IND vs AUS 1st Test: চোট পেয়ে অনিশ্চিত বুমরাহ, পারথ্‌ টেস্টের আগে বিপাকে টিম ইন্ডিয়া !! 1

IND vs AUS: আগামী ২২ নভেম্বর থেকে পারথ্‌-এর অপটাস স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া (IND vs AUS)। বর্ডার-গাওস্কর ট্রফির লড়াই ঘিরে উত্তেজনা এই মুহূর্তে চরমে। টানা সাত বছর অজিদের বিপক্ষে কোনো টেস্ট সিরিজ না হারলেও এই মুহূর্তে খানিক ব্যাকফুটে ভারতই। তারা ঘরের মাঠে হেরেছে কিউইদের বিরুদ্ধে (IND vs NZ)। দলে রয়েছে চোট-আঘাত সমস্যাও। অন্যদিকে টপ-অর্ডারের রানের মধ্যে না থাকা চিন্তায় রেখেছে অস্ট্রেলিয়াকেও। নয়া ওপেনার নাথান ম্যাকস্যুইনি (Nathan McSweeney) কেমন পারফর্ম করেন সেদিকে নজর সকলের। দুই হেভিওয়েটের লড়াই (IND vs AUS) শুরুর আগে তুল্যমূল্য বিচারে কোনো পক্ষকেই তাই ‘ফেভারিট’ বাছতে রাজী নয় বিশেষজ্ঞমহল।

Read More: কে সামলাবেন KKR’এর নেতৃত্ব? নিলামে এই ৩ তারকার দিকে নজর শাহরুখ খানের !!

নেতৃত্ব দেওয়ার কথা বুমরাহ’র-

Jasprit Bumrah | Image: Getty Images
Jasprit Bumrah | Image: Getty Images

পারথ্‌-এ ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) সিরিজের প্রথম ম্যাচটিতে দেখা যাবে না রোহিত শর্মা’কে (Rohit Sharma)। পূর্ণ সময়ের অধিনায়ককে বাইরে রেখেই মাঠে নামতে হচ্ছে টিম ইন্ডিয়াকে (Team India)। দিনকয়েক আগে দ্বিতীয় সন্তানের পিতা হয়েছেন তিনি। বিশেষ মুহূর্তে তিনি চেয়েছিলেন স্ত্রী ঋতিকা ও পরিবারের সঙ্গে সময় কাটাতে। আগামী ৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। গোলাপি বলের সেই লড়াইতে দেখা যাবে রোহিতকে। সূত্রের খবর দিনকয়েকের মধ্যেই অস্ট্রেলিয়া উড়ে যাচ্ছেন তিনি। সাথে যেতে পারেন তারকা পেসার মহম্মদ শামি’ও (Mohammed Shami)। রোহিত ছাড়াও ব্যাটিং নক্ষত্র শুভমান গিলকে (Shubman Gill) পারথ্‌-এ পাচ্ছে না ভারত। অনুশীলন ম্যাচ চলাকালীন আঙুলে চোট পেয়েছেন তিনি।

প্রথম টেস্টে (IND vs AUS) দুই পক্ষেরই অধিনায়কত্ব সামলাবেন দুই পেসার। অস্ট্রেলিয়ার তরফে থাকছেন প্যাট কামিন্স (Pat Cummins)। আর ভারতের নেতৃত্ব দিতে দেখা যাবে জসপ্রীত বুমরাহ’কে (Jasprit Bumrah)। ডান হাতি পেস তারকা এর আগে ওভালে ২০২২ সালে একটি টেস্ট ম্যাচে অধিনায়কত্ব করেছেন। সেই ম্যাচটি যদিও হেরেছিলো ‘মেন ইন ব্লু।’ নেতা হিসেবে প্রথম জয় ছিনিয়ে নেওয়ার লক্ষ্য সামনে রেখেই নামবেন বুমরাহ (Jasprit Bumrah)। কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে তাঁর সাফল্য পাওয়ার সম্ভাবনা ঠিক কতটা? এই প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। বুমরাহ’র পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন অস্ট্রেলীয় তারকা রিকি পন্টিং (Ricky Ponting)। তাঁর যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে বলে মন্তব্য বিশ্বকাপজয়ী অধিনায়কের। দলের বাকিরাও সাহায্য করবেন বুমরাহ’কে, মনে করছেন পন্টিং।

অনুশীলনে আহত তারকা পেসার-

Jasprit Bumrah | IND vs AUS | Image: Getty Images
Jasprit Bumrah | Image: Getty Images

অস্ট্রেলিয়ার মাটিতে পা দেওয়ার পর থেকে চোট-আঘাত ভুগিয়ে চলেছে টিম ইন্ডিয়াকে। নেটে ব্যাটিং করার সময় হাতে চোট পেয়েছিলেন সরফরাজ খান। ওয়াকাতে অনুশীলন ম্যাচে কনুইতে লেগেছিলো কে এল রাহুলের। তাঁরা দ্রুত সুস্থ হয়ে উঠেছেন ঠিকই, তবে ভাগ্য সুপ্রসন্ন হয় নি শুভমান গিলের। বাম  হাতের বুড়ো আঙুলে চিড় ধরায় তিনি নেই পারথ্‌-এ। এবার কার্যনির্বাহী অধিনায়ক জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) নিয়েও আচমকাই চিন্তায় পড়ে গিয়েছিলো ভারতীয় শিবির। বুধবার নেটে ব্যাটিং অনুশীলন করছিলেন তিনি। তখনই নেট বোলারের লাফিয়ে ওঠা ডেলিভারিতে কাঁধে চোট পান তিনি। সংবাদমাধ্যম কোড ক্রিকেটের দুই সাংবাদিক বেন হর্ণ ও ড্যান চেরনি সূত্রে বুমরাহ’র চোটের খবর প্রকাশ্যে আসে। তবে স্বস্তির খবর এই যে চোট গুরুতর নয় ভারতীয় তারকার। অনুশীলন শেষে নেট বোলারদের সাথে ছবিও তোলেন বুমরাহ। শুক্রবার তিনিই নামবেন টস করতে।

দেখুন ভিডিও-

Also Read: IND vs AUS: BGT’র আগে ভারতীয় ফ্যান্সদের মনে ভয় ধরাচ্ছে ট্র্যাভিস হেড, টেস্টের জন্য করছে টি-২০ প্রাকটিস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *