IND vs AUS: সাম্প্রতিক অতীতে বেশ নড়বড়ে দেখিয়েছে ভারতীয় দল’কে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশ হয়েছে তারা। ১২ বছর পর দেশের মাঠে টেস্ট সিরিজ হারের লজ্জার সম্মুখীন হতে হয়েছে রোহিত-কোহলিদের। ২৪ বছর পর হোমগ্রাউন্ডে হোয়াইটওয়াশ হওয়ার কলঙ্কও লেগেছে গায়ে। অস্ট্রেলিয়া সফরেও (IND vs AUS) ঘুরে দাঁড়াতে পারে নি দল। পার্থ-এর জয় আশা জাগালেও অ্যাডিলেড, গাব্বা ও মেলবোর্নে বেশ বেকায়দায় পড়তে হয়েছে তাদের। ব্রিসবেনে কোনোক্রমে ড্রয়ের মুখ দেখলেও অ্যাডিলেড ও মেলবোর্নে হয় নি শেষরক্ষা। কোহলি, শুভমান, রোহিতদের অফ ফর্ম, দল নির্বাচনে ভুলচুক, স্ট্র্যাটেজির গলদ-হতশ্রী পারফর্ম্যান্সের পিছনে উঠে আসছে একের পর এক কারণ। সিনিয়র থেকে জুনিয়র, প্রশ্নবিদ্ধ হচ্ছেন সকলেই। শুধু ব্যতিক্রম একজন। তিনি-জসপ্রীত জসবীর সিং বুমরাহ (Jasprit Bumrah)। অভিযোগের কোনো সুযোগই দিচ্ছেন না তিনি।
Read More: IND vs AUS 4th Test: পন্থ’কে ফিরিয়ে ‘অশ্লীল’ উদ্যাপন ট্র্যাভিস হেডের, প্রকাশ্যে এলো নেপথ্য কাহিনী !!
অস্ট্রেলিয়ায় আগুনে ফর্মে বুমরাহ-
টি-২০ বিশ্বকাপে অনবদ্য পারফর্ম করে সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। টেস্টের আঙিনাতেও বজায় রেখেছেন সেই ফর্ম। তাঁর বোলিং বিক্রমে নাস্তানাবুদ অস্ট্রেলীয় ব্যাটাররা। বর্ডার-গাওস্কর ট্রফির (IND vs AUS) প্রথম ম্যাচেই ঝড় তুলে দক্ষতার স্বাক্ষর রেখেছিলেন তিনি। পার্থ-এ একাই ভেঙেছিলেন অস্ট্রেলীয় প্রতিরোধ। ৮টি উইকেট জমা হয়েছিলো তাঁর ঝুলিতে। অ্যাডিলেডে প্রথম ইনিংসে নিয়েছিলেন আরও ৪টি উইকেট। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৯ রানের লক্ষ্যমাত্রা ছিলো অস্ট্রেলিয়ার সামনে। কোনো উইকেট পান নি তিনি। ফের জ্বলে ওঠেন গাব্বাতে। সিরাজ-আকাশ দীপ’রা (Akash Deep) উইকেটের জন্য যখন মাথা খুঁড়ে মরছেন, তখন দুই ইনিংস মিলিয়ে মোট ৯ উইকেট নেন বুমরাহ। ফর্মে থাকা ট্র্যাভিস হেড’কে স্রেফ দাঁড় করিয়ে রেখে বোল্ড করেন ভারতীয় পেস নক্ষত্র।
মেলবোর্নের বক্সিং ডে টেস্টে (IND vs AUS) হেরেছে ভারতীয় দল। কিন্তু সেই অন্ধকারের মাঝেও নিজের দ্যুতি ছড়াতে ভোলেন নি টিম ইন্ডিয়ার ‘কোহিনূর’। জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) প্রথম ইনিংসে ৯৯ রানের বিনিময়ে নেন ৪ উইকেট। দ্বিতীয় ইনিংসে আরও ৫টি সাফল্য জমা পড়ে তাঁর ঝুলিতে। ৪৪ তম টেস্টে পেরোন ২০০ উইকেটের মাইলস্টোন। একমাত্র বোলার হিসেবে ২০’র কম বোলিং গড় বজায় রেখে ২০০ বা তার বেশী টেস্ট উইকেট নেওয়ার নজির গড়েন তিনি। ওয়াসিম আক্রম, জেফ টমসন, ডেনিস লিলি, জোয়েল গার্ণার, ম্যালকম মার্শালদের মত কিংবদন্তিদেরও পিছনে ফেলেছেন ভারতীয় তারকা। চলতি সিরিজে (IND vs AUS) ১২.৮৩ গড়ে ৩০টি উইকেট নিয়েছেন বুমরাহ। ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন তিন বার। সঙ্গত কারণেই অজি প্রাক্তনী সাইমন ক্যাটিচ তাঁকে সম্বোধন করেছেন ‘কিং’ বলে।
বর্ষসেরার দৌড়ে জসপ্রীত বুমরাহ-
১৩টি টেস্ট ম্যাচ খেলে ২০২৪ সাল’কে বিদায় জানালেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। চমকে দেওয়ার মত পরিসংখ্যান তাঁর। ১৪.৯২ গড় ও ৩০.১৬ স্ট্রাইক রেটে মোট ৭১টি উইকেট নিয়েছেন তিনি। ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন পাঁচ বার। তাঁর দুর্ধর্ষ পারফর্ম্যান্সকে কুর্নিশ জানিয়েছে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি’ও। টেস্টে বর্ষসেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে রয়েছেন তিনি। বুমরাহ ছাড়াও তালিকায় রয়েছেন ইংল্যান্ডের জো রুট (Joe Root) এবং হ্যারি ব্রুক (Harry Brook)। থাকছেন শ্রীলঙ্কার উঠতি প্রতিভা কামিন্দু মেন্ডিস’ও (Kamindu Mendis)। রুট ৬টি শতরান-সহ ২০২৪ সালে ১৭টি টেস্ট খেলে ৫৫.৫৭ গড়ে তিনি করেছেন ১৫৫৬ রান। ১২টি টেস্টে ৫৫ গড়ে ব্রুকের সংগ্রহ ১১০০ রান। ৪টি শতরান ও ৩টি অর্ধশতক রয়েছে তাঁর। মেন্ডিস ৯ ম্যাচে ৭৪.৯২ গড়ে করেছেন ১০৪৯ রান। শতকের সংখ্যা ৫। দিনকয়েকের মধ্যেই ঘোষিত হবে জয়ীর নাম।