IND vs AUS

IND vs AUS: অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ থেকে শুরু হয়েছে টিম ইন্ডিয়ার চতুর্থ টেস্ট ম্যাচটি (IND vs AUS)। কানায় কানায় পরিপূর্ণ মেলবোর্নে টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নেন প্যাট কামিন্স। বাইশ গজ বোলিং সহায়ক হবে বলে মনে করেছিলো ক্রিকেটমহল, কিন্তু আজ উলটো ছবিটাই চোখে পড়লো। দিনের শুরু থেকেই এগিয়ে রইলেন ব্যাটাররা। নবাগত স্যাম কনস্টাস নজর কাড়েন অভিষেকে। ৬৫ বলে করেন ৬০ রান। অফ ফর্মের অন্ধকার কাটিয়ে ৫৭ রান এলো উসমান খোয়াজার ব্যাট থেকেও। অ্যাডিলেড টেস্টের পর আরও একবার রানের মুখ দেখলেন মার্নাস লাবুশেন। ব্রিসবেনের শতরানের পর আরও একবার সাবলীল দেখিয়েছে স্টিভ স্মিথকে। এমসিজি’তে ট্র্যাভিস হেড কি করে, সকলেই অপেক্ষা করছিলেন তার জন্য। কিন্তু আগুনে ফর্মে থাকা বাম হাতিকে আজ খাতাই খুলতে দিলেন না ভারতের ট্রাম্প কার্ড-জসপ্রীত জসবীর সিং বুমরাহ (Jasprit Bumrah)।

Read More: IND vs AUS 4th Test: “এদের সাথে একদম…” মেলবোর্নে আগুনে মেজাজে বিরাট কোহলি, কনস্টাসের পর কটাক্ষ লাবুশেনকেও !!

চলতি সিরিজে (IND vs AUS) দুর্ধর্ষ খেলেছেন ট্র্যাভিস হেড (Travis Head)। পার্‌থে তিনি করেছিলেন ৮৯। অ্যাডিলেডে ১৪০ রানের ইনিংস খেলে ডুবিয়েছিলেন ভারতের তরী। জ্বলে উঠেছিলেন ব্রিসবেনেও। তাঁর ব্যাট থেকে এসেছিলো ১৫২ রানের ঝলমলে ইনিংস। ধারাভাষ্যকার রবি শাস্ত্রী অবধি বলতে বাধ্য হন যে হেড দিন দিন ভারতের জন্য ‘হেডেক’ অর্থাৎ মাথাব্যথা হয়ে উঠেছেন। আজ ব্যাটিং সহায়ক বাইশ গজে তাঁর থেকে বড় রানের প্রত্যাশা নিঃসন্দেহে করেছিলো ব্যাগি গ্রিন বাহিনী। কিন্তু চ্যালেঞ্জিং পরিস্থিতিতে শেষ হাসি বুমরাহ’র (Jasprit Bumrah)। দিনের শুরুতে আজ খানিক ব্যাকফুটেই ছিলেন ভারতীয় তারকা পেসার। কিন্তু তৃতীয় সেশনে ফিরে এসে বুঝিয়ে দিলেন কেন এই মুহূর্তে আইসিসি র‍্যাঙ্কিং-এর শীর্ষে রয়েছেন তিনি। ঝুলিতে রয়েছে ৯০৪ র‍্যাঙ্কিং পয়েন্টস। ফর্মে থাকা ব্যাটারকে রীতিমত বোকা বানিয়ে সাজঘরের পথে ফেরালেন তিনি।

অফ স্টাম্পের লাইনের ঠিক বাইরে বল’টি রেখেছিলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। অজি ব্যাটার মনে করেছিলেন যে স্টাম্পের উপর দিয়ে যাবে তা। তিনি ‘লিভ’ করার জন্য তুলে দিয়েছিলেন ব্যাট। শেষ মুহূর্তে ভিতরের দিকে এসে হেডের অফস্টাম্পের বেল উড়িয়ে দিয়ে যায় লাল কুকাবুরা’টি। হতবাক হেডের (Travis Head) দিকে স্বভাবসিদ্ধ হাসি ছুঁড়ে দিয়ে বুমরাহ ততক্ষণে বুঝিয়ে দিয়েছেন যে আসল ‘বস’ তিনিই। ‘পথের কাঁটা’ উপরে ফেলার জন্য সমাজমাধ্যম মেতেছে বুমরাহ বন্দনায়। ‘এইবার জব্দ হয়েছে হেড’ লিখেছেন এক নেটিজেন। ‘বুমরাহ’র বিরুদ্ধে মুহূর্তের অসতর্কতায় ডেকে আনতে পারে সমূহ বিপদ’ লিখেছেন আরও একজন। ‘হেড এবার বুঝেছে যে বুমরাহ কি জিনিস’ উচ্ছ্বাস ধরা পড়েছে অন্য এক অনুরাগীর ট্যুইটে। ‘এটাই আমাদের তরফ থেকে ক্রিসমাস গিফট’ অজি ব্যাটারকে খোঁচা দিতে ছাড়েন নি ভারতীয় সমর্থকেরা।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IND vs AUS 4th Test: “মোটেই সহজ নয়…” নেতৃত্ব ছাড়ছেন রোহিত শর্মা, মেলবোর্নেই মিললো ইঙ্গিত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *