সিরিজের প্রথম টেস্টে পূর্ণ সময়ের অধিনায়ক রোহিত শর্মাকেও (Rohit Sharma) পাচ্ছে না দল।

Read More: নেতৃত্বে ফিরছেন শ্রেয়স আইয়ার, মেগা নিলামের আগেই সামনে চমকপ্রদ তথ্য !!

প্রথম টেস্টে নেই রোহিত শর্মা-

Rohit Sharma | IND vs AUS | Image: Getty Images
Rohit Sharma | Image: Getty Images

দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। স্কোয়াডের বাকিরা ইতিমধ্যে অস্ট্রেলিয়া উড়ে গেলেও বিশেষ মুহূর্তে স্ত্রী ও পরিবারের পাশে থাকতে যান নি হিটম্যান। বিসিসিআই-এর কাছ থেকে ছুটিও চেয়ে নিয়েছেন। পারথ্‌-এ রোহিতের না খেলা নিয়ে দ্বিধাবিভক্ত ক্রিকেটদুনিয়া। সুনীল গাওস্করের (Sunil Gavaskar) মত কেউ কেউ বলেছেন যে প্রথম ম্যাচে তিনি যদি না খেলেন তাহলে গোটা সিরিজেই (IND vs AUS) নেতৃত্ব থেকে সরে দাঁড়ানো উচিৎ। আরেক প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়’ও জানিয়েছেন যে পারথ্‌-এ ব্যাট হাতে নামা উচিৎ রোহিতের। তবে ভারত অধিনায়ক পাশে পেয়েছেন প্রাক্তন অস্ট্রেলীয় তারকা অ্যারন ফিঞ্চ’কে। গাওস্করের মন্তব্যের প্রেক্ষিতে তিনি জানিয়েছেন, “এই বিশেষ সময়ে স্ত্রীর পাশে যদি ও থাকতে চায়, তাহলে যতটা সময় দরকার ঠিক ততটাই মাঠ থেকে দূরে থাকার পূর্ণ স্বাধীনতা রয়েছে রোহিতের।”

দলের দায়িত্ব সামলাবেন বুমরাহ-

Jasprit Bumrah and Rohit Sharma | Image: Getty Images
Jasprit Bumrah and Rohit Sharma | Image: Getty Images

রোহিত শর্মা (Rohit Sharma) খেলবেন কি খেলবেন না সে নিয়ে দীর্ঘ সময় ছিলো জটিলতা। শেষমেশ না খেলার খবরেই সিলমোহর দিয়েছে বিসিসিআই সূত্র। পারথ্‌-এ বিকল্প অধিনায়ক হওয়ার দৌড়ে ছিলেন কে এল রাহুল। শোনা যাচ্ছিলো বিরাট কোহলির নাম’ও। কিন্তু শিকে ছিঁড়েছে জসপ্রীত বুমরাহ’র (Jasprit Bumrah) ভাগ্যে। অস্ট্রেলীয় সফরের (IND vs AUS) জন্য ভারতীয় স্কোয়াডে সহ-অধিনায়ক হিসেবে রিয়েছেন তারকা পেসার। পূর্ণ সময়ের নেতার অনুপস্থিতিতে তিনিই সামলাবেন দায়িত্ব। এর আগে ২০২২ সালে ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। যদিও সেই ম্যাচটি ভারত হেরে যায়। অস্ট্রেলিয়া সিরিজের চাপ নতুন অধিনায়ক সামলাতে পারবেন? প্রশ্ন তুলছিলেন কেউ কেউ। কিন্তু অজি কিংবদন্তি রিকি পন্টিং পাশে দাঁড়িয়েছেন বুমরাহ। “অভিজ্ঞতা দিয়ে সামলে নেবে ও,” মন্তব্য তাঁর।

দ্বিতীয় টেস্ট থেকে ফিরছেন রোহিত-

Rohit Sharma | Image: Getty Images
Rohit Sharma | Image: Getty Images

গুঞ্জন ছিলো যে পারথ্‌ টেস্টের পাশাপাশি অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটিতেও অনুপস্থিত থাকতে পারেন রোহিত (Rohit Sharma)। কিন্তু তা যে আদৌ সঠিক নয়, তা জানা গিয়েছে সংবাদসংস্থা এক্সপ্রেস স্পোর্টস সূত্রে। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে চলেছেন রোহিত শর্মা। সামলাবেন অধিনায়কত্ব’ও। হয়ত আর কয়েক দিনের মধ্যেই স্কোয়াডের সাথে যোগ দেবেন তিনি। অ্যাডিলেডে গোলাপি বলের খেলায় মুখোমুখি হওয়ার কথা ভারত ও অস্ট্রেলিয়ার (IND vs AUS)। প্রায় দুই বছর পর দিন-রাতের টেস্ট খেলতে নামবে দল। এর আগে ২০২০-২১ মরসুমে যখন এই অ্যাডিলেডেই ‘পিঙ্ক বল টেস্ট’ খেলেছিলো টিম ইন্ডিয়া, তখন ইনিংস গুটিয়ে গিয়েছিলো মাত্র ৩৬ রানে। রোহিতের (Rohit Sharma) হাত ধরে সেই দুঃসহ স্মৃতি মুছে ফেলার লক্ষ্যে মাঠে নামবে ‘মেন ইন ব্লু।’

Also Read: IND vs AUS: চোট সারিয়ে সম্পূর্ণ সুস্থ তারকা ক্রিকেটার, স্বস্তির হাওয়া ভারতীয় শিবিরে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *