IND vs AUS: চলতি ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) সিরিজে দুর্দান্ত ফর্মে রয়েছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। পার্থ-এ প্রথম টেস্ট ম্যাচে একাই গুঁড়িয়ে দিয়েছিলেন প্রতিপক্ষের টপ-অর্ডার। প্রথম ইনিংসে ৫টি ও দ্বিতীয় ইনিংসে ৩টি উইকেট নিয়ে টিম ইন্ডিয়াকে এনে দেন দুর্দান্ত জয়। ম্যাচের সেরা পুরষ্কারও পেয়েছিলেন তিনি। অ্যাডিলেডের ‘পিঙ্ক বল’ টেস্টে ধারে-ভারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশেষ পাত্তা পায় নি ভারত (IND vs AUS)। হারতে হয়েছে ১০ উইকেটের ব্যবধানে। তবে সেই অন্ধকারের মধ্যেও টিম ইন্ডিয়ার আশার আলো ছিলেন বুমরাহ’ই। প্রথম ইনিংসে ৪ উইকেট তুলে নেন তিনি। তাঁকে সামলাতে সমস্যায় পড়েছিলেন খোয়াজা-স্মিথ’রা (Steve Smith)। ক্যাঙারুর দেশে বুমরাহকেই মেন ইন ব্লু’র ‘তুরুপের তাস’ মনে করছেন বিশেষজ্ঞরা। তাই তাঁর চোট ভাবিয়ে তুলেছিলো সমর্থকদের।
Read More: IPL 2025: চিন্তা বাড়লো নাইট রাইডার্সের, দল থেকে ছিটকে গেলেন অভিজ্ঞ ব্যাটার !!
অনুশীলনে ফিরলেন ‘আহত’ বুমরাহ-
অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস চলাকালীন হঠাৎ’ই মাঠে শুয়ে পড়তে দেখা গিয়েছিলো বুমরাহ’কে (Jasprit Bumrah)। ছুটে আসেন ফিজিও’ও। বেশ খানিকক্ষণ তাঁর তত্ত্বাবধানে স্ট্রেচিং করার পর ফের উঠে দাঁড়িয়েছিলেন বুমরাহ। দ্বিতীয় ইনিংসে ১৯ রানের লক্ষ্যমাত্রা ছিলো অস্ট্রেলিয়ার সামনে। নতুন বল আরও একবার বুমরাহ’র হাতেই তুলে দিয়েছিলেন অধিনায়ক রোহিত। সম্পূর্ণ রান-আপ নিয়ে তিনি বোলিং করলেও সকলকে অবাক করেছিলো তাঁর বলের গতি। ১৩০ কিলোমিটার প্রতি ঘন্টার উপর ওঠে নি তা। চোটের কারণেই কি ধীরে বোলিং করছেন ভারতের তারকা পেসার? উঠেছিলো প্রশ্ন। অনেকে একে সতর্কতামূলক ব্যবস্থা মনে করলেও প্রাক্তনী অজি পেসার ড্যামিয়েন ফ্লেমিং-এর মত কেউ কেউ বিষয়টিকে গুরুতর বলেই আখ্যা দিয়েছিলেন।
নির্দিষ্ট সময়ের আগেই শেষ হয়ে গিয়েছে অ্যাডিলেডের দ্বিতীয় টেস্ট ম্যাচ (IND vs AUS)। বাড়তি সময়ে অনুশীলনে ডুবে থাকতে চায় ভারতীয় দল। সেইমত ব্রিসবেনে শুরুও হয়ে গিয়েছে নেট সেশন। গতকাল বল হাতে সেখানে দেখা যায় নি জসপ্রীত বুমরাহকে। উদ্বেগ বেড়েছিলো অনুরাগীদের মধ্যে। গাব্বায় আদৌ বুমরাহ (Jasprit Bumrah) বিক্রম দেখা যাবে কিনা তা নিয়ে সন্দিহান হয়ে পড়েছিলেন কেউ কেউ। কিন্তু যাবতীয় জল্পনা উড়িয়ে অনুশীলনের দ্বিতীয় দিনে নেট সেশনে ফিরলেন তিনি। ওয়ার্ম আপের সময় রবিচন্দ্রণ অশ্বিনের (Ravichandran Ashwin) সাথে আলোচনা সারতে দেখা যায় তাঁকে। এরপর পেস বোলিং নয়, বরং কিছুক্ষণ লেগব্রেক করেন নেটে। তারপর লাল বল হাতে গতির ঝড় তুললেন তিনি। রান-আপ দেখে মনে হয় নি চোট রয়েছে তাঁর। গতি’ও কমে নি একটুও। সংবাদমাধ্যমের ধারণা ব্রিসবেনের প্রথম একাদশে থাকবেন বুমরাহ।
অনুশীলনে বুমরাহ, দেখুন ভিডিও-
Jasprit Bumrah started off with a couple of leg-breaks alongside R Ashwin but he’s now running in hot & bowling at full tilt, being an absolute handful to KL Rahul & Yashasvi Jaiswal #AusvInd pic.twitter.com/3IRzE0QXbm
— Bharat Sundaresan (@beastieboy07) December 12, 2024
একাদশে দেখা যাবে আকাশ দীপ’কে ?
পার্থ ও অ্যাডিলেডে ভারতীয় টেস্ট একাদশে (Team India) তিন প্রমুখ পেসার হিসেবে দেখা গিয়েছে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), মহম্মদ সিরাজ ও হর্ষিত রাণা’কে। সাথে চতুর্থ পেস বিকল্প হিসেবে ছিলেন নীতিশ কুমার রেড্ডি। ব্রিসবেনে বর্ডার-গাওস্কর ট্রফির তৃতীয় টেস্টে পেস চতুর্ভুজে বদল চাইছেন প্রাক্তনী যতীন পরাঞ্জাপে। ‘বিতর্কিত’ মহম্মদ সিরাজকে সরিয়ে বাংলার ডান হাতি পেসার আকাশ দীপ’কে (Akash Deep) জায়গা দেওয়া হোক, চাইছেন তিনি। প্রাক্তন ক্রিকেটার ও নির্বাচন জানিয়েছেন, “আমি আশাবাদী যে আকাশ দীপ গাব্বা ও মেলবোর্ন টেস্ট দুটি খেলবে এবং সেখানে দুর্দান্ত পারফর্ম’ও করবে। ও মহম্মদ শামি’র মতই যে লেন্থে বোলিং করে, ওগুলোই সেরা লেন্থ বোলিং-এর জন্য। সিরাজের থেকে অনেক ভালো ভাবে ও (আকাশ দীপ) বুমরাহ’র পরিপূরক হয়ে উঠতে পারে।”