IND vs AUS: বক্সিং ডে টেস্টের (IND vs AUS) উত্তাপ বাড়িয়েছিলেন স্যাম কনস্টাস ও বিরাট কোহলি (Virat Kohli)। মেলবোর্নে অজি অভিষেককারীর সাথে একপ্রস্থ ধাক্কাধাক্কি হয় ভারতীয় মহাতারকার। ঘটনার পরিপ্রেক্ষিতে বিরাটকেই দোষী সাব্যস্ত করেছিলো ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি। তাঁকে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা দিতে হয়। একইসাথে নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয় তাঁর। মাঠের বাইরের দুনিয়াতেও পড়েছিলো এই ঘটনার প্রভাব। অজি সংবাদমাধ্যমের তীব্র কটাক্ষের মুখে পড়েন কোহলি (Virat Kohli)। তাঁর ছবি বিকৃত করে প্রকাশ করে একাধিক সংবাদপত্র। অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন প্রাক্তনীও বেনজির আক্রমণ করেন বিরাটকে। মেলবোর্নের সেই বাগ্যুদ্ধের রেশ কাটার আগেই ফের লাইমলাইটে কনস্টাস। এবার কোহলি নয়, সিডনিতে তাঁর নিশানায় জসপ্রীত বুমরাহ।
Read More: “পুরো আগুন…” ১৮৫ রানে গুটিয়ে গেল টিম ইন্ডিয়া, দিন শেষে বুমরাহ ম্যাজিকে জয়জয়াকার ভারতের, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !!
বুমরাহ বনাম কনস্টাস, উত্তপ্ত সিডনি-
কেরিয়ারের দ্বিতীয় টেস্টেই দ্বিতীয়বার বিতর্কে জড়ালেন স্যাম কনস্টাস (Sam Konstas)। মাঠে সাধারণত মেজাজ হারাতে দেখা যায় না জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। আজ তাঁরও ধৈর্য্যের বাঁধ ভাঙলো অজি ওপেনারের কর্মকাণ্ডে। তখন ব্যাটিং করছিলেন উসমান খোয়াজা। বল হাতে বুমরাহ যখন তাঁর রান-আপের ঠিক মাঝখানে, তখন হঠাৎ’ই ক্রিজ ছেড়ে সরে যান তিনি। ফলে বাধ্য হয়েই থামতে হয় ভারতীয় পেসারকেও। স্বভাবতই খুশি হন নি তিনি। নন-স্ট্রাইকার এন্ডে দাঁড়ানো কনস্টাসকে সেই নিয়েই কিছু বলেছিলেন ভারত অধিনায়ক। পালটা কটাক্ষ করেন বছর উনিশের অজি তরুণ। এরপরই মেজাজ হারান বুমরাহ (Jasprit Bumrah)। রীতিমত তেড়ে গিয়েছিলেন তাঁর দিকে। ছুটে আসেন অন্যান্য ক্রিকেটাররাও। দ্বন্দ্ব থামাতে হস্তক্ষেপ করতে হয় আম্পায়ারদেরও।
বল হাতেই কনস্টাসকে (Sam Konstas) জবাবটা অবশ্য দিয়েছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। দিনের শেষ ডেলিভারিতে তিনি ফিরিয়ে দেন উসমান খোয়াজাকে। দুরন্ত আউটস্যুইং অজি ওপেনারের ব্যাট ছুঁয়ে জমা পড়ে স্লিপে দাঁড়ানো কে এল রাহুলের হাতে। সাধারণত উইকেট নেওয়ার পর স্মিত হাসি ছাড়া অন্য কোনো সেলিব্রেশন করতে দেখা যায় না বুমরাহকে। কিন্তু আজ ব্যতিক্রমী কাণ্ড ঘটালেন তিনি। রীতিমত কনস্টাসের মুখের সামনে গিয়ে আগ্রাসী উদ্যাপন করতে দেখা যায় তাঁকে। বুমরাহ’র সেলিব্রেশনে যোগ দেন বিরাট কোহলি (Virat Kohli) সহ দলের অন্যান্য সদস্যরাও। অস্ট্রেলীয় ওপেনারের দিকে ছুটে আসে স্লেজিং-এর তীর। আর মুখ খোলার ‘সাহস’ দেখান নি কনস্টাস। ফিরে যান ড্রেসিংরুমে। আগামীকাল লড়াইটা যে সহজ হবে না তাঁর জন্য তা নিশ্চিত করে বলা যায়।
কনস্টাসকে ‘পালটা’ বুমরাহ’র, দেখুন ভিডিও-
ABSOLUTE CINEMA IN SYDNEY. 🍿
– Sam Konstas involved in an argument with Bumrah.
– Bumrah removed Khawaja on the last ball.
– Team India totally fired up.
– Bumrah gives an ice cold stare to Konstas after the wicket. 🥶#INDvsAUST #AUSvIND pic.twitter.com/sQawQgOYAZ— 𝓟𝓻𝓲𝓷𝓬𝓮 🥂 (@whyy__prince) January 3, 2025
দ্রুত উইকেট তুলতে হবে ভারতকে-
আজ টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো ভারত। অস্ট্রেলীয় পেস আক্রমণের বিরুদ্ধে ফের একবার অসহায় দেখালো টিম ইন্ডিয়ার ব্যাটারদের। শুরুতেই ফেরেন কে এল রাহুল। কিছুক্ষণের মধ্যে সাজঘরের পথ ধরেন যশস্বী জয়সওয়াল’ও (১০)। লাঞ্চের আগে আউট হন শুভমান গিল। ২০ রানের বেশী এগোতে পারেন নি তিনি। অফ স্টাম্পের বাইরের লাইন আজ ফের একবার পরাস্ত করলো বিরাটকে। ৪০ করলেন ঋষভ পন্থ (Rishabh Pant), কিন্তু ভুল শটে ফের একবার হারিয়ে এলেন উইকেট। শেষলগ্নে বুমরাহ’র (Jasprit Bumrah) ১৭ বলে ২২-এর সৌজন্যে ভারত থামলো ১৮৫ রানে। অস্ট্রেলিয়ার হয়ে ৪টি উইকেট নেন বোল্যান্ড। স্টার্ক ও কামিন্সের ঝুলিতে যথাক্রমে ৩ ও ২টি উইকেট। একটি সাফল্য লিয়ঁ’র। তৃতীয় সেশনে তিন ওভার ব্যাটিং করেছে অস্ট্রেলিয়া। তাদের স্কোর ৯/১। দ্বিতীয় দিনের সকালে দ্রুত উইকেট প্রয়োজন টিম ইন্ডিয়ার।
Also Read: IND vs AUS 5th Test: সিডনিতেও অব্যাহত ব্যাটিং ব্যর্থতা, ফের একবার বুমরাহ’র দিকেই তাকিয়ে ভারত !!